Profitable Business Ideas: হাতে ১৫ হাজার টাকা আছে? ‘এই’ ব্যবসাগুলো শুরু করতে পারেন, মাস গেলে মোটা টাকা রোজগার হবে

Last Updated:
Profitable Business Ideas: ব্যবসায় নামলেই হবে না। তার আগে বাজার বিশ্লেষণ করা জরুরি।
1/8
এখন স্টার্ট আপের বাজার। ব্যবসায় আগ্রহ বাড়ছে। অনেকেই ঝুঁকি নিয়ে নতুন কিছু শুরু করতে চাইছেন। অনেকে আবার চাকরির সঙ্গে বাড়তি রোজগারের আশায় ব্যাবসা করার কথা ভাবছেন। বিষয়টাকে দু’ভাবেই দেখা যায়। তবে সবার আগে দেখতে হবে, প্যাশন এবং দক্ষতা কিসে আছে।
এখন স্টার্ট আপের বাজার। ব্যবসায় আগ্রহ বাড়ছে। অনেকেই ঝুঁকি নিয়ে নতুন কিছু শুরু করতে চাইছেন। অনেকে আবার চাকরির সঙ্গে বাড়তি রোজগারের আশায় ব্যাবসা করার কথা ভাবছেন। বিষয়টাকে দু’ভাবেই দেখা যায়। তবে সবার আগে দেখতে হবে, প্যাশন এবং দক্ষতা কিসে আছে।
advertisement
2/8
ব্যবসায় নামলেই হবে না। তার আগে বাজার বিশ্লেষণ করা জরুরি। বর্তমান পরিস্থিতিতে কোন কোন ধরণের প্রোডাক্টের চাহিদা রয়েছে, কী কী ধরণের সার্ভিস গ্রাহকরা চাইছেন, এই সবকিছুই খুঁটিয়ে দেখতে হবে।
ব্যবসায় নামলেই হবে না। তার আগে বাজার বিশ্লেষণ করা জরুরি। বর্তমান পরিস্থিতিতে কোন কোন ধরণের প্রোডাক্টের চাহিদা রয়েছে, কী কী ধরণের সার্ভিস গ্রাহকরা চাইছেন, এই সবকিছুই খুঁটিয়ে দেখতে হবে।
advertisement
3/8
আজকের দিনে অল্প টাকাতেই ব্যবসা শুরু করা যায়। বিশাল পুঁজির দরকার নেই। হাতে ১৫ হাজার টাকা থাকলেই হবে। দোকান বা স্টোরও খুলতে হবে না। অ্যামাজন, ফ্লিপকার্ট বা মেশো-এর মতো ই-কমার্স প্ল্যাটফর্ম রয়েছে। এই প্ল্যাটফর্মগুলোকে দোকানের মতো ব্যবহার করে বিক্রিবাটা শুরু করতে পারেন যে কেউ।
আজকের দিনে অল্প টাকাতেই ব্যবসা শুরু করা যায়। বিশাল পুঁজির দরকার নেই। হাতে ১৫ হাজার টাকা থাকলেই হবে। দোকান বা স্টোরও খুলতে হবে না। অ্যামাজন, ফ্লিপকার্ট বা মেশো-এর মতো ই-কমার্স প্ল্যাটফর্ম রয়েছে। এই প্ল্যাটফর্মগুলোকে দোকানের মতো ব্যবহার করে বিক্রিবাটা শুরু করতে পারেন যে কেউ।
advertisement
4/8
সহজ কথায় বললে, হয় প্রোডাক্ট বিক্রি করতে হবে নয়ত গ্রাহককে সার্ভিস দিতে হবে। অল্প পুঁজিতে ব্যবসা শুরুর করার এই দুটোই সবচেয়ে সহজ পন্থা। অবশ্য বিশেষ কোনও স্কিল বা দক্ষতা থাকলে পুঁজিরও দরকার নেই। ফ্রিল্যান্সিং শুরু করা যায়। শুধু নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে।
সহজ কথায় বললে, হয় প্রোডাক্ট বিক্রি করতে হবে নয়ত গ্রাহককে সার্ভিস দিতে হবে। অল্প পুঁজিতে ব্যবসা শুরুর করার এই দুটোই সবচেয়ে সহজ পন্থা। অবশ্য বিশেষ কোনও স্কিল বা দক্ষতা থাকলে পুঁজিরও দরকার নেই। ফ্রিল্যান্সিং শুরু করা যায়। শুধু নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে।
advertisement
5/8
বাজার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এই সময় আচার, পাঁপড়, জ্যাম, জেলির মতো প্রোডাক্টের চাহিদা রয়েছে। এসব ইকমার্স সাইটে বিক্রি করা যায়। আর গ্রাফিক ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ হলে ফ্রিল্যান্সিং। এছাড়া কার ওয়াশ, ঘর সাফাইয়ের মতো সার্ভিসও দেওয়া যায়। এতে ভাল লাভ আছে। ভার্মি কম্পোস্ট বা অর্গানিক জিনিসপত্রেরও চাহিদা রয়েছে। এসবও বিক্রি করা যায় অনলাইনে।
বাজার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এই সময় আচার, পাঁপড়, জ্যাম, জেলির মতো প্রোডাক্টের চাহিদা রয়েছে। এসব ইকমার্স সাইটে বিক্রি করা যায়। আর গ্রাফিক ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ হলে ফ্রিল্যান্সিং। এছাড়া কার ওয়াশ, ঘর সাফাইয়ের মতো সার্ভিসও দেওয়া যায়। এতে ভাল লাভ আছে। ভার্মি কম্পোস্ট বা অর্গানিক জিনিসপত্রেরও চাহিদা রয়েছে। এসবও বিক্রি করা যায় অনলাইনে।
advertisement
6/8
স্টাইলিশ চেয়ার, আসবাব, ফ্যাশন অ্যাকসেসারিজেরও বিপুল চাহিদা রয়েছে বাজারে। ১৫ হাজার টাকা দিয়েই এসব ব্যবসাতেও নামা যায়। আবার স্মার্টফোনের যুগে মোবাইল রিপেয়ারিংয়ের ব্যবসাও দারুণ লাভজনক হতে পারে। তবে এর জন্য ট্রেনিং দরকার। কাজটা শিখতে হবে।
স্টাইলিশ চেয়ার, আসবাব, ফ্যাশন অ্যাকসেসারিজেরও বিপুল চাহিদা রয়েছে বাজারে। ১৫ হাজার টাকা দিয়েই এসব ব্যবসাতেও নামা যায়। আবার স্মার্টফোনের যুগে মোবাইল রিপেয়ারিংয়ের ব্যবসাও দারুণ লাভজনক হতে পারে। তবে এর জন্য ট্রেনিং দরকার। কাজটা শিখতে হবে।
advertisement
7/8
এখন অনেকেই বাড়িতে বাগান করেন। ছাদের ফুল, সবজির চাষও ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। এর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র চাই। সেসবও অনলাইনে বিক্রি করা যায়। খাবারদাবারের চাহিদা সবসময়ই থাকে। অনলাইনে রেস্তোরাঁ খুলে ফেলা যায়। অর্ডার মতো রান্না করে ডেলিভারি করে দিতে হবে।
এখন অনেকেই বাড়িতে বাগান করেন। ছাদের ফুল, সবজির চাষও ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। এর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র চাই। সেসবও অনলাইনে বিক্রি করা যায়। খাবারদাবারের চাহিদা সবসময়ই থাকে। অনলাইনে রেস্তোরাঁ খুলে ফেলা যায়। অর্ডার মতো রান্না করে ডেলিভারি করে দিতে হবে।
advertisement
8/8
ইদানীং সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য সিএসসি-তে ভিড় জমান অনেকেই। অল্প পুঁজিতে কমন সার্ভিস সেন্টার চালু করা যায়। সাধারণ মানুষের চাহিদা মতো আধার, প্যান বা সরকারি প্রকল্পের কাজ করতে হবে। এতেও মাস গেলে মোটা টাকা রোজগারের সম্ভাবনা রয়েছে।
ইদানীং সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য সিএসসি-তে ভিড় জমান অনেকেই। অল্প পুঁজিতে কমন সার্ভিস সেন্টার চালু করা যায়। সাধারণ মানুষের চাহিদা মতো আধার, প্যান বা সরকারি প্রকল্পের কাজ করতে হবে। এতেও মাস গেলে মোটা টাকা রোজগারের সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
advertisement