Income Tax Calculator: পুরনো না কি নতুন কর কাঠামো, আপনার জন্য ভাল কোনটা? ট্যাক্স ক্যালকুলেটর আনল আয়কর বিভাগ!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
বর্তমানে পুরনো এবং নতুন, দু’রকমের কর ব্যবস্থা চালু আছে। আয়করদাতাদের জন্য কোনটা ভাল হবে, সেটাই বলে দেবে এই ট্যাক্স ক্যালকুলেটর।
advertisement
২০২৩ সালের বাজেটে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আয়কর সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন। এর মধ্যে আয়কর স্ল্যাবের পরিবর্তন অন্যতম। নতুন কর কাঠামোয় ৭ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়কে করমুক্ত ঘোষণা করা হয়। তবে পুরনো কর কাঠামো তুলে দেওয়া হয়নি। তাই নতুন কর কাঠামো ভাল হবে না কি পুরনো, তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। এই সমস্যার সমাধান করবে ট্যাক্স ক্যালকুলেটর।
advertisement
advertisement
advertisement
আয়কর বিভাগের ট্যাক্স ক্যালকুলেটর ব্যবহার করতে চাইলে আইটি বিভাগের পোর্টালে লগ ইন করতে হবে। তারপর দিতে হবে নির্দিষ্ট তথ্য। যেমন করদাতার ধরন, লিঙ্গ, আবাসিক অবস্থা, বেতন ব্যতীত আয়, বিশেষ হারের আয়, স্ব-অধিকৃত বাড়ির সম্পত্তির সুদ। উভয় কর কাঠামোয় ডিডাকশন মেলে। তবে ছাড়ের সীমা আলাদা। এই সব তথ্য দিলেই নতুন এবং পুরনো কর কাঠামোয় আয়করদাতাকে কত কর দিতে হবে, তা বলে দেবে ট্যাক্স ক্যালকুলেটর। সঙ্গে জানিয়ে দেবে, যে নতুন কর ব্যবস্থা করদাতার জন্য ভাল না কি পুরনো কর ব্যবস্থা!
advertisement