Post Office Bumper Scheme: পোস্ট অফিসের এই ধামাকা স্কিম থেকেই হবে টাকার বৃষ্টি, ম্যাচিউরিটির সময়ে টাকা গুণে শেষ করা যাবে না, জানুন সব তথ্য
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Post Office Bumper Scheme: এটি একটি সরকার সমর্থিত স্কিম, ফলে পুরোপুরি সুরক্ষিত।
বর্তমান সময়ে প্রায় সকলেই চায় এমন জায়গায় বিনিয়োগ করতে, যেখান থেকে সুরক্ষিত ভাবে মোটা টাকা রিটার্ন পাওয়া যেতে পারে। সুবিশাল রিটার্নের প্রসঙ্গে সবার আগে আমাদের মাথায় শেয়ার বাজারে বিনিয়োগের কথাই আসে। কিন্তু তা বাজারের ওঠা-পড়ার সঙ্গে যুক্ত, অতএব, ঝুঁকিমুক্ত নয়। নিরাপদ থাকতে চাইলে তাই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিসের টার্ম ডিপোজিট বা রেকারিং ডিপোজিট দেশের কোটি কোটি মধ্যবিত্তের ভরসা।
advertisement
advertisement
advertisement
তবে হ্যাঁ, বিনিয়োগের সময়কাল একটু হলেও বেশি, এ এক দীর্ঘমেয়াদি বিনিয়োগ। পোস্ট অফিসের এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। পোস্ট অফিসের এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম বছরে ৫০০ টাকা থেকে শুরু করে ১.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। মানে, যে কেউ নিজেদের সামর্থ্য অনুসারে টাকা খাটাতে পারেন।
advertisement
পোস্ট অফিসের এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে এখন প্রতি বছরে ৭.১% হারে সুদ পাওয়া যাচ্ছে। যা কম্পাউন্ড হারে অনেকটাই বাড়তে পারে।সবচেয়ে বড় কথা, পোস্ট অফিসের এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে পাওয়া সুদের হার পুরোপুরি ট্যাক্স ফ্রি হয়।পোস্ট অফিসের এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে ধারা ৮০সি অনুযায়ী ১.৫ লাখ টাকার উপরে আয়কর ছাড় পাওয়া যেতে পারে।পোস্ট অফিসের এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে প্রতি মাসে ৬০০০ টাকা করে বিনিয়োগ করলে, প্রতি বছরে ৭২,০০০ টাকা জমা হয়।পোস্ট অফিসের এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে প্রতি মাসে ৬০০০ টাকা করে বিনিয়োগ করলে, ১৫ বছরে মোট ১০,৮০,০০০ টাকা বিনিয়োগ করা হবে।
advertisement