বাতিল হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড, নিয়ম বদলাল আয়কর বিভাগ

Last Updated:
ডেডলাইনের পর যাদের কাছে আধার কার্ড রয়েছে এবং তা প্যানের সঙ্গে লিঙ্ক করেননি তাদের প্যান নম্বর বাতিল করে দেওয়া হবে ৷
1/4
 আয়কর বিভাগের তরফে একাধিকবার আধার ও প্যান লিঙ্ক করার নির্দেশ দেওয়া হয়ে থাকলেও এখনও প্রায় ১৭ কোটি জন আধার ও প্যান লিঙ্ক করেনি ৷ ফাইন্যান্স বিল ২০১৯ এ সংশোধনের পর আয়কর বিভাগের কাছে এই অধিকার রয়েছে যে ডেডলাইন শেষ হওয়া পর্যন্ত যারা প্যান ও আধার লিঙ্ক করবেন না তাদের প্যান কার্ড বাতিল করে দেওয়া হবে ৷
আয়কর বিভাগের তরফে একাধিকবার আধার ও প্যান লিঙ্ক করার নির্দেশ দেওয়া হয়ে থাকলেও এখনও প্রায় ১৭ কোটি জন আধার ও প্যান লিঙ্ক করেনি ৷ ফাইন্যান্স বিল ২০১৯ এ সংশোধনের পর আয়কর বিভাগের কাছে এই অধিকার রয়েছে যে ডেডলাইন শেষ হওয়া পর্যন্ত যারা প্যান ও আধার লিঙ্ক করবেন না তাদের প্যান কার্ড বাতিল করে দেওয়া হবে ৷
advertisement
2/4
 ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 139 AA এর ক্লজ ৩১ অনুযায়ী, ডেডলাইনের পর যাদের কাছে আধার কার্ড রয়েছে এবং তা প্যানের সঙ্গে লিঙ্ক করেননি তাদের প্যান নম্বর বাতিল করে দেওয়া হবে ৷ এই সংশোধন পয়লা সেপ্টেম্বর ২০১৯ থেকে লাগু করা হবে ৷ এই নিয়ম অনুযায়ী প্যান ও আধার লিঙ্ক না করা থাকলে বাতিল হয়ে যাবে প্যান নম্বর ৷
ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 139 AA এর ক্লজ ৩১ অনুযায়ী, ডেডলাইনের পর যাদের কাছে আধার কার্ড রয়েছে এবং তা প্যানের সঙ্গে লিঙ্ক করেননি তাদের প্যান নম্বর বাতিল করে দেওয়া হবে ৷ এই সংশোধন পয়লা সেপ্টেম্বর ২০১৯ থেকে লাগু করা হবে ৷ এই নিয়ম অনুযায়ী প্যান ও আধার লিঙ্ক না করা থাকলে বাতিল হয়ে যাবে প্যান নম্বর ৷
advertisement
3/4
এর আগে লোকসভায় অনুরাগ সিং ঠাকুর জানিয়েছেন, জানুয়ারি পর্যন্ত ৩০.৭৫ কোটি প্যান ও আধার নম্বর লিঙ্ক করা হয়েছে ৷ তিনি আরও জানিয়েছেন যে প্রায় ১৭.৫৮ কোটি জন এখনও পর্যন্ত প্যান ও আধার লিঙ্ক করেনি ৷ প্যান ও আধার লিঙ্ক করার শেষ তারিখ ৩১ মার্চ ২০২০ ৷
এর আগে লোকসভায় অনুরাগ সিং ঠাকুর জানিয়েছেন, জানুয়ারি পর্যন্ত ৩০.৭৫ কোটি প্যান ও আধার নম্বর লিঙ্ক করা হয়েছে ৷ তিনি আরও জানিয়েছেন যে প্রায় ১৭.৫৮ কোটি জন এখনও পর্যন্ত প্যান ও আধার লিঙ্ক করেনি ৷ প্যান ও আধার লিঙ্ক করার শেষ তারিখ ৩১ মার্চ ২০২০ ৷
advertisement
4/4
জানা গিয়েছে, বর্তমানে ৪৮ কোটি মানুষের প্যান কার্ড রয়েছে ৷ অন্যদিকে আধার কার্ড রয়েছে ১২০ কোটি মানুষের ৷ ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য প্যান বা আধারের মধ্যে যে কোনও একটি নম্বর দিলেই হবে ৷ কিন্তু তা সত্ত্বেও প্যান ও আধার লিঙ্ক করা বাধ্যতামূলক ৷
জানা গিয়েছে, বর্তমানে ৪৮ কোটি মানুষের প্যান কার্ড রয়েছে ৷ অন্যদিকে আধার কার্ড রয়েছে ১২০ কোটি মানুষের ৷ ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য প্যান বা আধারের মধ্যে যে কোনও একটি নম্বর দিলেই হবে ৷ কিন্তু তা সত্ত্বেও প্যান ও আধার লিঙ্ক করা বাধ্যতামূলক ৷
advertisement
advertisement
advertisement