হোম » ছবি » ব্যবসা-বাণিজ্য » AC-র গ্যাস কি সত্যিই ফুরিয়েছে! ঠকে যাওয়ার আগে পরীক্ষা করে দেখে নিন নিজেই!

AC-র গ্যাস কি সত্যিই ফুরিয়েছে! ঠকে যাওয়ার আগে পরীক্ষা করে দেখে নিন নিজেই!

  • 17

    AC-র গ্যাস কি সত্যিই ফুরিয়েছে! ঠকে যাওয়ার আগে পরীক্ষা করে দেখে নিন নিজেই!

    যে কোনও বৈদ্যুতিন যন্ত্রেরই একটা নির্দিষ্ট জীবনকাল থাকে। আবার অনেক সময় তার ভিতরের কোনও অংশ নিয়মিত বদলানোর প্রয়োজন হয়। যেমন জল পরিশোধক যন্ত্রের ক্ষেত্রে ফিল্টার পরিবর্তন করতে হয়, এসি-র ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর ফুরিয়ে যায় গ্যাস।

    MORE
    GALLERIES

  • 27

    AC-র গ্যাস কি সত্যিই ফুরিয়েছে! ঠকে যাওয়ার আগে পরীক্ষা করে দেখে নিন নিজেই!

    সারা বছর খেয়াল না থাকলেও এই প্রচণ্ড গরমে এসি-র যত্নের কথা মনে পড়ে। কারণ এই তো সময় সারাদিন এয়ার কন্ডিশনার চালানোর। অনেক সময়ই যন্ত্র গোলমাল করে থাকে। সার্ভিসিং-এ নিয়ে গেলে মেকানিক অনেক সময় বলে দেন ‘গ্যাস শেষ’।

    MORE
    GALLERIES

  • 37

    AC-র গ্যাস কি সত্যিই ফুরিয়েছে! ঠকে যাওয়ার আগে পরীক্ষা করে দেখে নিন নিজেই!

    কিন্তু গ্যাস কি সত্যিই শেষ? গ্রাহক এই বিষয়ে কিছুই জানেন না। মেকানিক-এর বলা কথার উপরই ভরসা করতে হয়। ধরে নেওয়া যাক ৯৯ শতাংশ ক্ষেত্রেই মেকানিক সত্যি কথা বলেন। কিন্তু তবু, নিজে যদি একবার পরীক্ষা করে দেখে নেওয়া যায় সত্যিই গ্যাস শেষ হয়েছে কি না, তার থেকে ভাল আর কী বা হতে পারে!

    MORE
    GALLERIES

  • 47

    AC-র গ্যাস কি সত্যিই ফুরিয়েছে! ঠকে যাওয়ার আগে পরীক্ষা করে দেখে নিন নিজেই!

    কীভাবে জানা যাবে, গ্যাস শেষ হয়েছে কি না, দেখে নেওয়া যাক এক নজরে—

    MORE
    GALLERIES

  • 57

    AC-র গ্যাস কি সত্যিই ফুরিয়েছে! ঠকে যাওয়ার আগে পরীক্ষা করে দেখে নিন নিজেই!

    এসি-র গ্যাস কি সত্যিই শেষ? কীভাবে বোঝা যাবে এই সত্যি, তা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ সাধারণ মানুষ এবিষয়টি সম্পর্কে কিছুই জানেন না। যদি কোনও ভাবে মনে হয় মেকানিক প্রতারণা করার চেষ্টা করছেন, তাহলে নিজেই এসি-তে গ্যাস চেক করে নেওয়া যেতে পারে।

    MORE
    GALLERIES

  • 67

    AC-র গ্যাস কি সত্যিই ফুরিয়েছে! ঠকে যাওয়ার আগে পরীক্ষা করে দেখে নিন নিজেই!

    অনেকক্ষণ চলার পরও যদি এসি ঠান্ডা না হয়, তবে ধরে নেওয়া যায় এটি এসি-র গ্যাস ফুরিয়ে যাওয়ার একটি বড় লক্ষণ।
    কখনও কখনও এসি নিয়ে অন্য কোনও সমস্যা হতে পারে। তবে অর্থ উপার্জনের জন্য, মেকানিকরা গ্যাস ফুরিয়ে যাওয়ার কথা বলেন।
    যদি দেখা যায় এসি-র কয়েলে বরফ জমে নেই, তাহলে বেশির ভাগ ক্ষেত্রেই ধরে নেওয়া যায় যে, এসির গ্যাস ঠিক রয়েছে।

    MORE
    GALLERIES

  • 77

    AC-র গ্যাস কি সত্যিই ফুরিয়েছে! ঠকে যাওয়ার আগে পরীক্ষা করে দেখে নিন নিজেই!

    তার পরেও যদি মেকানিক বলেন এসি-র গ্যাস ফুরিয়ে গিয়েছে বলে তা ঠিক মতো কাজ করছে না, তাহলে তাঁকে গ্যাসের চাপ দেখাতে বলতে হবে। যদি দেখা যায় চাপ ১৫০ রয়েছে তাহলে নতুন করে গ্যাস ভরার দরকার নেই।
    এছাড়া যদি দেখা যায় সারাদিন এসি চলা সত্ত্বেও ঘরে আর্দ্রতা অনুভব করা যাচ্ছে, তাহলে বুঝতে হবে, এবার এসি-তে গ্যাস ভরার সময় হয়েছে।

    MORE
    GALLERIES