EPFO -র বড় ঘোষণা করোনাকালে চিকিৎসার জন্য এখান থেকই পাবেন টাকা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
করোনা কালে এই ফান্ডই বড় ভরসা হতে চলেছে কর্মচারীদের...
দেশে করোনা ভাইরাসের (coronavirus) দ্বিতীয় ঢেউয়ের মধ্যে একবার ফের লকডাউন (Lockdown) লাগু হয়েছে দেশের বিভিন্ন অংশে৷ আবার প্রচুর মানুষের চাকরি চলে যাওয়ার কারণে আর্থিক সংকটের মুখোমুখি হতে হচ্ছে বহু পরিবারকে৷ এই অবস্থায় যদি কেউ করোনা সংক্রমিত হন তাহলে তাঁর চিকিৎসার টাকা যোগাড় করা বড় চ্যালেঞ্জ৷ এই অবস্থায় মানুষকে আর্থিক সঙ্কট থেকে বাঁচাতে সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে৷ এর অন্তর্গত আওতায় যাঁরা এমপ্লয়ি প্রভিডেন্ড ফান্ড অর্গানাইজেশন (EPFO) থেকে এখন পিএফ (PF)-র টাকা তুলতে পারবেন৷ দ্বিতীয়বার এই ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ Photo-Representative
advertisement
advertisement
যদি আপনি নিজের বাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে চান কিন্তু হোমলোনের অত্যন্ত চড়া সুদ দেওয়া সম্ভব না হয় তাহলে আপনার পিএফ অ্যাকাউন্ট আপনাকে সাহায্য করতে পারে৷ কর্মচারী ভবিষ্যনিধি অর্থাৎ ইপিএফ হল সেই রাশি যা বেতনভোগী কর্মচারীর বেতন থেকে প্রতি মাসে কাটা হয় ও একটি অ্যাকাউন্টে জমা দেওয়া হয়৷ প্রতি মাসের স্যালারি স্লিপে তা লেখা থাকে৷ নিজের পিএফ অ্যাকাউন্টের ৯০ শতাংশ নিয়ে বাড়ি কিনতে পারেন৷ Photo-Representative
advertisement
