Petrol-Diesel Price: অপরিশোধিত তেলের দামে পতন, এবার পেট্রোল-ডিজেলের দাম কমাতে পারে কেন্দ্র সরকার ?
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Petrol and Diesel Price: চলতি বছরের জানুয়ারির পর থেকে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করে। বর্তমানে তা নেমে এসেছে সর্বনিম্ন স্তরে।
advertisement
advertisement
বর্তমানে মার্কিন মুলুকে মন্দার আশঙ্কা ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। ব্রেন্ট ক্রুডের দামও পাল্লা দিয়ে কমছে। শুক্রবারের হিসাব অনুযায়ী, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দাঁড়িয়েছে ব্যারেল পিছু ৭৩.১৭ ডলার। এই সপ্তাহে WTI ব্রেন্ট ক্রুডের দাম ছিল ৬৯.৬৩ ডলার। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৮ শতাংশ কমেছে। আর WTI ব্রেন্ট ক্রুডের দাম কমেছে ৬ শতাংশ।
advertisement
advertisement
বর্তমানে রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রোল ৯৪.৭২ টাকায় বিক্রি হচ্ছে। ডিজেল বিক্রি হচ্ছে লিটার পিছু ৮৭.৬২ টাকায়। মুম্বইতে এক লিটার পেট্রোলের দাম ১০৩.৪৪ টাকা। এক লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৮৯.৯৭ টাকায়। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার দাম কমানোর ঘোষণা করতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে কত দাম কমবে তা জানা যায়নি।
advertisement
মার্কিন মুলুকে শুধু মন্দার মেঘ নয়, মার্কিন অর্থনীতিরও পতনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। সেপ্টেম্বরের মাঝামাঝি সুদের হার কমানো হতে পারে বলে আগেই ইঙ্গিত দিয়েছে ফেডারেল রিজার্ভ। এ ক্ষেত্রে নন ফার্ম পে রোল ডেটাকেই হাতিয়ার করা হতে পারে। অগাস্টে সার্ভিস সেক্টর স্থিতিশীল ছিল। তবে বেসরকারি চাকরি বৃদ্ধির গতি অত্যন্ত মন্থর। শ্রম বাজারেও হতাশা রয়েছে।








