Oil in India: কাউকে দরকার হবে না আর, আন্দামানে 'যখের ধন' পেয়ে গেল ভারত! এমন কীসের খোঁজ মিলল, জিডিপি বেড়ে যাবে পাঁচ গুণ! শুনে আশ্চর্য হয়ে যাবেন

Last Updated:
Oil in India: আন্দামান অঞ্চলে প্রায় ২ লক্ষ কোটি লিটার খনিজ তেল থাকার সম্ভাবনা রয়েছে। যদি এই অনুমান সত্যি হয়, তবে এটি ভারতের জন্য এক যুগান্তকারী আবিষ্কার হয়ে উঠতে চলেছে।
1/8
একদিকে যখন ইরান-ইজরায়েল যুদ্ধ ঘিরে বিশ্বে শঙ্কা, তেলের দাম বাড়ার, ঠিক তখনই সত্যিই যখের ধন খুঁজে পেল ভারত! আন্দামান সাগরের বুকে খনিজ তেলের এক বিশাল ভাণ্ডারের সন্ধান মিলেছে, এমনটাই জানালেন দেশের কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী।
একদিকে যখন ইরান-ইজরায়েল যুদ্ধ ঘিরে বিশ্বে শঙ্কা, তেলের দাম বাড়ার, ঠিক তখনই সত্যিই যখের ধন খুঁজে পেল ভারত! আন্দামান সাগরের বুকে খনিজ তেলের এক বিশাল ভাণ্ডারের সন্ধান মিলেছে, এমনটাই জানালেন দেশের কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী।
advertisement
2/8
গত সোমবার তিনি জানিয়েছেন, আন্দামান অঞ্চলে প্রায় ২ লক্ষ কোটি লিটার খনিজ তেল থাকার সম্ভাবনা রয়েছে। যদি এই অনুমান সত্যি হয়, তবে এটি ভারতের জন্য এক যুগান্তকারী আবিষ্কার হয়ে উঠতে চলেছে।
গত সোমবার তিনি জানিয়েছেন, আন্দামান অঞ্চলে প্রায় ২ লক্ষ কোটি লিটার খনিজ তেল থাকার সম্ভাবনা রয়েছে। যদি এই অনুমান সত্যি হয়, তবে এটি ভারতের জন্য এক যুগান্তকারী আবিষ্কার হয়ে উঠতে চলেছে।
advertisement
3/8
মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, ভারত ৮০ শতাংশ তেল ও ৫০ শতাংশ প্রাকৃতিক গ্যাস আমদানি করে। তাই ৫ বিলিয়ন ব্যারেল তেলের সন্ধান পাওয়া গেলে সেটি দেশীয় জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে।
মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, ভারত ৮০ শতাংশ তেল ও ৫০ শতাংশ প্রাকৃতিক গ্যাস আমদানি করে। তাই ৫ বিলিয়ন ব্যারেল তেলের সন্ধান পাওয়া গেলে সেটি দেশীয় জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে।
advertisement
4/8
তিনি আরও জানিয়েছেন, এখন পর্যন্ত ৯ দফা ওপেন অ্যাকরেজ লাইসেন্সিং নীতির আওতায় প্রায় ১ মিলিয়ন বর্গকিলোমিটার এলাকায় ৩৮ শতাংশ বিড এসেছে, এবং আগামী দফায় ৭৫ শতাংশের বেশি বিড আসার আশা করা হচ্ছে।
তিনি আরও জানিয়েছেন, এখন পর্যন্ত ৯ দফা ওপেন অ্যাকরেজ লাইসেন্সিং নীতির আওতায় প্রায় ১ মিলিয়ন বর্গকিলোমিটার এলাকায় ৩৮ শতাংশ বিড এসেছে, এবং আগামী দফায় ৭৫ শতাংশের বেশি বিড আসার আশা করা হচ্ছে।
advertisement
5/8
অফশোর অনুসন্ধান অত্যন্ত ব্যয়বহুল বলেও তিনি উল্লেখ করেন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। একটি অনশোর কূপ খননে যেখানে গড়ে ৪ মিলিয়ন ডলার লাগে, অফশোর কূপের জন্য তা দাঁড়ায় প্রায় ১০০ মিলিয়ন ডলার। গয়নার উদাহরণ টেনে মন্ত্রী বলেন, “ওরা ৪৬টি কূপ খুঁড়ে কিছু পায়নি। ৪৭তম কূপে বিশাল তেলের সন্ধান মেলে। আমরা আন্দামানে তেমনই সম্ভাবনার মুখে দাঁড়িয়ে আছি।”
অফশোর অনুসন্ধান অত্যন্ত ব্যয়বহুল বলেও তিনি উল্লেখ করেন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। একটি অনশোর কূপ খননে যেখানে গড়ে ৪ মিলিয়ন ডলার লাগে, অফশোর কূপের জন্য তা দাঁড়ায় প্রায় ১০০ মিলিয়ন ডলার। গয়নার উদাহরণ টেনে মন্ত্রী বলেন, “ওরা ৪৬টি কূপ খুঁড়ে কিছু পায়নি। ৪৭তম কূপে বিশাল তেলের সন্ধান মেলে। আমরা আন্দামানে তেমনই সম্ভাবনার মুখে দাঁড়িয়ে আছি।”
advertisement
6/8
মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “এই তৈলভাণ্ডার আমাদের জিডিপিকে পাঁচ গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। ভারতের অর্থনীতি এক নতুন রূপ পাবে এবং আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে।
মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “এই তৈলভাণ্ডার আমাদের জিডিপিকে পাঁচ গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। ভারতের অর্থনীতি এক নতুন রূপ পাবে এবং আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে।
advertisement
7/8
হরদীপ সিং পুরী জানান, ২০০২ থেকে ২০১৬ সালের মধ্যে জ্বালানি খাতে খুব বেশি অগ্রগতি হয়নি। অনুসন্ধানে তেমন কোনও বড় বিনিয়োগও ছিল না। তবে মোদি সরকারের অধীনে এই পরিস্থিতির বদল ঘটে। নীতিতে পরিবর্তন এনে, এখন জোর দেওয়া হচ্ছে তেল ও গ্যাস অনুসন্ধানে সরাসরি বিনিয়োগে।
হরদীপ সিং পুরী জানান, ২০০২ থেকে ২০১৬ সালের মধ্যে জ্বালানি খাতে খুব বেশি অগ্রগতি হয়নি। অনুসন্ধানে তেমন কোনও বড় বিনিয়োগও ছিল না। তবে মোদি সরকারের অধীনে এই পরিস্থিতির বদল ঘটে। নীতিতে পরিবর্তন এনে, এখন জোর দেওয়া হচ্ছে তেল ও গ্যাস অনুসন্ধানে সরাসরি বিনিয়োগে।
advertisement
8/8
তিনি আরও জানান, ‘সূর্যমণি’ অঞ্চলে ৪ মিলিয়ন মেট্রিক টনের, এবং ‘নীলমণি’তে ১.২ মিলিয়ন মেট্রিক টনের তেলের সম্ভাবনা রয়েছে। ২,৮৬৫ মিটার গভীর একটি কূপে তেল ও গ্যাস দুটোই পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
তিনি আরও জানান, ‘সূর্যমণি’ অঞ্চলে ৪ মিলিয়ন মেট্রিক টনের, এবং ‘নীলমণি’তে ১.২ মিলিয়ন মেট্রিক টনের তেলের সম্ভাবনা রয়েছে। ২,৮৬৫ মিটার গভীর একটি কূপে তেল ও গ্যাস দুটোই পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
advertisement
advertisement
advertisement