advertisement

Shocking Gold Price: বড় ধাক্কা ! বিপুল দাম বাড়ল সোনার, কোথায় গিয়ে থামবে ?

Last Updated:
Shocking Gold Price: সোনার দামে নজিরবিহীন উত্থান বিনিয়োগকারী ও ক্রেতাদের চমকে দিয়েছে। এই দাম বাড়ার কারণ কী এবং সামনে কী হতে পারে, দেখে নিন।
1/7
সোনার দামে ফের বড়সড় ধাক্কা। একের পর এক দিন বাড়তে বাড়তে হলুদ ধাতুর দাম পৌঁছেছে নজিরবিহীন উচ্চতায়। যারা গয়না কেনার কথা ভাবছিলেন বা বিনিয়োগের পরিকল্পনা করছিলেন, তাদের জন্য এই দাম বৃদ্ধি নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন একটাই—সোনার এই উর্ধ্বগতি কোথায় গিয়ে থামবে?
সোনার দামে ফের বড়সড় ধাক্কা। একের পর এক দিন বাড়তে বাড়তে হলুদ ধাতুর দাম পৌঁছেছে নজিরবিহীন উচ্চতায়। যারা গয়না কেনার কথা ভাবছিলেন বা বিনিয়োগের পরিকল্পনা করছিলেন, তাদের জন্য এই দাম বৃদ্ধি নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন একটাই—সোনার এই উর্ধ্বগতি কোথায় গিয়ে থামবে?
advertisement
2/7
কেন হঠাৎ এত বাড়ল সোনার দাম?বিশেষজ্ঞদের মতে, সোনার দামের এই দ্রুত উত্থানের পিছনে একাধিক কারণ রয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঠেলে দিচ্ছে। ফলস্বরূপ, সোনার চাহিদা বেড়েছে ব্যাপকভাবে।

 এর পাশাপাশি ডলার ও বন্ড ইয়িল্ডে ওঠানামা, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির লাগাতার সোনা কেনা এবং মূল্যস্ফীতির আশঙ্কাও সোনার দামকে উপরের দিকে ঠেলে দিচ্ছে।
কেন হঠাৎ এত বাড়ল সোনার দাম?বিশেষজ্ঞদের মতে, সোনার দামের এই দ্রুত উত্থানের পিছনে একাধিক কারণ রয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঠেলে দিচ্ছে। ফলস্বরূপ, সোনার চাহিদা বেড়েছে ব্যাপকভাবে।এর পাশাপাশি ডলার ও বন্ড ইয়িল্ডে ওঠানামা, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির লাগাতার সোনা কেনা এবং মূল্যস্ফীতির আশঙ্কাও সোনার দামকে উপরের দিকে ঠেলে দিচ্ছে।
advertisement
3/7
দেশের বাজারে প্রভাব কতটা?আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব সরাসরি পড়েছে দেশের বাজারেও। গয়নার দোকান থেকে শুরু করে বুলিয়ন মার্কেট—সব জায়গাতেই সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছেছে। এর ফলে বিয়ের মরশুমের আগে গয়না কেনার পরিকল্পনায় ধাক্কা খেয়েছেন অনেকেই।

ব্যবসায়ীদের একাংশ জানাচ্ছেন, দাম এত বেশি থাকায় ক্রেতাদের আগ্রহ কিছুটা কমেছে। তবে বিনিয়োগকারীদের মধ্যে সোনার প্রতি আকর্ষণ এখনও তুঙ্গে।
দেশের বাজারে প্রভাব কতটা?আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব সরাসরি পড়েছে দেশের বাজারেও। গয়নার দোকান থেকে শুরু করে বুলিয়ন মার্কেট—সব জায়গাতেই সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছেছে। এর ফলে বিয়ের মরশুমের আগে গয়না কেনার পরিকল্পনায় ধাক্কা খেয়েছেন অনেকেই।ব্যবসায়ীদের একাংশ জানাচ্ছেন, দাম এত বেশি থাকায় ক্রেতাদের আগ্রহ কিছুটা কমেছে। তবে বিনিয়োগকারীদের মধ্যে সোনার প্রতি আকর্ষণ এখনও তুঙ্গে।
advertisement
4/7
বিনিয়োগের জন্য এখনই কি সঠিক সময়?এই প্রশ্নের উত্তরে বিশ্লেষকরা বলছেন, সোনা দীর্ঘমেয়াদে সব সময়ই একটি নিরাপদ বিনিয়োগ। তবে একেবারে শীর্ষ দামে বড় অঙ্কের বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ধাপে ধাপে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ। গোল্ড ETF, গোল্ড মিউচুয়াল ফান্ড বা ডিজিটাল গোল্ডের মাধ্যমে নিয়মিত ছোট অঙ্কে বিনিয়োগ করলে ঝুঁকি অনেকটাই কমে।
বিনিয়োগের জন্য এখনই কি সঠিক সময়?এই প্রশ্নের উত্তরে বিশ্লেষকরা বলছেন, সোনা দীর্ঘমেয়াদে সব সময়ই একটি নিরাপদ বিনিয়োগ। তবে একেবারে শীর্ষ দামে বড় অঙ্কের বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ধাপে ধাপে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ। গোল্ড ETF, গোল্ড মিউচুয়াল ফান্ড বা ডিজিটাল গোল্ডের মাধ্যমে নিয়মিত ছোট অঙ্কে বিনিয়োগ করলে ঝুঁকি অনেকটাই কমে।
advertisement
5/7
সামনে কী হতে পারে? 

বিশেষজ্ঞদের মতে, যতদিন না বৈশ্বিক অনিশ্চয়তা কমছে এবং সুদের হার নিয়ে স্পষ্টতা আসছে, ততদিন সোনার দামে অস্থিরতা বজায় থাকতে পারে। স্বল্পমেয়াদে দাম কিছুটা সংশোধন হলেও দীর্ঘমেয়াদে সোনার চাহিদা শক্তিশালী থাকার সম্ভাবনাই বেশি।
সামনে কী হতে পারে?বিশেষজ্ঞদের মতে, যতদিন না বৈশ্বিক অনিশ্চয়তা কমছে এবং সুদের হার নিয়ে স্পষ্টতা আসছে, ততদিন সোনার দামে অস্থিরতা বজায় থাকতে পারে। স্বল্পমেয়াদে দাম কিছুটা সংশোধন হলেও দীর্ঘমেয়াদে সোনার চাহিদা শক্তিশালী থাকার সম্ভাবনাই বেশি।
advertisement
6/7
আজ সোনার দাম কত হল ? বৃহস্পতিবার ২৯ জানুয়ারি কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১৬৮১৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ১৩৮০৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ৩৯৭৪২৭ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
আজ সোনার দাম কত হল ? বৃহস্পতিবার ২৯ জানুয়ারি কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১৬৮১৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ১৩৮০৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ৩৯৭৪২৭ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
7/7
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
advertisement
advertisement
advertisement