বাতিল হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড, নিয়ম বদলাল আয়কর বিভাগ
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
ডেডলাইনের পর যাদের কাছে আধার কার্ড রয়েছে এবং তা প্যানের সঙ্গে লিঙ্ক করেননি তাদের প্যান নম্বর বাতিল করে দেওয়া হবে ৷
আয়কর বিভাগের তরফে একাধিকবার আধার ও প্যান লিঙ্ক করার নির্দেশ দেওয়া হয়ে থাকলেও এখনও প্রায় ১৭ কোটি জন আধার ও প্যান লিঙ্ক করেনি ৷ ফাইন্যান্স বিল ২০১৯ এ সংশোধনের পর আয়কর বিভাগের কাছে এই অধিকার রয়েছে যে ডেডলাইন শেষ হওয়া পর্যন্ত যারা প্যান ও আধার লিঙ্ক করবেন না তাদের প্যান কার্ড বাতিল করে দেওয়া হবে ৷
advertisement
ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 139 AA এর ক্লজ ৩১ অনুযায়ী, ডেডলাইনের পর যাদের কাছে আধার কার্ড রয়েছে এবং তা প্যানের সঙ্গে লিঙ্ক করেননি তাদের প্যান নম্বর বাতিল করে দেওয়া হবে ৷ এই সংশোধন পয়লা সেপ্টেম্বর ২০১৯ থেকে লাগু করা হবে ৷ এই নিয়ম অনুযায়ী প্যান ও আধার লিঙ্ক না করা থাকলে বাতিল হয়ে যাবে প্যান নম্বর ৷
advertisement
advertisement