Red Banana Cultivation: লাল কলায় মজেছে সবাই, গুণে ঠাসা এই ফল চাষ করাও খুব সোজা, রইল টিপস
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Red Banana Cultivation: বসিরহাটের মেরুদন্ডী গ্রামে নিজের বাড়িতে শখের বসে লাল কলা গাছ লাগিয়ে ভালো ফলন পাচ্ছেন।
advertisement
advertisement
এই কলার এমন রঙের কারণে অগ্নিসাগর, রেড ব্যানানা বা লাল কলা নামেও পরিচিত। এর খোসার রং হলুদাভ কমলা, গাঢ় কমলা, লাল ও লালচে বেগুনি হয়ে থাকে। এই কলায় একাধিক পুষ্টিগুণে ভরপুর। পুষ্টিবিজ্ঞানীদের মতে, শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানো, এনার্জি লেভেল বাড়ানো, হজম শক্তি বাড়ানো থেকে শুরু করে দৃষ্টিশক্তি ভাল করার মতো কাজে ভালফল দেয় লাল কলা।
advertisement
advertisement