Puri Jagannath Darshan: পুরী জগন্নাথ দর্শনে যেতে হলে আর Howrah-Sealdah নয়, এই স্টেশন থেকে পাবেন ট্রেন...

Last Updated:
Puri Jagannath Darshan: হাওড়া-শিয়ালদহ নয়! পুরী স্পেশাল ট্রেন (Puri Special Train) ছাড়বে এই স্টেশন থেকে, থামবে কোথায় কোথায়? জেনে নিন 'বিশেষ' রুট...
1/6
অসম ও পশ্চিমবঙ্গবাসীর জন্য সুখবর। পুরী ঘুরতে গেলে আর হাওড়া-শিয়ালদা ছোটার প্রয়োজন নেই। বর্ধমান, ডানকুনি, নিউ জলপাইগুড়ি থেকেও এবার উঠে পড়া যাবে পুরীর ট্রেনে। ঘোরার এই মরশুমে এমন ট্রেন পেয়ে খুশি বঙ্গবাসী। এছাড়াও নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, মাথাভাঙা, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, মালদহ টাউনের মতো একাধিক শহরে দাঁড়াবে এই ট্রেন।
অসম ও পশ্চিমবঙ্গবাসীর জন্য সুখবর। পুরী ঘুরতে গেলে আর হাওড়া-শিয়ালদা ছোটার প্রয়োজন নেই। বর্ধমান, ডানকুনি, নিউ জলপাইগুড়ি থেকেও এবার উঠে পড়া যাবে পুরীর ট্রেনে। ঘোরার এই মরশুমে এমন ট্রেন পেয়ে খুশি বঙ্গবাসী। এছাড়াও নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, মাথাভাঙা, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, মালদহ টাউনের মতো একাধিক শহরে দাঁড়াবে এই ট্রেন।
advertisement
2/6
পুরী যেতে এবার এই বিশেষ ট্রেন চালু করল ভারতীয় রেল। ফলে এবার মফস্বলের মানুষদের আর তল্পি-তল্পা নিয়ে ছুটে আসতে হবে না হাওড়া বা শিয়ালদহ। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি শহরের স্টেশনগুলি থেকেই পৌঁছে যাওয়া যাবে বাঙালির প্রিয় ডেস্টিনেশনে।
পুরী যেতে এবার এই বিশেষ ট্রেন চালু করল ভারতীয় রেল। ফলে এবার মফস্বলের মানুষদের আর তল্পি-তল্পা নিয়ে ছুটে আসতে হবে না হাওড়া বা শিয়ালদহ। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি শহরের স্টেশনগুলি থেকেই পৌঁছে যাওয়া যাবে বাঙালির প্রিয় ডেস্টিনেশনে।
advertisement
3/6
এবার উত্তর-পূর্ব ভারত থেকে পুরীগামী বিশেষ ট্রেন চালু করল ভারতীয় রেল। ১২ ডিসেম্বর রবিবার থেকে এই বিশেষ ট্রেন চালু হয়েছে। তা নিউ জলপাইগুড়ি, মালদহ, বর্ধমান, ডানকুনির মতো স্টেশনের উপর দিয়ে যাবে। আগামী বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত সেই ট্রেন চলবে।
এবার উত্তর-পূর্ব ভারত থেকে পুরীগামী বিশেষ ট্রেন চালু করল ভারতীয় রেল। ১২ ডিসেম্বর রবিবার থেকে এই বিশেষ ট্রেন চালু হয়েছে। তা নিউ জলপাইগুড়ি, মালদহ, বর্ধমান, ডানকুনির মতো স্টেশনের উপর দিয়ে যাবে। আগামী বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত সেই ট্রেন চলবে।
advertisement
4/6
১) ০৫৯৭০ নিউ তিনসুকিয়া-পুরী স্পেশাল: নতুন বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে এই ট্রেন। প্রতি সপ্তাহে রবিবার রাত ১০ টা ৩০ মিনিটে নিউ তিনসুকিয়া থেকে ট্রেন ছাড়বে। তা তৃতীয় দিন সকাল ১১ টায় পুরীতে পৌঁছাবে। নিউ জলপাইগুড়িতে দাঁড়াবে সোমবার দুপুর ২ টো ৫৫ মিনিটে। ছাড়বে ২৫ মিনিট পর। বর্ধমানে পৌঁছাবে মঙ্গলবার (ইংরেজি মতে) রাত ১২ টা ১৯ মিনিটে। সেখানে দু'মিনিটের স্টপেজ দেওয়া হবে।
১) ০৫৯৭০ নিউ তিনসুকিয়া-পুরী স্পেশাল: নতুন বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে এই ট্রেন। প্রতি সপ্তাহে রবিবার রাত ১০ টা ৩০ মিনিটে নিউ তিনসুকিয়া থেকে ট্রেন ছাড়বে। তা তৃতীয় দিন সকাল ১১ টায় পুরীতে পৌঁছাবে। নিউ জলপাইগুড়িতে দাঁড়াবে সোমবার দুপুর ২ টো ৫৫ মিনিটে। ছাড়বে ২৫ মিনিট পর। বর্ধমানে পৌঁছাবে মঙ্গলবার (ইংরেজি মতে) রাত ১২ টা ১৯ মিনিটে। সেখানে দু'মিনিটের স্টপেজ দেওয়া হবে।
advertisement
5/6
২) ০৫৯৬৯ পুরী-নিউ তিনসুকিয়া স্পেশাল: বুধবার থেকে যাত্রা শুরু হবে। প্রতি বুধবার সকাল ৫ টায় পুরী থেকে ছাড়বে। বর্ধমানে পৌঁছাবে সেদিন দুপুর ৩ টে ৩০ মিনিটে। দু'মিনিট দাঁড়াবে। নিউ জলপাইগুড়িতে পৌঁছাবে বৃহস্পতিবার (ইংরেজি মতে) রাত ১২ টা ৫ মিনিটে। ১২ টা ৩০ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে বেরিয়ে যাবে। নিউ তিনসুকিয়ায় পৌঁছাবে বৃহস্পতিবার বিকেল ৪ টে ৪৫ মিনিটে।
২) ০৫৯৬৯ পুরী-নিউ তিনসুকিয়া স্পেশাল: বুধবার থেকে যাত্রা শুরু হবে। প্রতি বুধবার সকাল ৫ টায় পুরী থেকে ছাড়বে। বর্ধমানে পৌঁছাবে সেদিন দুপুর ৩ টে ৩০ মিনিটে। দু'মিনিট দাঁড়াবে। নিউ জলপাইগুড়িতে পৌঁছাবে বৃহস্পতিবার (ইংরেজি মতে) রাত ১২ টা ৫ মিনিটে। ১২ টা ৩০ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে বেরিয়ে যাবে। নিউ তিনসুকিয়ায় পৌঁছাবে বৃহস্পতিবার বিকেল ৪ টে ৪৫ মিনিটে।
advertisement
6/6
বিশেষ এই ট্রেন কোন কোন স্টেশনে দাঁড়াবে? ধেমানজি, রঙ্গপাড়া উত্তর, রঙ্গিয়া, ডিব্রুগড়, উত্তর লখিমপুর, হারমূতি, বিশ্বনাথ চরিয়ালি, নিউ মিসামারি, উদলগুরি, ত্যাংলা, নিউ বঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, মাথাভাঙা, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, মালদহ টাউন, রামপুরহাট, বর্ধমান, ডানকুনি, ভট্টনগর, খড়্গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর কেওনঝাড় রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা জংশন।
বিশেষ এই ট্রেন কোন কোন স্টেশনে দাঁড়াবে? ধেমানজি, রঙ্গপাড়া উত্তর, রঙ্গিয়া, ডিব্রুগড়, উত্তর লখিমপুর, হারমূতি, বিশ্বনাথ চরিয়ালি, নিউ মিসামারি, উদলগুরি, ত্যাংলা, নিউ বঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, মাথাভাঙা, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, মালদহ টাউন, রামপুরহাট, বর্ধমান, ডানকুনি, ভট্টনগর, খড়্গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর কেওনঝাড় রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা জংশন।
advertisement
advertisement
advertisement