PM Kisan: ৯ কোটি কৃষকদের জন্য সুখবর ! আজই অ্যাকাউন্টে আসতে চলেছে ২১তম কিস্তির টাকা

Last Updated:
PM Kisan: পিএম কিষান সম্মান নিধির ২১তম কিস্তির টাকা বুধবার দেশের প্রায় ৯ কোটি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
1/5
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার দেশের ৯ কোটি কৃষকের মুখে হাসি ফোটাতে চলেছেন। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির ২১তম কিস্তির টাকা প্রকাশ করবেন, যা সরাসরি দেশের প্রায় ৯ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। পিএম-কিষান পরিকল্পনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রতি মাসে ৫০০ টাকা দেওয়া হয় এবং প্রধানমন্ত্রী মোদি নিজেই প্রতি চার মাসে এই কিস্তি প্রকাশ করেন। এইভাবে প্রতি চার মাসে কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা সরাসরি ট্রান্সফার করা হয় । বুধবার ২১ তম কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন দেশের কোটি কোটি কৃষকরা ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার দেশের ৯ কোটি কৃষকের মুখে হাসি ফোটাতে চলেছেন। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির ২১তম কিস্তির টাকা প্রকাশ করবেন, যা সরাসরি দেশের প্রায় ৯ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।পিএম-কিষান পরিকল্পনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রতি মাসে ৫০০ টাকা দেওয়া হয় এবং প্রধানমন্ত্রী মোদি নিজেই প্রতি চার মাসে এই কিস্তি প্রকাশ করেন। এইভাবে প্রতি চার মাসে কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা সরাসরি ট্রান্সফার করা হয় । বুধবার ২১ তম কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন দেশের কোটি কোটি কৃষকরা ৷
advertisement
2/5
অনুমান করা হচ্ছে, এবার ২১তম কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে পাঠাতে সরকারের প্রায় ১৮ হাজার কোটি টাকা খরচ হতে পারে। এই অর্থ সরাসরি ৯ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। হিসেব অনুযায়ী, আজকের ২১তম কিস্তি মিলিয়ে এখন পর্যন্ত প্রতিটি কৃষকের অ্যাকাউন্টে মোট ৪২ হাজার টাকা জমা হয়েছে। প্রধানমন্ত্রী মোদি এই প্রকল্পের সূচনা করেছিলেন কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া এবং তাদের  চাহিদা পূরণে সাহায্য করার উদ্দেশ্যে।
অনুমান করা হচ্ছে, এবার ২১তম কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে পাঠাতে সরকারের প্রায় ১৮ হাজার কোটি টাকা খরচ হতে পারে। এই অর্থ সরাসরি ৯ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। হিসেব অনুযায়ী, আজকের ২১তম কিস্তি মিলিয়ে এখন পর্যন্ত প্রতিটি কৃষকের অ্যাকাউন্টে মোট ৪২ হাজার টাকা জমা হয়েছে।প্রধানমন্ত্রী মোদি এই প্রকল্পের সূচনা করেছিলেন কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া এবং তাদের চাহিদা পূরণে সাহায্য করার উদ্দেশ্যে।
advertisement
3/5
এই কৃষকরা টাকা পাবেন না-
সরকার ২১তম কিস্তির টাকা প্রকাশ করার পাশাপাশি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কৃষকের নথিপত্র আপডেট নেই, তারা এই কিস্তির সুবিধা পাবেন না।

 যে কৃষকের ই-কেয়াইসি সম্পূর্ণ নয়, অথবা আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই, বা জমি-সংক্রান্ত কাগজপত্রের যাচাইকরণ সম্পন্ন হয়নি, তাদের ২১তম কিস্তির ২,০০০ টাকার সুবিধা প্রদান করা হবে না।

 এছাড়া যেসব কৃষকের ডিবিট (DBT) সক্রিয় নয়, তাদের অ্যাকাউন্টেও টাকা জমা হবে না।

 এবং যারা পিএম বেনিফিশিয়ারি তালিকা থেকে বাদ পড়েছেন, তারাও পিএম-কিষান প্রকল্পের ২১তম কিস্তির টাকা পাবেন না।
এই কৃষকরা টাকা পাবেন না-সরকার ২১তম কিস্তির টাকা প্রকাশ করার পাশাপাশি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কৃষকের নথিপত্র আপডেট নেই, তারা এই কিস্তির সুবিধা পাবেন না।যে কৃষকের ই-কেয়াইসি সম্পূর্ণ নয়, অথবা আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই, বা জমি-সংক্রান্ত কাগজপত্রের যাচাইকরণ সম্পন্ন হয়নি, তাদের ২১তম কিস্তির ২,০০০ টাকার সুবিধা প্রদান করা হবে না।এছাড়া যেসব কৃষকের ডিবিট (DBT) সক্রিয় নয়, তাদের অ্যাকাউন্টেও টাকা জমা হবে না।এবং যারা পিএম বেনিফিশিয়ারি তালিকা থেকে বাদ পড়েছেন, তারাও পিএম-কিষান প্রকল্পের ২১তম কিস্তির টাকা পাবেন না।
advertisement
4/5
টাকা পেতে হলে দ্রুত করুন এই কাজগুলো১৯ নভেম্বর, অর্থাৎ বুধবার প্রকাশ হতে চলা পিএম-কিষান প্রকল্পের ২১তম কিস্তির টাকা আপনি পেতে চাইলে এখনই আপনার সব নথিপত্র যাচাই করে নিন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করুন। তাহলেই আপনিও এই প্রকল্পের সুবিধাভোগী হতে পারবেন।
টাকা পেতে হলে দ্রুত করুন এই কাজগুলো১৯ নভেম্বর, অর্থাৎ বুধবার প্রকাশ হতে চলা পিএম-কিষান প্রকল্পের ২১তম কিস্তির টাকা আপনি পেতে চাইলে এখনই আপনার সব নথিপত্র যাচাই করে নিন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করুন। তাহলেই আপনিও এই প্রকল্পের সুবিধাভোগী হতে পারবেন।
advertisement
5/5
যাদের ই-কেয়াইসি সম্পন্ন হয়নি, তারা অবিলম্বে এটি করে নিন। আধারকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই লিঙ্ক করুন, তাহলেই টাকা পাবেন।

 ব্যাঙ্ক বিবরণে IFSC কোড ও আপনার নাম সঠিকভাবে দেওয়া হয়েছে কি না তা যাচাই করুন।

 নিজের DBT অপশন অবশ্যই অন অবস্থায় রাখুন। 

স্থগিত থাকা জমি-সংক্রান্ত বিবাদ মিটিয়ে নিন, তবেই কিস্তির টাকা পাওয়া যাবে।

 পিএম-কিষান প্রকল্পের বেনিফিশিয়ারি তালিকায় আপনার নাম রয়েছে কি না তা অবশ্যই চেক করুন। 

নিজের মোবাইল নম্বর আপডেট রাখুন, যাতে প্রকল্প-সংক্রান্ত যে কোনও তথ্য দ্রুত পেতে পারেন।
যাদের ই-কেয়াইসি সম্পন্ন হয়নি, তারা অবিলম্বে এটি করে নিন।আধারকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই লিঙ্ক করুন, তাহলেই টাকা পাবেন।ব্যাঙ্ক বিবরণে IFSC কোড ও আপনার নাম সঠিকভাবে দেওয়া হয়েছে কি না তা যাচাই করুন।নিজের DBT অপশন অবশ্যই অন অবস্থায় রাখুন।স্থগিত থাকা জমি-সংক্রান্ত বিবাদ মিটিয়ে নিন, তবেই কিস্তির টাকা পাওয়া যাবে।পিএম-কিষান প্রকল্পের বেনিফিশিয়ারি তালিকায় আপনার নাম রয়েছে কি না তা অবশ্যই চেক করুন।নিজের মোবাইল নম্বর আপডেট রাখুন, যাতে প্রকল্প-সংক্রান্ত যে কোনও তথ্য দ্রুত পেতে পারেন।
advertisement
advertisement
advertisement