Restaurant Bills In Premium Hotels: 'প্রিমিয়াম হোটেল'-এর রেস্তরাঁয় এবার 'আগুন' দাম, ১ এপ্রিল থেকেই লাঘু নয়া নিয়ম, একলাফে কতটা খরচ বাড়ছে? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বেড়াতে গিয়ে কিংবা অফিসের কাজে অন্য শহরে গিয়ে ভাল হোটেলে থাকতে পছন্দ করেন? ১ এপ্রিল থেকে এই শখ মেটাতে আপনাকে মোটা টাকা খরচ করতে হবে। কারণ? সরকার অতিরিক্ত কর আরোপ করার পরিকল্পনা করছে
বেড়াতে গিয়ে কিংবা অফিসের কাজে অন্য শহরে গিয়ে ভাল হোটেলে থাকতে পছন্দ করেন? ১ এপ্রিল থেকে এই শখ মেটাতে আপনাকে মোটা টাকা খরচ করতে হবে। কারণ? সরকার অতিরিক্ত কর আরোপ করার পরিকল্পনা করছে। The Central Board of Indirect Taxes and Customs (CBIC) ঘোষণা করেছে, যে-সব হোটেলের প্রতি রাতের ঘর-ভাড়া ৭,৫০০ টাকার বেশি, সেই হোটেলগুলিকে পরবর্তী আর্থিক বর্ষ থেকে 'স্পেসিফায়েড প্রেমাইসেস' হিসাবে গণ্য করা হবে। এই ঘর-ভাড়া একটি আর্থিক বর্ষের যে-কোনও সময়েই হতে পারে।
advertisement
'স্পেসিফায়েড প্রেমাইসেস' হিসাবে যে হোটেলগুলি ধরা হবে, সেই হোটেলগুলির রেস্তরাঁ পরিষেবায় ১৮ শতাংশ জিএসটি প্রযোজ্য হবে, যার সঙ্গে থাকবে ইনপুট ট্যাক্স ক্রেডিট। ২০২৫ সালের ১লা এপ্রিল থেকে, হোটেলের ভিতরে পরিচালিত রেস্তরাঁগুলির করযোগ্যতা লেনদেনের মূল্যের ভিত্তিতে নির্ধারিত হবে। বর্তমানে করযোগ্যতা ‘ঘোষিত শুল্ক’-র ভিত্তিতে নির্ধারিত হয়।
advertisement
advertisement
advertisement
যে-সব হোটেল পরবর্তী অর্থবছরে ৭,৫০০ টাকার বেশি ঘর-ভাড়া নির্ধারণ করতে চায়, তাদের অবশ্যই বর্তমান অর্থবছরের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ-এর মধ্যে জিএসটি আধিকারিকদের কাছে তাদের 'অপ্ট ইন' স্ট্যাটাস ঘোষণা করতে হবে। নতুন রেজিস্ট্রেশন পাওয়ার ১৫ দিনের মধ্যে হোটেলগুলিকে 'স্পেসিফায়েড প্রেমাইসেস' হিসাবে ঘোষণা করা হবে।
advertisement
যদি কোনও হোটেলের গত অর্থবর্ষে রুম-ভাড়া ৭,৫০০ টাকার বেশি না হয়, তবুও স্বেচ্ছায় তারা 'স্পেসিফায়েড প্রেমাইসেস' শ্রেণিবিভাগের জন্য আবেদন করতে পারে, এবং এই ঘোষণাটি কার্যকর থাকবে যতক্ষণ না তারা এটি থেকে বেরিয়ে আসে।নতুন ব্যবস্থায় বার্ষিক ফাইলিংয়ের প্রয়োজনীয়তা বাতিল করা হয়েছে। 'স্পেসিফায়েড প্রেমাইসেস'-এ অন্তর্ভুক্ত নয়, এমন রেস্তরাঁগুলির জন্য GST হার ৫ শতাংশই থাকবে এবং ইনপুট ট্যাক্স ক্রেডিট প্রযোজ্য হবে না।







