পয়লা জুলাই থেকে কমতে চলেছে PPF, NSC ও সুকন্য সমৃদ্ধি যোজনার সুদের হার
Last Updated:
জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত PPF, NSC ও সুকন্য সমৃদ্ধি যোজনায় সুদের হার ০.৩০ শতাংশ কমাতে পারে মোদি সরকার ৷ CNBC আওয়াজের সূত্রের খবর অনুযায়ী, এই সংক্রান্ত সরকারের তরফে শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হতে চলেছে ৷ সূত্রের খবর বন্ডের রিটার্নের উপর সুদের হার নির্ধারিত করা হয়ে থাকে ৷ বর্তমানে বন্ডে রিটার্ন কম মিলছে ৷ এর জেরে সুদের হার কমানোর জন্য সরকারের উপর চাপ রয়েছে ৷
advertisement
advertisement
advertisement