আন্তর্জাতিক নারী দিবসে প্রিয়জনকে সোনা দিতে চান? গয়না না কিনে এই উপহার দেওয়াই লাভজনক

Last Updated:
এদিন অনেকেই বোন, বান্ধবী, স্ত্রী বা মা’কে সোনার গয়না উপহার দেন। তবে শুধু সোনার গয়না কেন, হলুদ ধাতুর আরও একটা দিক রয়েছে।
1/6
সোনা আর ভারতীয় মহিলা যেন সমার্থক। ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে বিয়েবাড়ি হোক বা পার্বণ, সোনার গয়নায় না সাজলে মন মানে না। তবে শুধু মহিলারাই নয়, পুরুষদেরও মন মজে সোনাতেই। সেটা অলঙ্কার হোক বা সোনার বার, বিনিয়োগ বা নিজেকে সাজাতেও হলুদ ধাতুতেই ভরসা পুরুষের।
সোনা আর ভারতীয় মহিলা যেন সমার্থক। ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে বিয়েবাড়ি হোক বা পার্বণ, সোনার গয়নায় না সাজলে মন মানে না। তবে শুধু মহিলারাই নয়, পুরুষদেরও মন মজে সোনাতেই। সেটা অলঙ্কার হোক বা সোনার বার, বিনিয়োগ বা নিজেকে সাজাতেও হলুদ ধাতুতেই ভরসা পুরুষের।
advertisement
2/6
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এদিন অনেকেই বোন, বান্ধবী, স্ত্রী বা মা’কে সোনার গয়না উপহার দেন। তবে শুধু সোনার গয়না কেন, হলুদ ধাতুর আরও একটা দিক রয়েছে। সেটাও যথেষ্ট লাভজনক। এখানে সেই নিয়েই আলোচনা করা হল।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এদিন অনেকেই বোন, বান্ধবী, স্ত্রী বা মা’কে সোনার গয়না উপহার দেন। তবে শুধু সোনার গয়না কেন, হলুদ ধাতুর আরও একটা দিক রয়েছে। সেটাও যথেষ্ট লাভজনক। এখানে সেই নিয়েই আলোচনা করা হল।
advertisement
3/6
ব্যাঙ্কবাজারের ডেপুটি জেনারেল ম্যানেজার (কমিউনিকেশন) নন্দা পদ্মনাথনের মতে, সোনার গয়না থেকে লভ্যাংশ মেলে না। কোনও আয়ও হয় না। তাছাড়া ফিজিক্যাল সোনার অনেক খরচও রয়েছে। যেমন খুচরো মার্ক আপ, মেকিং চার্জ এবং স্টোরেজ। এর সঙ্গে সোনার গয়নার উপর জিএসটি-ও লাগু হয়।
ব্যাঙ্কবাজারের ডেপুটি জেনারেল ম্যানেজার (কমিউনিকেশন) নন্দা পদ্মনাথনের মতে, সোনার গয়না থেকে লভ্যাংশ মেলে না। কোনও আয়ও হয় না। তাছাড়া ফিজিক্যাল সোনার অনেক খরচও রয়েছে। যেমন খুচরো মার্ক আপ, মেকিং চার্জ এবং স্টোরেজ। এর সঙ্গে সোনার গয়নার উপর জিএসটি-ও লাগু হয়।
advertisement
4/6
অনেকেই ভবিষ্যতের লাভের জন্য সোনার গয়না কিনে রাখেন। সোনায় বিনিয়োগের এটাই প্রাচীন মাধ্যম। কিন্তু জুয়েলারির দোকানগুলো অধিকাংশ সময়ই নগদে সোনার গয়না কিনতে চায় না। বরং পুরনো গয়না দিয়ে নতুন গয়না কিনলে কিছুটা ছাড় দেয়। এতে আখেরে লাভ হয় না কিছুই। মিউচুয়াল ফান্ড বা ফিক্সড ডিপোজিটের মতো রিটার্নও পাওয়া যায় না।
অনেকেই ভবিষ্যতের লাভের জন্য সোনার গয়না কিনে রাখেন। সোনায় বিনিয়োগের এটাই প্রাচীন মাধ্যম। কিন্তু জুয়েলারির দোকানগুলো অধিকাংশ সময়ই নগদে সোনার গয়না কিনতে চায় না। বরং পুরনো গয়না দিয়ে নতুন গয়না কিনলে কিছুটা ছাড় দেয়। এতে আখেরে লাভ হয় না কিছুই। মিউচুয়াল ফান্ড বা ফিক্সড ডিপোজিটের মতো রিটার্নও পাওয়া যায় না।
advertisement
5/6
নন্দা পদ্মনাথন বলছেন, সোনার গয়না শুধু কিনলেই হল না। নিরাপদে রাখতেও হবে। এক্ষেত্রে ব্যাঙ্কের লকারই সবচেয়ে ভাল জায়গা। কিন্তু তার চার্জ আছে। সেটা অতিরিক্ত খরচ। সোনার গয়না বিক্রি করতে গেলেও সেদিনের দর দেখা হয়। সোজা কথায়, আশানুরূপ রিটার্ন মেলে না।
নন্দা পদ্মনাথন বলছেন, সোনার গয়না শুধু কিনলেই হল না। নিরাপদে রাখতেও হবে। এক্ষেত্রে ব্যাঙ্কের লকারই সবচেয়ে ভাল জায়গা। কিন্তু তার চার্জ আছে। সেটা অতিরিক্ত খরচ। সোনার গয়না বিক্রি করতে গেলেও সেদিনের দর দেখা হয়। সোজা কথায়, আশানুরূপ রিটার্ন মেলে না।
advertisement
6/6
ফলে বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে সোনার গয়নায় বিনিয়োগ মোটেই লাভজনক নয়। তাই সোনায় বিনিয়োগ করতে চাইলে গোল্ড ইটিএফ বা মিউচুয়াল ফান্ডের ডিজিটাল সোনায় টাকা ঢালা উচিত। এতে রিটার্ন ভাল মেলে। দিনের শেষে লাভ হয়। নন্দা সোনায় বিনিয়োগকারীদের সতর্ক করে আরও বলছেন, পোর্টফোলিওতে ভারসাম্য রাখতে ঝুঁকি ৫ থেকে ১০ শতাংশের মধ্যে রাখাই বুদ্ধিমানের কাজ।
ফলে বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে সোনার গয়নায় বিনিয়োগ মোটেই লাভজনক নয়। তাই সোনায় বিনিয়োগ করতে চাইলে গোল্ড ইটিএফ বা মিউচুয়াল ফান্ডের ডিজিটাল সোনায় টাকা ঢালা উচিত। এতে রিটার্ন ভাল মেলে। দিনের শেষে লাভ হয়। নন্দা সোনায় বিনিয়োগকারীদের সতর্ক করে আরও বলছেন, পোর্টফোলিওতে ভারসাম্য রাখতে ঝুঁকি ৫ থেকে ১০ শতাংশের মধ্যে রাখাই বুদ্ধিমানের কাজ।
advertisement
advertisement
advertisement