PM Kisan: অবশেষে অপেক্ষার অবসান ! ‘এই’ দিন অ্যাকাউন্টে আসবে ২০ তম কিস্তির টাকা ...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM KISAN: সরকারি রিপোর্টস অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অগাস্টের প্রথম সপ্তাহে নিজের কেন্দ্র বারাণসী থেকে ২০তম কিস্তির টাকা জারি করতে চলেছেন ৷
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধাভোগীদের জন্য বড় সুখবর ৷ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে অগাস্টের প্রথম সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ২০ তম কিস্তির টাকা ৷ সরকারি রিপোর্টস অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অগাস্টের প্রথম সপ্তাহে নিজের কেন্দ্র বারাণসী থেকে ২০তম কিস্তির টাকা জারি করতে চলেছেন ৷
advertisement
২ অগাস্ট আসবে ২০তম কিস্তির টাকা -ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এক্স (পূর্বে ট্যুইটার)-এ জানিয়েছে যে এখন আর কৃষকদের বেশি দিন অপেক্ষা করতে হবে না।প্রধানমন্ত্রীর ২০তম কিস্তির অর্থ আগামী ২ আগস্ট, ২০২৫ তারিখে উত্তরপ্রদেশের বারাণসী থেকে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।যদি মোবাইলে মেসেজ টোন বাজে, তাহলে বুঝে নিন—আপনার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির টাকা পৌঁছে গিয়েছে।
advertisement
advertisement
এখন পর্যন্ত দেওয়া ১৯টি কিস্তির মাধ্যমে প্রায় ৯.৮ কোটি কৃষক উপকৃত হয়েছেন, যা এই যোজনার সাফল্যকে তুলে ধরে।আগামী ২ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই এক বিশেষ অনুষ্ঠানে একটি বোতাম প্রেস করে এই অর্থ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন।স্বচ্ছতা বজায় রাখা ও জালিয়াতি রোধে ই-কেয়াইসি (e-KYC) ও আধার-ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে, যাতে সহায়তা প্রকৃত উপভোক্তাদের কাছেই পৌঁছায় ৷
advertisement
advertisement
প্রথমে ভিজিট করুন pmkisan.gov.inহোমপেজে গিয়ে "Beneficiary Status" অপশনটিতে ক্লিক করুনএরপর নিজের আধার নম্বর, মোবাইল নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিনএরপর "Get Data" বোতামে ক্লিক করুনস্ক্রিনে আপনার কিস্তির বর্তমান স্টেটাস (আসছে/এসেছে/প্রক্রিয়াধীন) দেখা যাবেএইভাবে আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার ২০তম কিস্তির টাকা জমা হয়েছে কি না।
advertisement
advertisement