Rose Price on Valentine's Day: ভ্যালেন্টাইন্স ডে-তে হুড়মুড়িয়ে বাড়বে গোলাপের দাম, প্রেমিক-প্রেমিকার হাতে তুলে দিতে কত টাকা হবে খরচ

Last Updated:
Rose Price on Valentine's Day: সামনে ভ্যালেন্টাইন ডে! এবারে কত বাড়ল গোলাপের দাম
1/6
উত্তর দিনাজপুর:সামনে ভ্যালেন্টাইন ডে! এবারে কত বাড়ল গোলাপের দাম ।গোলাপ কিনতে ভ্যালেন্টাইনে হাতে লাগবে কাটা।একদিকে বাঙালির সরস্বতী পুজো অন্যদিকে ভ্যালেন্টাইনস ডে  ফলে ফেব্রুয়ারি জুড়ে প্রেমিক-প্রেমিকাদের পোয়া বারো বলে মনে করছেন অনেকে। আর তার ফলেই ওই দিন গোলাপ ফুলের চাহিদা যে অন্যান্য বছরের থেকে বহুগুণ বেড়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।
উত্তর দিনাজপুর:সামনে ভ্যালেন্টাইন ডে! এবারে কত বাড়ল গোলাপের দাম ।গোলাপ কিনতে ভ্যালেন্টাইনে হাতে লাগবে কাটা।একদিকে বাঙালির সরস্বতী পুজো অন্যদিকে ভ্যালেন্টাইনস ডে  ফলে ফেব্রুয়ারি জুড়ে প্রেমিক-প্রেমিকাদের পোয়া বারো বলে মনে করছেন অনেকে। আর তার ফলেই ওই দিন গোলাপ ফুলের চাহিদা যে অন্যান্য বছরের থেকে বহুগুণ বেড়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
2/6
ইতিমধ্যেই  ফুলের দোকানগুলিতে আসতে শুরু করেছে নানা ধরনের গোলাপ। ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে ভ্যালেন্টাইন্স উইক। রোজ ডে, ভ্যালেন্টাইন্স ডে অন্যদিকে বাঙালির সরস্বতী পূজো আলাদা আলাদা দিনের জন্য আলাদা আলাদা ভাবে গোলাপ এর চাহিদা দেখা যাবে বলে মনে করছেন ক্রেতারা। এর পাশাপাশি চলছে বিয়ের  মরশুম তাই এই সময়গুলোতে গোলাপের চাহিদা থাকে দ্বিগুণ।
ইতিমধ্যেই  ফুলের দোকানগুলিতে আসতে শুরু করেছে নানা ধরনের গোলাপ। ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে ভ্যালেন্টাইন্স উইক। রোজ ডে, ভ্যালেন্টাইন্স ডে অন্যদিকে বাঙালির সরস্বতী পূজো আলাদা আলাদা দিনের জন্য আলাদা আলাদা ভাবে গোলাপ এর চাহিদা দেখা যাবে বলে মনে করছেন ক্রেতারা। এর পাশাপাশি চলছে বিয়ের  মরশুম তাই এই সময়গুলোতে গোলাপের চাহিদা থাকে দ্বিগুণ।
advertisement
3/6
এক ফুল বিক্রেতা তপন কুন্ডু জানান, এখন যদিও লোকাল গোলাপের দাম দশ টাকা থেকে ২০ টাকা। তেমনি ব্যাঙ্গালুরু ভ্যারাইটিজ গোলাপের দাম ৪০ থেকে ৫০ টাকা।তবে আর কিছুদিন পর থেকেই  বাজারে গোলাপ ফুলের জোগান তুলনামূলকভাবে অনেকটাই বাড়বে। তাই গোলাপের দামও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বর্তমানে বাজারে তিন থেকে চার প্রকার গোলাপ ফুলের দেখা মিলছে।
এক ফুল বিক্রেতা তপন কুন্ডু জানান, এখন যদিও লোকাল গোলাপের দাম দশ টাকা থেকে ২০ টাকা। তেমনি ব্যাঙ্গালুরু ভ্যারাইটিজ গোলাপের দাম ৪০ থেকে ৫০ টাকা।তবে আর কিছুদিন পর থেকেই  বাজারে গোলাপ ফুলের জোগান তুলনামূলকভাবে অনেকটাই বাড়বে। তাই গোলাপের দামও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।বর্তমানে বাজারে তিন থেকে চার প্রকার গোলাপ ফুলের দেখা মিলছে।
advertisement
4/6
এই ফেব্রুয়ারি মাসে অন্যান্য দিনের তুলনায় গোলাপের দাম কিছুটা বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা।  তখন এক একটি গোলাপ ৬০  টাকা থেকে শুরু করে ৭০ টাকা দামে বিক্রি হতে পারে।
এই ফেব্রুয়ারি মাসে অন্যান্য দিনের তুলনায় গোলাপের দাম কিছুটা বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা।  তখন এক একটি গোলাপ ৬০  টাকা থেকে শুরু করে ৭০ টাকা দামে বিক্রি হতে পারে।
advertisement
5/6
উত্তর দিনাজপুর জেলার  ব্যবসায়ীদের কাছে  নদিয়া থেকেই লোকাল গোলাপ আসে। যা মূলত ১০ টাকা থেকে ২০ টাকা দামে সারা বছর বিক্রি হয়। তবে ভ্যালেন্টাইন্সের সপ্তাহে বিশেষ আকর্ষণ লম্বা ডাঁটিওয়ালা বিশেষ প্রজাতির (চায়না) গোলাপ। যা সাধারণত আসে বেঙ্গালুরু থেকে। এ বার সেই গোলাপের দামও বেশ চড়া। গত বছর যেখানে প্রতিটি চায়না গোলাপের দাম ছিল ৪০ টাকা। এ বার তা বিকতে পারে ৬০/৭০  টাকারও বেশি দামে।
উত্তর দিনাজপুর জেলার  ব্যবসায়ীদের কাছে  নদিয়া থেকেই লোকাল গোলাপ আসে। যা মূলত ১০ টাকা থেকে ২০ টাকা দামে সারা বছর বিক্রি হয়। তবে ভ্যালেন্টাইন্সের সপ্তাহে বিশেষ আকর্ষণ লম্বা ডাঁটিওয়ালা বিশেষ প্রজাতির (চায়না) গোলাপ। যা সাধারণত আসে বেঙ্গালুরু থেকে। এ বার সেই গোলাপের দামও বেশ চড়া। গত বছর যেখানে প্রতিটি চায়না গোলাপের দাম ছিল ৪০ টাকা। এ বার তা বিকতে পারে ৬০/৭০  টাকারও বেশি দামে।
advertisement
6/6
চলতি বছরে গোলাপের এই মূল্যবৃদ্ধিই কাঁটা ছড়িয়েছে প্রেমের পথে।  বাড়তি চাহিদার কথা মাথায় রেখে ইচ্ছাকৃত ভাবে দ্বিগুণ দাম গোলাপের দাম বাড়াচ্ছে বিক্রেতারা। Input- Piya Gupta
চলতি বছরে গোলাপের এই মূল্যবৃদ্ধিই কাঁটা ছড়িয়েছে প্রেমের পথে।  বাড়তি চাহিদার কথা মাথায় রেখে ইচ্ছাকৃত ভাবে দ্বিগুণ দাম গোলাপের দাম বাড়াচ্ছে বিক্রেতারা। Input- Piya Gupta
advertisement
advertisement
advertisement