AC-র গ্যাস কি সত্যিই ফুরিয়েছে! ঠকে যাওয়ার আগে পরীক্ষা করে দেখে নিন নিজেই!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
নিজে যদি একবার পরীক্ষা করে দেখে নেওয়া যায় সত্যিই গ্যাস শেষ হয়েছে কি না, তার থেকে ভাল আর কী বা হতে পারে!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অনেকক্ষণ চলার পরও যদি এসি ঠান্ডা না হয়, তবে ধরে নেওয়া যায় এটি এসি-র গ্যাস ফুরিয়ে যাওয়ার একটি বড় লক্ষণ। কখনও কখনও এসি নিয়ে অন্য কোনও সমস্যা হতে পারে। তবে অর্থ উপার্জনের জন্য, মেকানিকরা গ্যাস ফুরিয়ে যাওয়ার কথা বলেন। যদি দেখা যায় এসি-র কয়েলে বরফ জমে নেই, তাহলে বেশির ভাগ ক্ষেত্রেই ধরে নেওয়া যায় যে, এসির গ্যাস ঠিক রয়েছে।
advertisement
তার পরেও যদি মেকানিক বলেন এসি-র গ্যাস ফুরিয়ে গিয়েছে বলে তা ঠিক মতো কাজ করছে না, তাহলে তাঁকে গ্যাসের চাপ দেখাতে বলতে হবে। যদি দেখা যায় চাপ ১৫০ রয়েছে তাহলে নতুন করে গ্যাস ভরার দরকার নেই। এছাড়া যদি দেখা যায় সারাদিন এসি চলা সত্ত্বেও ঘরে আর্দ্রতা অনুভব করা যাচ্ছে, তাহলে বুঝতে হবে, এবার এসি-তে গ্যাস ভরার সময় হয়েছে।