Dhanteras 2021 Gold Price: ধনতেরাসে কিনছেন সোনা? ভাল করে Bill-এ দেখে নিন এই বিষয়টি, নইলে সারা জীবন ঠকতে হবে
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Dhanteras 2021 Gold Price|Diwali 2021: ধনতেরাসে সোনা কিনলে ফেরে ভাগ্য এমনই বিশ্বাস রয়েছে সাধারণ মানুষের মধ্যে
advertisement
advertisement
advertisement
advertisement
এরফলে ভবিষ্যতে বিভিন্ন সমস্যার হাত থেকে রক্ষ পাওয়া যাবে ৷ হলমার্ক সোনার গয়নার বিলে এই সমস্ত থাকতে হবে ৷ এক নজরে দেখে নেওয়া যাক কী কী থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷ এরফলে ভবিষ্যতে বিভিন্ন সমস্যার হাত থেকে রক্ষ পাওয়া যাবে ৷ হলমার্ক সোনার গয়নার বিলে এই সমস্ত থাকতে হবে ৷ এক নজরে দেখে নেওয়া যাক কী কী থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
যে জিসিনপত্র গ্রাহকেরা কিনবেন তার বিস্তারিত বিবরণ থাকতে হবে ৷ সোনার চেন, সংখ্যা, ওজন ৮ গ্রাম, বর্তমানের সোনার দর (Gold Price) ও মেকিং চার্জ (Gold Ornament's making charge) বা মজুরি, হলমার্কের দাম ৩৫ টাকা সঙ্গে অতিরিক্ত জিএসটি ৷ টাকা দিয়ে ক্রেতা কিনলেন সেই বিষয়ের বিবরণও থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement