Dhanteras 2021 Gold Price: ধনতেরাসে কিনছেন সোনা? ভাল করে Bill-এ দেখে নিন এই বিষয়টি, নইলে সারা জীবন ঠকতে হবে

Last Updated:
Dhanteras 2021 Gold Price|Diwali 2021: ধনতেরাসে সোনা কিনলে ফেরে ভাগ্য এমনই বিশ্বাস রয়েছে সাধারণ মানুষের মধ্যে
1/9
দীপাবলি (Diwali 2021) ও ধনতেরাসে (Dhanteras 2021) মানুষ সাধারণত সামর্থ্য মত সোনা কিনে থাকেন ৷ এই সোনা কেনার বিষয়ে নানান দিক থেকেই সাধারণ মানুষ প্রতারিত হতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
দীপাবলি (Diwali 2021) ও ধনতেরাসে (Dhanteras 2021) মানুষ সাধারণত সামর্থ্য মত সোনা কিনে থাকেন ৷ এই সোনা কেনার বিষয়ে নানান দিক থেকেই সাধারণ মানুষ প্রতারিত হতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
কেন্দ্রীয় সরকার (Narenedra Modi Government) সূত্রে জানতে পারি গিয়েছে সোনার গয়না (Gold Jewellery) কিনতে গেলে গ্রাহকদের মাত্র তিনটি বিষয়ের জন্য টাকা মেটাতে হয় ৷ প্রতীকী ছবি ৷
কেন্দ্রীয় সরকার (Narenedra Modi Government) সূত্রে জানতে পারি গিয়েছে সোনার গয়না (Gold Jewellery) কিনতে গেলে গ্রাহকদের মাত্র তিনটি বিষয়ের জন্য টাকা মেটাতে হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
এর মধ্যে গয়নার দাম, মেকিং চার্জ ও জিএসটি রয়েছে ৷ এই তিনটি বিষয় যদি কেউ দেখে নেন তাঁর প্রতারিত হওয়ার কোনও সম্ভাবনাই নেই ৷ প্রতীকী ছবি ৷
এর মধ্যে গয়নার দাম, মেকিং চার্জ ও জিএসটি রয়েছে ৷ এই তিনটি বিষয় যদি কেউ দেখে নেন তাঁর প্রতারিত হওয়ার কোনও সম্ভাবনাই নেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
(BIS)-এর ওয়েবসাইট সূত্রে জানতে পারা গিয়েছে খুচরো বিক্রেতা, সোনা বিক্রেতার থেকে হলমার্কের গ্যারান্টি যুক্ত বিল নেওয়াটা অত্যন্ত জরুরি ৷ প্রতীকী ছবি ৷
(BIS)-এর ওয়েবসাইট সূত্রে জানতে পারা গিয়েছে খুচরো বিক্রেতা, সোনা বিক্রেতার থেকে হলমার্কের গ্যারান্টি যুক্ত বিল নেওয়াটা অত্যন্ত জরুরি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
এরফলে ভবিষ্যতে বিভিন্ন সমস্যার হাত থেকে রক্ষ পাওয়া যাবে ৷ হলমার্ক সোনার গয়নার বিলে এই সমস্ত থাকতে হবে ৷ এক নজরে দেখে নেওয়া যাক কী কী থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷ এরফলে ভবিষ্যতে বিভিন্ন সমস্যার হাত থেকে রক্ষ পাওয়া যাবে ৷ হলমার্ক সোনার গয়নার বিলে এই সমস্ত থাকতে হবে ৷ এক নজরে দেখে নেওয়া যাক কী কী থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷
এরফলে ভবিষ্যতে বিভিন্ন সমস্যার হাত থেকে রক্ষ পাওয়া যাবে ৷ হলমার্ক সোনার গয়নার বিলে এই সমস্ত থাকতে হবে ৷ এক নজরে দেখে নেওয়া যাক কী কী থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷ এরফলে ভবিষ্যতে বিভিন্ন সমস্যার হাত থেকে রক্ষ পাওয়া যাবে ৷ হলমার্ক সোনার গয়নার বিলে এই সমস্ত থাকতে হবে ৷ এক নজরে দেখে নেওয়া যাক কী কী থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
যে জিসিনপত্র গ্রাহকেরা কিনবেন তার বিস্তারিত বিবরণ থাকতে হবে ৷ সোনার চেন, সংখ্যা, ওজন ৮ গ্রাম, বর্তমানের সোনার দর (Gold Price) ও মেকিং চার্জ (Gold Ornament's making charge) বা মজুরি, হলমার্কের দাম ৩৫ টাকা সঙ্গে অতিরিক্ত জিএসটি ৷ টাকা দিয়ে ক্রেতা কিনলেন সেই বিষয়ের বিবরণও থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷
যে জিসিনপত্র গ্রাহকেরা কিনবেন তার বিস্তারিত বিবরণ থাকতে হবে ৷ সোনার চেন, সংখ্যা, ওজন ৮ গ্রাম, বর্তমানের সোনার দর (Gold Price) ও মেকিং চার্জ (Gold Ornament's making charge) বা মজুরি, হলমার্কের দাম ৩৫ টাকা সঙ্গে অতিরিক্ত জিএসটি ৷ টাকা দিয়ে ক্রেতা কিনলেন সেই বিষয়ের বিবরণও থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
যখন কোনও ব্যক্তি সোনার গয়না কিনতে যাবেন তখন দেখতে হবে সেই সোনার গয়নায় কতখানি মেকিং চার্জ হবে ৷ কেননা শেষ পর্যন্ত মেকিং চার্জ উল্লিখিত থাকবে বিলে ৷ অসাধু অনেকেই আছে যিনি ছোট সোনার গয়নার উপরেও বেশি প্রস্তুত করার জন্য্য চার্জ ধার্য করে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
যখন কোনও ব্যক্তি সোনার গয়না কিনতে যাবেন তখন দেখতে হবে সেই সোনার গয়নায় কতখানি মেকিং চার্জ হবে ৷ কেননা শেষ পর্যন্ত মেকিং চার্জ উল্লিখিত থাকবে বিলে ৷ অসাধু অনেকেই আছে যিনি ছোট সোনার গয়নার উপরেও বেশি প্রস্তুত করার জন্য্য চার্জ ধার্য করে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
অনেক গ্রাহকেরই সোনা কেনার সময়ে স্বল্প সময় থাকে ৷ যাচাই না করেই মেকিং চার্জের দাবি করা টাকা দিতে থাকেন ৷ বা সেই টাকা দিতে রাজি হবেন ৷ প্রতীকী ছবি ৷
অনেক গ্রাহকেরই সোনা কেনার সময়ে স্বল্প সময় থাকে ৷ যাচাই না করেই মেকিং চার্জের দাবি করা টাকা দিতে থাকেন ৷ বা সেই টাকা দিতে রাজি হবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
বিশুদ্ধ সোনার গ্যারান্টির জন্য হলমার্ক চেক করে নিতে হবে ৷ ৫ অঙ্কের হলনমার্ক আলাদা আলাদা করে হয়ে থাকে ৷ উদাহরণ সরূপ বলা যেতে পারে যে ২২ ক্যারাটে ৯১৬.২১ ক্যারাটে ৮৭৫ ও ১৮ ক্যারাটে ৭৫০ লেখা থাকে ৷ এই বিষয়গুলি মাথায় রাখতে হবে যদি না ঠকতে হয় ৷ প্রতীকী ছবি ৷
বিশুদ্ধ সোনার গ্যারান্টির জন্য হলমার্ক চেক করে নিতে হবে ৷ ৫ অঙ্কের হলনমার্ক আলাদা আলাদা করে হয়ে থাকে ৷ উদাহরণ সরূপ বলা যেতে পারে যে ২২ ক্যারাটে ৯১৬.২১ ক্যারাটে ৮৭৫ ও ১৮ ক্যারাটে ৭৫০ লেখা থাকে ৷ এই বিষয়গুলি মাথায় রাখতে হবে যদি না ঠকতে হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement