সাবান থেকে বিস্কুট, নতুন GST চালু হতে দাম কমবে ৫, ১০, ২০ টাকার প্যাকেটের? রোজকারের প্রয়োজনীয় জিনিস গুলোর ব্যাপারে যা সামনে এল...
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
আজ অর্থাৎ সোমবার থেকেই নতুন হারে চালু হয়েছে GST। ফলে অনেক জিনিসেরই দাম কমেছে। এর ফলে চওড়া হয়েছে মধ্যবিত্তের মুখের হাসি। কিন্তু, বহু জিনিসের দাম কমার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে, বাজারচলতি যে ৫ টাকা, ১০ বা ২০ টাকার প্যাকেটে বিভিন্ন জিনিস পাওয়া যায় সেইগুলোর দামও কমবে?
সোমবার থেকেই নতুন হারে চালু হয়েছে GST। ফলে অনেক জিনিসেরই দাম কমেছে। এর ফলে চওড়া হয়েছে মধ্যবিত্তের মুখের হাসি। কিন্তু, বহু জিনিসের দাম কমার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে, বাজারচলতি যে ৫ টাকা, ১০ বা ২০ টাকার প্যাকেটে বিভিন্ন জিনিস পাওয়া যায় সেইগুলোর দামও কমবে?
advertisement
ফলে হঠাৎ করে ৯ টাকা বা ১৮ টাকার মতো দামের প্যাকেট আনলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।আর সেই কারণেই দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত। তবে বেশিরভাগ সংস্থাই বলছে, সেই একই দামেই বরং কিছুটা বাড়তি জিনিস দেওয়া যেতে পারে।
advertisement
যেমন ধরুন, ২০ টাকার কোনও বিস্কুটের প্যাকেটে আগে যদি ১২ পিস থাকত, এখন সেটা ১৩ বা ১৪ পিস হবে। তাতেই ক্রেতাদের বেশি সুবিধা হবে বলে দাবি সংস্থাগুলির।
advertisement
এমনই এক বিস্কুট কোম্পানির আধিকারিক জানান, ছোট ছোট 'ইমপালস প্যাক' এর ওজন বাড়ানো হবে।এই (Impulse) প্যাক কী?হঠাৎ নুডলস বা বিস্কুট দরকার হল, ১০ টাকা বা ৫ টাকা দিয়ে কিনে নিলেন। এই যে হঠাৎ সিদ্ধান্ত নিয়ে কেনা, একেই 'ইমপালস বাই' করা বলে। আর এই ধরণের ক্রেতাদের টার্গেট করে যে প্যাকেজিং করা হয়, তাকে ইমপালস প্যাক বলা হয়। ভারতে সাধারণত ৫, ১০ ও ২০ টাকার জিনিস এই সেগমেন্টে পড়ে। এর ফলে খুচরোর সমস্যাও এড়ানো যায়।
advertisement