আন্তর্জাতিক নারী দিবসে প্রিয়জনকে সোনা দিতে চান? গয়না না কিনে এই উপহার দেওয়াই লাভজনক
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এদিন অনেকেই বোন, বান্ধবী, স্ত্রী বা মা’কে সোনার গয়না উপহার দেন। তবে শুধু সোনার গয়না কেন, হলুদ ধাতুর আরও একটা দিক রয়েছে।
advertisement
advertisement
advertisement
অনেকেই ভবিষ্যতের লাভের জন্য সোনার গয়না কিনে রাখেন। সোনায় বিনিয়োগের এটাই প্রাচীন মাধ্যম। কিন্তু জুয়েলারির দোকানগুলো অধিকাংশ সময়ই নগদে সোনার গয়না কিনতে চায় না। বরং পুরনো গয়না দিয়ে নতুন গয়না কিনলে কিছুটা ছাড় দেয়। এতে আখেরে লাভ হয় না কিছুই। মিউচুয়াল ফান্ড বা ফিক্সড ডিপোজিটের মতো রিটার্নও পাওয়া যায় না।
advertisement
advertisement
ফলে বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে সোনার গয়নায় বিনিয়োগ মোটেই লাভজনক নয়। তাই সোনায় বিনিয়োগ করতে চাইলে গোল্ড ইটিএফ বা মিউচুয়াল ফান্ডের ডিজিটাল সোনায় টাকা ঢালা উচিত। এতে রিটার্ন ভাল মেলে। দিনের শেষে লাভ হয়। নন্দা সোনায় বিনিয়োগকারীদের সতর্ক করে আরও বলছেন, পোর্টফোলিওতে ভারসাম্য রাখতে ঝুঁকি ৫ থেকে ১০ শতাংশের মধ্যে রাখাই বুদ্ধিমানের কাজ।