PM Kisan: ২২ তম কিস্তির টাকা কবে আসবে অ্যাকাউন্টে ? e-KYC করবেন কী ভাবে ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan Samman Nidhi Yojana: PM-Kisan যোজনার ২২তম কিস্তির ₹২,০০০ টাকা কবে কৃষকদের অ্যাকাউন্টে আসবে? e-KYC করার সহজ পদ্ধতি ও গুরুত্বপূর্ণ আপডেট এখানে পড়ুন।
advertisement
advertisement
২২তম কিস্তি কবে জমা হবে?PM-Kisan যোজনার ২২তম কিস্তি ২০২৬ সালের মার্চ থেকে এপ্রিলের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত প্রতি চার মাস অন্তর এই কিস্তি দেওয়া হয় এবং প্রতি কিস্তির পরিমাণ ২,০০০ টাকা।এর আগে ২১তম কিস্তি ২০২৫ সালের ১৯ নভেম্বর তামিলনাড়ুর কোয়েম্বাটুরে প্রদান করা হয়েছিল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









