New Business Opportunity: বিশেষ প্রজাতির সবেদা চাষেই লক্ষ্মীলাভ! বিকল্প চাষে ঝুঁকছেন কৃষকরা

Last Updated:
New Business Opportunity: নারকেল সবেদা চাষ করে আয়ের দিশা দেখাচ্ছে সুন্দরবনের কৃষকরা
1/6
দক্ষিণ ২৪ পরগনা: নারকেল সবেদা চাষ করে আয়ের দিশা দেখাচ্ছে সুন্দরবনের কৃষকরা। দক্ষিণ ২৪ পরগনা জেলার বেশ কিছু কৃষকেরা সারা বছর ধরে বিভিন্ন ধরনের ফসল চাষ করে সাফল্য লাভ করেছেন। এই সমস্ত এলাকার কৃষকেরা বিভিন্ন ধরনের সবজির চাষ করে। প্রতীকী ছবি ৷
দক্ষিণ ২৪ পরগনা: নারকেল সবেদা চাষ করে আয়ের দিশা দেখাচ্ছে সুন্দরবনের কৃষকরা। দক্ষিণ ২৪ পরগনা জেলার বেশ কিছু কৃষকেরা সারা বছর ধরে বিভিন্ন ধরনের ফসল চাষ করে সাফল্য লাভ করেছেন। এই সমস্ত এলাকার কৃষকেরা বিভিন্ন ধরনের সবজির চাষ করে। প্রতীকী ছবি ৷
advertisement
2/6
তবে প্রথাগত চাষের পরিবর্তে বিকল্প চাষ করে তারা আরও অধিক পরিমাণে লাভের মুখ দেখছেন। প্রথাগত উপায়ে ধান,আলু বা সবজি নয় বরং সবেদা চাষ করে লক্ষীলাভ করেছেন দক্ষিণ ২৪ পরগনা কৃষক রা। আর সেই সমস্ত জমি ও বাগানের উপরে সবেদা বাগান তৈরি করছেন। প্রতীকী ছবি ৷
তবে প্রথাগত চাষের পরিবর্তে বিকল্প চাষ করে তারা আরও অধিক পরিমাণে লাভের মুখ দেখছেন। প্রথাগত উপায়ে ধান,আলু বা সবজি নয় বরং সবেদা চাষ করে লক্ষীলাভ করেছেন দক্ষিণ ২৪ পরগনা কৃষক রা। আর সেই সমস্ত জমি ও বাগানের উপরে সবেদা বাগান তৈরি করছেন। প্রতীকী ছবি ৷
advertisement
3/6
আর এই বাগানে বিভিন্ন প্রজাতির সবেদা গাছের মধ্যে নারকেল সফেদা গাছের চারা রোপণ করেছেন কৃষক রা। এবং দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন বাজারে এই ধরনের প্রজাতির সবেদা প্রচুর চাহিদা রয়েছে। এই সবেদা চাষের মাধ্যমে প্রতি মাসে হাজার হাজার টাকা উপার্জন করছেন। প্রতীকী ছবি ৷
আর এই বাগানে বিভিন্ন প্রজাতির সবেদা গাছের মধ্যে নারকেল সফেদা গাছের চারা রোপণ করেছেন কৃষক রা। এবং দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন বাজারে এই ধরনের প্রজাতির সবেদা প্রচুর চাহিদা রয়েছে। এই সবেদা চাষের মাধ্যমে প্রতি মাসে হাজার হাজার টাকা উপার্জন করছেন। প্রতীকী ছবি ৷
advertisement
4/6
যা অন্য ধরনের ফসল চাষ করে উপার্জন করতে পারেনা বলে জানাচ্ছেন এই সবেদা চাষিরা। কার্যত এই কারণেই এই বিকল্প চাষে বেশি আগ্রহী হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার সবেদা চাষীরা। এপসঙ্গে এক কৃষকের কথা অনুযায়ী এক বিঘে জমিতি ২০০-৩০০ সবেদাগাছ লাগানো যায়। প্রতীকী ছবি ৷
যা অন্য ধরনের ফসল চাষ করে উপার্জন করতে পারেনা বলে জানাচ্ছেন এই সবেদা চাষিরা। কার্যত এই কারণেই এই বিকল্প চাষে বেশি আগ্রহী হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার সবেদা চাষীরা। এপসঙ্গে এক কৃষকের কথা অনুযায়ী এক বিঘে জমিতি ২০০-৩০০ সবেদাগাছ লাগানো যায়। প্রতীকী ছবি ৷
advertisement
5/6
তিন বছর পরপর ফল পাওয়া যায়। দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলির নির্দিষ্ট জীবিকার ব্যবস্থা করা যায়। তারা নিজেরাই চাষ করে নিয়মিত আয় করবে, এমনই আমরা আশা করছি। যদিও রাজ্যের সবেদা উৎপাদনের অনেকটাই এগিয়ে দক্ষিণ ২৪ পরগনায়। প্রতীকী ছবি ৷
তিন বছর পরপর ফল পাওয়া যায়। দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলির নির্দিষ্ট জীবিকার ব্যবস্থা করা যায়। তারা নিজেরাই চাষ করে নিয়মিত আয় করবে, এমনই আমরা আশা করছি। যদিও রাজ্যের সবেদা উৎপাদনের অনেকটাই এগিয়ে দক্ষিণ ২৪ পরগনায়। প্রতীকী ছবি ৷
advertisement
6/6
জেলায় দেশি পদ্ধতিতে যে সবেদা চাষ হয়, প্রচুর পরিমাণে ফলন হয়।। ফলে বাজারে ভাল দাম পাওয়া যায়। আর এখান থেকেই বিভিন্ন বাজার খেতে শুরু করে বাইরে চলে যাচ্ছে এই দেশি নারকেল সবেদা।প্রতীকী ছবি ৷ 
জেলায় দেশি পদ্ধতিতে যে সবেদা চাষ হয়, প্রচুর পরিমাণে ফলন হয়।। ফলে বাজারে ভাল দাম পাওয়া যায়। আর এখান থেকেই বিভিন্ন বাজার খেতে শুরু করে বাইরে চলে যাচ্ছে এই দেশি নারকেল সবেদা। প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement