Zero Investment Business Ideas: কোনও টাকা ছাড়াই শুরু করুন এই ব্যবসা, মাসের শেষে হাতে আসবে লাখ লাখ টাকা! অল্প সময়ে হবেন লাভবান!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
New Business Idea: বিষাক্ত এই ফুল বিক্রি করেই কোটি কোটি টাকা রোজগার! প্রতি সোমবার প্রয়োজন হবেই এই ফুলের। শ্রাবণ মাসে ফুলটির চাহিদা পৌঁছে যায় অন্য মাত্রায়।
advertisement
advertisement
advertisement
এই গাছগুলিকে খুঁজে প্রতিদিন ফুল সংগ্রহ করেন শ্যামল দেওঘরিয়া। তারপর বাড়ি গিয়ে সেই ফুলগুলিকে পরিষ্কার করে মালা গাঁথেন তিনি। এবার সেই মালা প্রায় দশ টাকা প্রতি পিস মূল্যে বিক্রি করেন তিনি। বাঁকুড়ার সবচেয়ে বড় শৈবক্ষেত্র এক্তেশ্বরে তার বাড়ি। ফুলগুলি সংগ্রহ করে বিক্রি করতে খুব একটা অসুবিধা হয় না তার।
advertisement
advertisement