ফিক্সড টার্ম প্ল্যান চালু করছে Axis Mutual Fund; এখানে বিনিয়োগের কথা কি ভাবা যেতে পারে?

Last Updated:
এই স্কিমের মূল উদ্দেশ্যে হল ডেট এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্টের একটি একটি বৈচিত্র্যপূর্ণ মিশ্রণে বিনিয়োগ করে রিটার্ন প্রদান করা।
1/8
গত বৃহস্পতিবার অর্থাৎ ১৮ জানুয়ারি, ২০২৪ তারিখে ফিক্সড টার্ম প্ল্যান - সিরিজ ১২০ (৯১ দিন) চালু করেছে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড। এই নিউ ফান্ড অফার (এনএফও) ইনকাম ক্যাটাগরির আওতায় পড়ে এবং এটাকে ক্লোজ-এন্ডেড প্ল্যান বলা হয়। আগামী ২৩ জানুয়ারি, ২০২৪ তারিখ থেকে এই প্ল্যানের সুবিধা লাভ করতে পারবেন গ্রাহকরা। এই স্কিমের মূল উদ্দেশ্যে হল ডেট এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্টের একটি একটি বৈচিত্র্যপূর্ণ মিশ্রণে বিনিয়োগ করে রিটার্ন প্রদান করা। 
গত বৃহস্পতিবার অর্থাৎ ১৮ জানুয়ারি, ২০২৪ তারিখে ফিক্সড টার্ম প্ল্যান - সিরিজ ১২০ (৯১ দিন) চালু করেছে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড। এই নিউ ফান্ড অফার (এনএফও) ইনকাম ক্যাটাগরির আওতায় পড়ে এবং এটাকে ক্লোজ-এন্ডেড প্ল্যান বলা হয়। আগামী ২৩ জানুয়ারি, ২০২৪ তারিখ থেকে এই প্ল্যানের সুবিধা লাভ করতে পারবেন গ্রাহকরা। এই স্কিমের মূল উদ্দেশ্যে হল ডেট এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্টের একটি একটি বৈচিত্র্যপূর্ণ মিশ্রণে বিনিয়োগ করে রিটার্ন প্রদান করা। 
advertisement
2/8
যদিও অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের এই স্কিমের বিনিয়োগের লক্ষ্য আদৌ অর্জিত হবে কি না, তার নিশ্চয়তা নেই। অ্যালটমেন্টের তারিখ থেকে ৯১ দিনের মেয়াদের এই স্কিমের লিক্যুইডিটি ফিচারের কারণে স্টক এক্সচেঞ্জে ইউনিট লিস্ট করা হবে। কিন্তু মেয়াদপূর্তির সময় পর্যন্ত তা সরাসরি ভাবে রিডিম করা যাবে না।
যদিও অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের এই স্কিমের বিনিয়োগের লক্ষ্য আদৌ অর্জিত হবে কি না, তার নিশ্চয়তা নেই। অ্যালটমেন্টের তারিখ থেকে ৯১ দিনের মেয়াদের এই স্কিমের লিক্যুইডিটি ফিচারের কারণে স্টক এক্সচেঞ্জে ইউনিট লিস্ট করা হবে। কিন্তু মেয়াদপূর্তির সময় পর্যন্ত তা সরাসরি ভাবে রিডিম করা যাবে না।
advertisement
3/8
অ্যাসেট অ্যালোকেশন:স্বাভাবিক পরিস্থিতিতে ফান্ডের অ্যাসেট অ্যালোকেশন ০-১০০% পর্যন্ত ডেট এবং মানি মার্কেট ইন্সট্রুমেন্টের মধ্যে থাকবে। যা কম থেকে মাঝারি ঝুঁকির প্রোফাইলকে প্রতিফলিত করে।
অ্যাসেট অ্যালোকেশন:স্বাভাবিক পরিস্থিতিতে ফান্ডের অ্যাসেট অ্যালোকেশন ০-১০০% পর্যন্ত ডেট এবং মানি মার্কেট ইন্সট্রুমেন্টের মধ্যে থাকবে। যা কম থেকে মাঝারি ঝুঁকির প্রোফাইলকে প্রতিফলিত করে।
advertisement
4/8
প্ল্যান এবং অপশন:
রেগুলার প্ল্যান এবং ডিরেক্ট প্ল্যানের মধ্যে কোনও একটা বাছাই করার নমনীয়তা থাকবে বিনিয়োগকারীদের। প্রতিটি পরিকল্পনা দু’টি স্বতন্ত্র বিকল্প প্রদান করে: গ্রোথ এবং ইনকাম ডিস্ট্রিবিউশন-কাম-ক্যাপিটাল উইথড্রয়াল (আইডিসিডব্লিউ)।
প্ল্যান এবং অপশন: রেগুলার প্ল্যান এবং ডিরেক্ট প্ল্যানের মধ্যে কোনও একটা বাছাই করার নমনীয়তা থাকবে বিনিয়োগকারীদের। প্রতিটি পরিকল্পনা দু’টি স্বতন্ত্র বিকল্প প্রদান করে: গ্রোথ এবং ইনকাম ডিস্ট্রিবিউশন-কাম-ক্যাপিটাল উইথড্রয়াল (আইডিসিডব্লিউ)।
advertisement
5/8
সর্বনিম্ন আবেদনের পরিমাণ এবং মোড:আগ্রহী বিনিয়োগকারীরা সর্বনিম্ন মাত্র ৫০০০ টাকা বিনিয়োগ করে এই স্কিমে যোগ দিতে পারেন। নন-সিটিএস/ আউটস্টেশন চেক/ ডিমান্ড ড্রাফট গ্রহণ করা হবে না। ফান্ড হাউজের তরফে জানানো হয়েছে যে, নিউ ফান্ড অফার (এনএফও)-আবেদনগুলি একচেটিয়া ভাবে ডিরেক্ট ক্রেডিট মোড (ট্রান্সফার/ এনইএফটি/ আরটিজিএস)-এর মাধ্যমে প্রক্রিয়া করা হবে।
সর্বনিম্ন আবেদনের পরিমাণ এবং মোড:আগ্রহী বিনিয়োগকারীরা সর্বনিম্ন মাত্র ৫০০০ টাকা বিনিয়োগ করে এই স্কিমে যোগ দিতে পারেন। নন-সিটিএস/ আউটস্টেশন চেক/ ডিমান্ড ড্রাফট গ্রহণ করা হবে না। ফান্ড হাউজের তরফে জানানো হয়েছে যে, নিউ ফান্ড অফার (এনএফও)-আবেদনগুলি একচেটিয়া ভাবে ডিরেক্ট ক্রেডিট মোড (ট্রান্সফার/ এনইএফটি/ আরটিজিএস)-এর মাধ্যমে প্রক্রিয়া করা হবে।
advertisement
6/8
স্যুইচ-ইন রিকোয়েস্ট:যাঁরা ইক্যুইটি এবং হাইব্রিড স্কিম থেকে স্যুইচ করতে চান, তাঁদের রিকোয়েস্ট আগামী ২২ জানুয়ারি, ২০২৪ তারিখ থেকে গ্রহণ করা হবে। ইতিমধ্যেই যাঁরা ডেট স্কিমে স্যুইচ করছেন, তাঁদের হাতে আগামী ২৩ জানুয়ারি, ২০২৪ তারিখ পর্যন্ত রিকোয়েস্ট জমা দেওয়ার সময় রয়েছে।
স্যুইচ-ইন রিকোয়েস্ট:যাঁরা ইক্যুইটি এবং হাইব্রিড স্কিম থেকে স্যুইচ করতে চান, তাঁদের রিকোয়েস্ট আগামী ২২ জানুয়ারি, ২০২৪ তারিখ থেকে গ্রহণ করা হবে। ইতিমধ্যেই যাঁরা ডেট স্কিমে স্যুইচ করছেন, তাঁদের হাতে আগামী ২৩ জানুয়ারি, ২০২৪ তারিখ পর্যন্ত রিকোয়েস্ট জমা দেওয়ার সময় রয়েছে।
advertisement
7/8
খরচের বিস্তারিত তথ্য:নো-এন্ট্রি লোড প্রযোজ্য না থাকা আর শূন্য-য় সেট করা এক্সিট লোডের ক্ষেত্রে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএমসি)-র অনুমান অনুযায়ী স্কিমের খরচ দৈনিক নেট সম্পদের ১.০০ শতাংশ পর্যন্ত হবে বলে আশা।
খরচের বিস্তারিত তথ্য:নো-এন্ট্রি লোড প্রযোজ্য না থাকা আর শূন্য-য় সেট করা এক্সিট লোডের ক্ষেত্রে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএমসি)-র অনুমান অনুযায়ী স্কিমের খরচ দৈনিক নেট সম্পদের ১.০০ শতাংশ পর্যন্ত হবে বলে আশা।
advertisement
8/8
লিস্টিংঅ্যাক্সিস ফিক্সড টার্ম প্ল্যান - সিরিজ ১২০ (৯১ দিন)-এর ইউনিট বিএসই অথবা অন্য স্টক এক্সচেঞ্জের ক্যাপিটাল মার্কেট সেগমেন্টে লিস্ট করা হবে।
সব মিলিয়ে অ্যাক্সিস ফিক্সড টার্ম প্ল্যান - সিরিজ ১২০ (৯১ দিন)-এর বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিও এবং স্ট্র্যাটেজিক ফোকাস-সহ একটা ভাল বিনিয়োগের সুযোগ প্রদান করছে। বিনিয়োগকারীদের নিজেদের বিনিয়োগের লক্ষ্য এবং রিস্ক টলারেন্সের বিষয়টা পর্যালোচনা করা উচিত।
বিশেষজ্ঞদের বক্তব্য, যেহেতু মার্কেটের অবস্থা আগে থেকে বোঝা যায় না। তাই বিনিয়োগ করার আগে বিনিয়োগকারীদের সব সময় মার্কেট রিসার্চ করে নেওয়া উচিত। কিংবা কোনও অভিজ্ঞ পেশাদার আর্থিক উপদেষ্টার কাছ থেকে পরামর্শ নেওয়া আবশ্যক।
লিস্টিংঅ্যাক্সিস ফিক্সড টার্ম প্ল্যান - সিরিজ ১২০ (৯১ দিন)-এর ইউনিট বিএসই অথবা অন্য স্টক এক্সচেঞ্জের ক্যাপিটাল মার্কেট সেগমেন্টে লিস্ট করা হবে। সব মিলিয়ে অ্যাক্সিস ফিক্সড টার্ম প্ল্যান - সিরিজ ১২০ (৯১ দিন)-এর বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিও এবং স্ট্র্যাটেজিক ফোকাস-সহ একটা ভাল বিনিয়োগের সুযোগ প্রদান করছে। বিনিয়োগকারীদের নিজেদের বিনিয়োগের লক্ষ্য এবং রিস্ক টলারেন্সের বিষয়টা পর্যালোচনা করা উচিত। বিশেষজ্ঞদের বক্তব্য, যেহেতু মার্কেটের অবস্থা আগে থেকে বোঝা যায় না। তাই বিনিয়োগ করার আগে বিনিয়োগকারীদের সব সময় মার্কেট রিসার্চ করে নেওয়া উচিত। কিংবা কোনও অভিজ্ঞ পেশাদার আর্থিক উপদেষ্টার কাছ থেকে পরামর্শ নেওয়া আবশ্যক।
advertisement
advertisement
advertisement