মাত্র ১৫০০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খুললে মিলবে FD-র থেকে বেশি সুদ, প্রত্যেক মাসে পেয়ে যাবেন ৫৪৪১ টাকা
Last Updated:
পোস্ট অফিস অথার্ৎ ইন্ডিয়ান পোস্ট অফিসে বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে ৷ পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম অ্যাকাউনিট (POMIS) মান্থলি ইকাম গ্যারেন্টি দেওয়ার পাশাপাশি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের থেকে বেশি সুদ দিয়ে থাকে ৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হল মাত্র ১৫০০ টাকা দিয়ে আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷
advertisement
পোস্ট অফিসের POMIS অ্যাকাউন্ট যে কেউ খুলতে পারবেন ৷ এমনকি মাইনরের নামেও এই অ্যাকাউন্ট খোলা যাবে ৷ আপনার সন্তানের নামেও আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ সন্তান ১০ বয়স বছরের নীচে হলে তার মা-বাবা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন বাচ্চার নামে ৷ ১০ বছরের বেশি বয়স হলে নিজের অ্যাকাউন্ট হ্যান্ডেল করার অধিকার থাকবে ৷
advertisement
advertisement
advertisement
এই স্কিমে আপনি পেয়ে যাবেন ৭.৩ শতাংশ সুদ ৷ এর হিসেবে আপনার সুদ ১২ মাসে ভাগ করে দেওয়া হয় ৷ আপনি ৯ লক্ষ টাকা জমা করে থাকলে আপনি বছরে ৬৫৩০০ টাকা সুদ হিসেবে পাবেন ৷ এর হিসেব অনুযায়ী আপনি প্রত্যেক মাসে পেয়ে যাবেন ৫৪৪১ টাকা ৷ এছাড়া ম্যাচিউরিটির পর আপনার জমা রাশির সঙ্গে কিছু বোনাস যোগ করে দেওয়া হবে ৷