ফিরবে ভাগ্য! বছরের শেষে পুরনো ২ টাকার কয়েন-৫ টাকার নোট করবে মালামাল! পাবেন লক্ষ লক্ষ টাকা
- Published by:Arjun Neogi
Last Updated:
Old Two Rupees Coin|Old Five Rupees Note|Bring Luck|Resere Bank of India|Business: ভাগ্য ফেরাবে পুরনো ২ টাকার কয়েন ও ৫ টাকার নোট, অনলাইন প্ল্যাটফর্মে পুরনো নোট এবং কয়েন বিক্রি করার জন্য নিলামের ব্যবস্থাও করা হয়।
advertisement
advertisement
বাজারে যে সকল কয়েন এবং নোটের বিশাল চাহিদা রয়েছে, যে সকল ৫ টাকার নোটে কৃষকের ট্রাক্টর চালানোর ছবি রয়েছে, সেই সকল ৫ টাকার নোটের বিশাল চাহিদা রয়েছে বাজারে। ২৫ পয়সার কয়েনের বিশাল চাহিদা রয়েছে বাজারে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১৯৯৪,১৯৯৫, ১৯৯৭ এবং ২০০০ সালে যে ২ টাকার কয়েনের প্রচলন করেছিল, বাজারে সেই ২ টাকার কয়েনের বিশাল চাহিদা রয়েছে। প্রতীকী ছবি ৷
advertisement
১৯৮৪ সালের পুরনো ২ টাকার কয়েনের বিশাল চাহিদা রয়েছে বাজারে, ১৮৮৫ সালের ব্রিটিশ শাসকের প্রিন্ট করা ১ টাকার পুরনো কয়েনের বিশাল চাহিদা রয়েছে বাজারে ৷ যে সকল নোট এবং কয়েনে স্পেশ্যাল সিরিয়াল নম্বর, স্পেশ্যাল কম্বিনেশন এবং স্পেশ্যাল ইমেজ রয়েছে, সেই সকল নোট এবং কয়েনের বিশাল চাহিদা রয়েছে বাজারে। এছাড়া লিমিটেড এডিশনের নোট ও কয়েনের চাহিদাও রয়েছে বাজারে। প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
