এবার AC হবে আরও দামী, কীভাবে এসি কিনে বাঁচাতে পারবেন টাকা, রইল সেই খোঁজ...

Last Updated:
এছাড়াও এসি কিনতে বিশেষ সুবিধা দেওয়া হবে৷
1/7
•মার্চ মাসেই গরমের তাপে অস্থির সকলে৷ ঋতু অনুয়ায়ী এখনও গ্রীষ্ম পড়েনি, তার আগে থেকেই সূর্যের তীব্র তাপে প্রাণ ওষ্ঠাগত৷ তাই এসির প্রয়োজন বাড়ছে৷ মারাত্মক গরম পড়ার আগেই, বাড়িতে লাগিয়ে ফেলুন এসি৷ আর এসি কেনার জন্য এই সময়টি সব থেকে ভাল৷
•মার্চ মাসেই গরমের তাপে অস্থির সকলে৷ ঋতু অনুয়ায়ী এখনও গ্রীষ্ম পড়েনি, তার আগে থেকেই সূর্যের তীব্র তাপে প্রাণ ওষ্ঠাগত৷ তাই এসির প্রয়োজন বাড়ছে৷ মারাত্মক গরম পড়ার আগেই, বাড়িতে লাগিয়ে ফেলুন এসি৷ আর এসি কেনার জন্য এই সময়টি সব থেকে ভাল৷
advertisement
2/7
•তবে এবার এসির দাম ৩ থেকে ৮ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে৷ এসি সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বছরের গ্রীষ্মে এসির দাম বেশ কিছুটা বেশি হবে৷ অর্থাৎ ঘরে এসি বসাতে পকেটে ভালই টান পড়বে সাধারণ জনতার৷
•তবে এবার এসির দাম ৩ থেকে ৮ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে৷ এসি সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বছরের গ্রীষ্মে এসির দাম বেশ কিছুটা বেশি হবে৷ অর্থাৎ ঘরে এসি বসাতে পকেটে ভালই টান পড়বে সাধারণ জনতার৷
advertisement
3/7
•জানা গিয়েছে যে ডাইকিন এয়ার কন্ডিশনার ৩ থেকে ৫ শতাংশ দামি হতে চলেছে৷ একই ভাবে প্যানাসনি এসির দাম ৬ থেকে ৮ শতাংশ বাড়তে চলেছে৷ ব্লু স্টার এসির দাম বাড়বে ৩ শতাংশ হারে৷ অন্যদিকে হাইয়ার এসির দাম ৭ থেকে ৮ শতাংশ বৃদ্ধি পাবে৷
•জানা গিয়েছে যে ডাইকিন এয়ার কন্ডিশনার ৩ থেকে ৫ শতাংশ দামি হতে চলেছে৷ একই ভাবে প্যানাসনি এসির দাম ৬ থেকে ৮ শতাংশ বাড়তে চলেছে৷ ব্লু স্টার এসির দাম বাড়বে ৩ শতাংশ হারে৷ অন্যদিকে হাইয়ার এসির দাম ৭ থেকে ৮ শতাংশ বৃদ্ধি পাবে৷
advertisement
4/7
•তবে দাম বাড়লেও, বিক্রি বাড়বে বলে আশা সংস্থাগুলির৷ এবার বিক্রির হার দুই সংখ্যার পৌঁছবে বলেই মনে করছেন তাঁরা৷
•তবে দাম বাড়লেও, বিক্রি বাড়বে বলে আশা সংস্থাগুলির৷ এবার বিক্রির হার দুই সংখ্যার পৌঁছবে বলেই মনে করছেন তাঁরা৷
advertisement
5/7
•এর সঙ্গে জুড়েছে করোনা নিয়ে কিছু বাড়তি সুবিধাও৷ এসি উৎপাদনকারীরা জানাচ্ছেন যে করোনা থেকে রক্ষা করবে এমন বিশেষ ব্যবস্থা থাকবে নতুন এসিতে৷ এসির হাওয়া ঘর রাখবে করোনার জীবাণু থেকে মুক্ত, এমনভাবে উৎপাদন করা হচ্ছে করোনা পরবর্তী সময়ের এসিগুলি৷
•এর সঙ্গে জুড়েছে করোনা নিয়ে কিছু বাড়তি সুবিধাও৷ এসি উৎপাদনকারীরা জানাচ্ছেন যে করোনা থেকে রক্ষা করবে এমন বিশেষ ব্যবস্থা থাকবে নতুন এসিতে৷ এসির হাওয়া ঘর রাখবে করোনার জীবাণু থেকে মুক্ত, এমনভাবে উৎপাদন করা হচ্ছে করোনা পরবর্তী সময়ের এসিগুলি৷
advertisement
6/7
•এছাড়াও এসি কিনতে বিশেষ সুবিধা দেওয়া হবে৷ নো কস্ট ইএমআই (EMI) এবং ক্যাশব্যাকের সুযোগ থাকছে৷
•এছাড়াও এসি কিনতে বিশেষ সুবিধা দেওয়া হবে৷ নো কস্ট ইএমআই (EMI) এবং ক্যাশব্যাকের সুযোগ থাকছে৷
advertisement
7/7
•এর মধ্যেই ফ্লিপকার্ট-এ নো কস্ট ইএমআই-এর সুবিধা থাকছে৷ এবং স্যামসং, ভোল্টাস, প্যানাসনিক, অনিডা, ওয়ার্লপুল, ব্লু স্টার, এলজি, লয়েডের মত সংস্থার এসিতে ছাড়াও মিলবে৷
•এর মধ্যেই ফ্লিপকার্ট-এ নো কস্ট ইএমআই-এর সুবিধা থাকছে৷ এবং স্যামসং, ভোল্টাস, প্যানাসনিক, অনিডা, ওয়ার্লপুল, ব্লু স্টার, এলজি, লয়েডের মত সংস্থার এসিতে ছাড়াও মিলবে৷
advertisement
advertisement
advertisement