Business Idea: কম খরচে বিপুল আয়, লাল মিষ্টি তেঁতুল চাষে লাভ দ্বিগুণ, বসিরহাটে চমকপ্রদ ফলন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Business Idea: এই মিষ্টি তেঁতুলের ফুল থেকে ফল ধরতে সময় লাগে প্রায় সাত মাস। বছরে দুইবার—বর্ষা ও শীতের শেষে ফলন পাওয়া যায়। গাছের যত্ন নেওয়াও খুব কঠিন নয়। নিয়মিত জল দেওয়া এবং মাসে একবার সরষের খোল মিশ্রিত পচা জল দিলে সহজেই গাছ বেড়ে ওঠে। তাই আগ্রহীরা প্রথমেই সঠিক সময় ও নিয়ম মেনে চারা লাগানো নিশ্চিত করলে ফলনও ভাল হবে।
advertisement
এই মিষ্টি তেঁতুলের ফুল থেকে ফল ধরতে সময় লাগে প্রায় সাত মাস। বছরে দুইবার—বর্ষা ও শীতের শেষে ফলন পাওয়া যায়। গাছের যত্ন নেওয়াও খুব কঠিন নয়। নিয়মিত জল দেওয়া এবং মাসে একবার সর্ষের খোল মিশ্রিত পচা জল দিলে সহজেই গাছ বেড়ে ওঠে। তাই আগ্রহীরা প্রথমেই সঠিক সময় ও নিয়ম মেনে চারা লাগানো নিশ্চিত করলে ফলনও ভাল হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
