SpiceJet: শীতে চাহিদা বৃদ্ধি, স্পাইসজেট প্রতিদিন ১০০টি পর্যন্ত ফ্লাইট যোগ করবে, জানুন সব তথ্য
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
SpiceJet To Add Up To 100 Daily Flights: স্পাইসজেট এই শীতে প্রতিদিন ১০০টি নতুন ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে, সম্প্রতি ১৭টি বিমান যুক্ত করেছে, যার লক্ষ্য নিয়ন্ত্রক অনুমোদনের অপেক্ষায় থাকা গুরুত্বপূর্ণ রুটগুলিতে সক্ষমতা এবং সংযোগ বৃদ্ধি করা।
স্পাইস জেট এই শীতে প্রতিদিন ১০০টি নতুন ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে, সম্প্রতি ১৭টি বিমান যুক্ত করেছে, যার লক্ষ্য নিয়ন্ত্রক অনুমোদনের অপেক্ষায় থাকা গুরুত্বপূর্ণ রুটগুলিতে সক্ষমতা এবং সংযোগ বৃদ্ধি করা। শীতের মরশুমে চাহিদা বৃদ্ধির কারণে স্পাইস জেট এই নতুন পরিকল্পনা করেছে। শীতের মরশুমে ঘুরতে যাওয়ার প্রবণতা অনেকটাই বৃদ্ধি পায়। এই সময় প্রায় সকলেই ছুটির মেজাজে থাকে। অনেকে আগে থেকেই ঠিক করে রাখেন সকলে কোথায় ঘুরতে যাবেন। কেউ আবার শেষ মুহূর্তে ঘুরতে যাওয়ার প্ল্যান করেন। তাই ফ্লাইটের চাহিদা এই সময় খুব বেশি থাকে।
advertisement
advertisement
শীতের ছুটিতে ফ্লাইটের চাহিদার কথা মাথায় রেখে স্পাইসজেট এই নতুন পরিকল্পনা করেছে। বিমান সংস্থাটি জানিয়েছে যে, তারা বিগত দুই মাসে লিজ নেওয়া বিমান এবং নিজস্ব বিমান ফিরিয়ে আনার মাধ্যমে ১৭টি বিমান সক্রিয় পরিষেবায় অন্তর্ভুক্ত করেছে, যার ফলে তাদের ফ্লাইটের প্রাপ্যতা বৃদ্ধি পেয়েছে এবং উচ্চ-চাহিদাযুক্ত রুটগুলিতে অতিরিক্ত যোগাযোগ ক্ষমতা স্থাপনের সুযোগ তৈরি হয়েছে।
advertisement
স্পাইস জেট জানিয়েছে যে আগামী সপ্তাহগুলিতে তাদের লক্ষ্য হল উন্নত পরিকল্পনার মাধ্যমে আরও বিমান অন্তর্ভুক্ত করা, সর্বাধিক সংযোগ জোরদার করা। অন্য দিকে, গত সপ্তাহে ভারতজুড়ে প্রধান বিমানবন্দরগুলিতে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার পর ইন্ডিগোর পূর্বে অনুমোদিত শীতকালীন ফ্লাইটের সময়সূচি কমানোর পরিকল্পনা করছে কেন্দ্র। ভারতের শীর্ষস্থানীয় বিমান সংস্থা ইন্ডিগোর ব্যাপক কর্মক্ষমতার ব্যর্থতা এবং বৃহৎ পরিসরে বিঘ্নের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ গৃহীত হতে চলেছে।
advertisement
কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক বর্তমানে ইন্ডিগোর বিভিন্ন রুটগুলি কাটছাঁটের কথা ভাবছে। এটি বর্তমানে ২,২০০টি ফ্লাইট পরিচালনা করছে। কাটছাঁট করা রুটগুলি অন্যান্য অপারেটরদের কাছে বরাদ্দ করার পরিকল্পনা করা হয়েছে।কোন অপারেটর কীভাবে এই পরিকল্পনায় যুক্ত হবে, সে সম্পর্কে বিশদ তথ্য এখনও পর্যন্ত প্রকাশ করা না হলেও স্পাইস জেটের এই দৈনিক ফ্লাইট বৃদ্ধির নিঃসন্দেহে দেশ জুড়ে চলতে থাকা বিমান পরিবহণ সমস্যার সমাধানে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে চলেছে।









