Oil in India: কাউকে দরকার হবে না আর, আন্দামানে 'যখের ধন' পেয়ে গেল ভারত! এমন কীসের খোঁজ মিলল, জিডিপি বেড়ে যাবে পাঁচ গুণ! শুনে আশ্চর্য হয়ে যাবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Oil in India: আন্দামান অঞ্চলে প্রায় ২ লক্ষ কোটি লিটার খনিজ তেল থাকার সম্ভাবনা রয়েছে। যদি এই অনুমান সত্যি হয়, তবে এটি ভারতের জন্য এক যুগান্তকারী আবিষ্কার হয়ে উঠতে চলেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
অফশোর অনুসন্ধান অত্যন্ত ব্যয়বহুল বলেও তিনি উল্লেখ করেন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। একটি অনশোর কূপ খননে যেখানে গড়ে ৪ মিলিয়ন ডলার লাগে, অফশোর কূপের জন্য তা দাঁড়ায় প্রায় ১০০ মিলিয়ন ডলার। গয়নার উদাহরণ টেনে মন্ত্রী বলেন, “ওরা ৪৬টি কূপ খুঁড়ে কিছু পায়নি। ৪৭তম কূপে বিশাল তেলের সন্ধান মেলে। আমরা আন্দামানে তেমনই সম্ভাবনার মুখে দাঁড়িয়ে আছি।”
advertisement
advertisement
advertisement