PAN Card Number: PAN Card-এর এই ১০ অঙ্কের নম্বরের অর্থ কি জানেন? শুনলে চমকে যাবেন!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Pan Card Number: প্যান নম্বর (PAN Number) ১০ নম্বরে হয়ে থাকে। এই প্যানকে পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর (Permanent Account Number) ও বলা হয়ে থাকে।
advertisement
advertisement
advertisement
advertisement
বলে রাখা প্রয়োজন প্যান নম্বরের শুরু অক্ষর দিয়ে হয়ে থাকে। যা তিনটি অক্ষরের হয়ে থাকে। যেমন AAA থেকে ZZZ পর্যন্ত হতে পারে। এই অক্ষর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট (Income Tax Department)-এর সাহায্যে করা হয়ে থাকে। এরপরের চতুর্থ নম্বর আলফাবেটিক্যালি করা হয়ে থাকে। যা কার্ড হোল্ডারকে স্টেস্টাস হিসাবে ধরা হয়ে থাকে। কার্ডের পাঁচ নম্বর অক্ষর কার্ড হোল্ডারের সারনেমের হিসাবে করা হয়ে থাকে। আর এরপরে চার অঙ্ক লেখা হয়ে থাকে। আর এই অঙ্ক 0001 থেকে নিয়ে ৯৯৯৯ পর্যন্ত যে কোনও কিছু করা হয়ে থাকে। এটিও আয়কর বিভাগ থেকেই দেওয়া হয়ে থাকে। এরপর শেষটিও আলফাবেটিক্যালি হয়ে থাকে।
advertisement
এই অক্ষরগুলির অর্থ কি? A ব্যাক্তির বিষয়ে বিস্তারিত ভাবে জানায় B কার্ড হোল্ডারের entity information দিয়ে থাকে G সরকারি চাকরির বিষয়ে তথ্য দিয়ে থাকে, আবার P কোনও ব্যক্তির নাম হতে পারে, ধর্মকে তুলে ধরা হয় H এই অক্ষরের মাধ্যমে L লোকাল বাসিন্দা কিনা সেই বিষয়ে তথ্য দিয়ে থাকে F অর্থ হল ফর্ম T এর অর্থ হল বিশ্বাস।
advertisement
প্রসঙ্গত, প্যান-আধার লিঙ্ক করা নিয়ে সম্প্রতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিস্থিতির কথা বিচার করে আরও একবার সময়সীমা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। নয়া ঘোষণা অনুযায়ী আগামী ৩১ মার্চ ২০২২ সাল পর্যন্ত লিঙ্ক করা যাবে প্যান-আধার। চূড়ান্ত এই সময়সীমা ৩০ সেপ্টেম্বর ২০২১ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নতুন করে ফের একবার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশজুড়ে করোনার ঝড় চলছে। সবদিক খতিয়ে দেখে বিচার করে আরও একবার আধারের সঙ্গে প্যানের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। যাঁরা এখনও এই কাজটি করেননি, দ্রুত করে নিন।