সুখবর! NEFT, RTGS এর মাধ্যমে লেনদেনে দিতে হবে না চার্জ, জানাল RBI
Last Updated:
সাধারণ মানুষের জন্য বড় ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ বর্তমানে NEFT, RTGS এর মাধ্যমে টাকা লেনদেন চার্জ নেওয়া হত ৷ তবে এবার থেকে সেই চার্জ তুলে নিল RBI ৷ এর বেনিফিট গ্রাহকদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্যাঙ্ককে ৷ অথার্ৎ এবার থেকে গ্রাহকরা NEFT, RTGS এর মাধ্যমে লেনদেন করলে দিতে হবে না কোনও চার্জ বা অনেকটাই কমে যাবে চার্জ ৷
advertisement
advertisement
advertisement