Rules Changing: LPG থেকে শুরু করে মানি ট্রান্সফার, ১ ফেব্রুয়ারি থেকে আসতে চলেছে বড়সড় পরিবর্তন

Last Updated:
Rules Changing: সাধারণ মানুষের পকেটে সরাসরি প্রভাব ফেলতে চলেছে এটি। আর ফেব্রুয়ারি মাস থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম থেকে ইউপিআই-এর বিষয়ে আরও একবার বড় পরিবর্তন আসতে চলেছে।
1/6
একটা নতুন মাস শুরু হয়ে গিয়েছে। আর মাসের প্রথম দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখেই কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এর পাশাপাশি এই নতুন মাসে কিছু নতুন পরিবর্তন আসতে চলেছে। এই পরিবর্তন অবশ্য আর্থিক সংক্রান্ত বিষয়ে হতে চলেছে। সাধারণ মানুষের পকেটে সরাসরি প্রভাব ফেলতে চলেছে এটি। আর ফেব্রুয়ারি মাস থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম থেকে ইউপিআই-এর বিষয়ে আরও একবার বড় পরিবর্তন আসতে চলেছে। দেখে নেওয়া যাক, কী কী পরিবর্তন আসছে ফেব্রুয়ারিতে।
একটা নতুন মাস শুরু হয়ে গিয়েছে। আর মাসের প্রথম দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখেই কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এর পাশাপাশি এই নতুন মাসে কিছু নতুন পরিবর্তন আসতে চলেছে। এই পরিবর্তন অবশ্য আর্থিক সংক্রান্ত বিষয়ে হতে চলেছে। সাধারণ মানুষের পকেটে সরাসরি প্রভাব ফেলতে চলেছে এটি। আর ফেব্রুয়ারি মাস থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম থেকে ইউপিআই-এর বিষয়ে আরও একবার বড় পরিবর্তন আসতে চলেছে। দেখে নেওয়া যাক, কী কী পরিবর্তন আসছে ফেব্রুয়ারিতে।
advertisement
2/6
এলপিজি-র মূল্যে পরিবর্তন:প্রত্যেক মাসের প্রথম দিনে সারা দেশে এলপিজি-র দাম সংশোধন করা হয়। আসলে এলপিজি সিলিন্ডারের দাম আপডেট করেন অয়েল মার্কেটিং সংস্থাগুলি। এই পরিস্থিতিতে বাজেটের দিনে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হবে না কি কমানো হবে, সেই দিকে তাকিয়ে জনসাধারণ। বলে রাখা ভাল যে, সিলিন্ডারের দামে পরিবর্তন সাধারণ মানুষের পকেটের উপর প্রভাব ফেলতে পারে। আর ১ জানুয়ারি অয়েল মার্কেটিং কোম্পানিগুলি ১৯ কেজি কমার্শিয়াল সিলিন্ডারের দর কমিয়েছিল।
এলপিজি-র মূল্যে পরিবর্তন:প্রত্যেক মাসের প্রথম দিনে সারা দেশে এলপিজি-র দাম সংশোধন করা হয়। আসলে এলপিজি সিলিন্ডারের দাম আপডেট করেন অয়েল মার্কেটিং সংস্থাগুলি। এই পরিস্থিতিতে বাজেটের দিনে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হবে না কি কমানো হবে, সেই দিকে তাকিয়ে জনসাধারণ। বলে রাখা ভাল যে, সিলিন্ডারের দামে পরিবর্তন সাধারণ মানুষের পকেটের উপর প্রভাব ফেলতে পারে। আর ১ জানুয়ারি অয়েল মার্কেটিং কোম্পানিগুলি ১৯ কেজি কমার্শিয়াল সিলিন্ডারের দর কমিয়েছিল।
advertisement
3/6
ইউপিআই সংক্রান্ত নিয়মাবলী:আবার ইউপিআই সংক্রান্ত বিষয়ে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া কিছু ইউপিআই ট্রানজ্যাকশন ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে। এই সংক্রান্ত বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে নয়া নিয়ম কার্যকর হবে। ১ ফেব্রুয়ারি থেকে স্পেশাল ক্যারেক্টার বিশিষ্ট ট্রানজ্যাকশন গ্রহণ করা যাবে না। এনপিসিআই-এর মতে, ১ ফেব্রুয়ারি থেকে শুধুমাত্র আলফানিউমেরিক ক্যারেক্টারই শুধুমাত্র ট্রানজ্যাকশন আইডি-তে ব্যবহৃত হবে। যদি এটি ছাড়া ট্রানজ্যাকশন আইডি জেনারেট করা হয়, তাহলে পেমেন্ট ব্যর্থ হবে।
ইউপিআই সংক্রান্ত নিয়মাবলী:আবার ইউপিআই সংক্রান্ত বিষয়ে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া কিছু ইউপিআই ট্রানজ্যাকশন ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে। এই সংক্রান্ত বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে নয়া নিয়ম কার্যকর হবে। ১ ফেব্রুয়ারি থেকে স্পেশাল ক্যারেক্টার বিশিষ্ট ট্রানজ্যাকশন গ্রহণ করা যাবে না। এনপিসিআই-এর মতে, ১ ফেব্রুয়ারি থেকে শুধুমাত্র আলফানিউমেরিক ক্যারেক্টারই শুধুমাত্র ট্রানজ্যাকশন আইডি-তে ব্যবহৃত হবে। যদি এটি ছাড়া ট্রানজ্যাকশন আইডি জেনারেট করা হয়, তাহলে পেমেন্ট ব্যর্থ হবে।
advertisement
4/6
মারুতি গাড়ির দাম বাড়বে:ক্রমবর্ধমান ইনপুট কস্ট এবং অপারেটিংয়ের খরচ মাথায় রেখে দেশের সবথেকে বড় গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড (এমএসআইএল) ঘোষণা করেছে যে, নিজেদের গাড়ির বিভিন্ন মডেলের দাম ৩২৫০০ টাকা পর্যন্ত বাড়ানো হবে। Alto K10, S-Preso, Celerio, Wagon R, Swift, Dzire, Brezza, Ertiga, Eeco, Ignis, Baleno, Ciaz, XL6, Fronx, Invicto, Jimny এবং Grand Vitara-র মতো মডেলের দাম বাড়তে চলেছে।
মারুতি গাড়ির দাম বাড়বে:ক্রমবর্ধমান ইনপুট কস্ট এবং অপারেটিংয়ের খরচ মাথায় রেখে দেশের সবথেকে বড় গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড (এমএসআইএল) ঘোষণা করেছে যে, নিজেদের গাড়ির বিভিন্ন মডেলের দাম ৩২৫০০ টাকা পর্যন্ত বাড়ানো হবে। Alto K10, S-Preso, Celerio, Wagon R, Swift, Dzire, Brezza, Ertiga, Eeco, Ignis, Baleno, Ciaz, XL6, Fronx, Invicto, Jimny এবং Grand Vitara-র মতো মডেলের দাম বাড়তে চলেছে।
advertisement
5/6
ব্যাঙ্কিং নিয়মের পরিবর্তন:জেনারেল ফেসিলিটি এবং চার্জের আসন্ন পরিবর্তনের বিষয়ে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের তরফে গ্রাহকদের জানানো হয়েছে। যা কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে। এর মধ্যে অন্যতম হল ফ্রি ট্রানজ্যাকশন লিমিট এবং একাধিক ব্যাঙ্কিং পরিষেবার আপডেটেড ফি-এর সংশোধন।
ব্যাঙ্কিং নিয়মের পরিবর্তন:জেনারেল ফেসিলিটি এবং চার্জের আসন্ন পরিবর্তনের বিষয়ে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের তরফে গ্রাহকদের জানানো হয়েছে। যা কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে। এর মধ্যে অন্যতম হল ফ্রি ট্রানজ্যাকশন লিমিট এবং একাধিক ব্যাঙ্কিং পরিষেবার আপডেটেড ফি-এর সংশোধন।
advertisement
6/6
এটিএফ রেটের পরিবর্তন:অ্যাভিয়েশন ফুয়েল বা বিমানের জ্বালানি এয়ার টারবাইন ফুয়েল (এটিএফ)-এর দামে পরিবর্তন আসতে পারে ১ ফেব্রুয়ারি থেকে। আসলে প্রতি মাসের প্রথম দিনে এটিএফ-এর দাম সংশোধন করে অয়েল মার্কেটিং কোম্পানিগুলি। যদি ১ ফেব্রুয়ারি এই জ্বালানির দামে পরিবর্তন আসে, তাহলে বিমানযাত্রীদের পকেটের উপর তার সরাসরি প্রভাব পড়বে।
এটিএফ রেটের পরিবর্তন:অ্যাভিয়েশন ফুয়েল বা বিমানের জ্বালানি এয়ার টারবাইন ফুয়েল (এটিএফ)-এর দামে পরিবর্তন আসতে পারে ১ ফেব্রুয়ারি থেকে। আসলে প্রতি মাসের প্রথম দিনে এটিএফ-এর দাম সংশোধন করে অয়েল মার্কেটিং কোম্পানিগুলি। যদি ১ ফেব্রুয়ারি এই জ্বালানির দামে পরিবর্তন আসে, তাহলে বিমানযাত্রীদের পকেটের উপর তার সরাসরি প্রভাব পড়বে।
advertisement
advertisement
advertisement