New Business Idea: হাতি তাড়ানোর পাশাপাশি দ্বিগুণ আয়ের জন‍্য মৌমাছি চাষ কালচিনিতে

Last Updated:
আকারে ছোট হলেও মৌমাছিকে ভয় পায় হাতি। সেই অস্ত্রকে ঢাল করে কালচিনির জঙ্গল ঘেরা এলাকায় চাষিদের মৌমাছি পালনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 
1/6
আলিপুরদুয়ার: আকারে ছোট হলেও মৌমাছিকে ভয় পায় হাতি। সেই অস্ত্রকে ঢাল করে কালচিনির জঙ্গল ঘেরা এলাকায় চাষিদের মৌমাছি পালনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রিপোর্টিং অনন্যা দে ৷ প্রতীকী ছবি ৷
<span style="color: #800080;"><strong>আলিপুরদুয়ার:</strong> </span>আকারে ছোট হলেও মৌমাছিকে ভয় পায় হাতি। সেই অস্ত্রকে ঢাল করে কালচিনির জঙ্গল ঘেরা এলাকায় চাষিদের মৌমাছি পালনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রিপোর্টিং<span style="color: #800080;"><strong> অনন্যা দে</strong></span> ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/6
প্রথম পর্যায়ে প্রশিক্ষিত হবেন চল্লিশ জন চাষি। এতে যেমন মধু ও মোম বিক্রয় করে চাষি লাভবান হবেন, তেমনই জমিতে মৌমাছি থাকলে হাতির আনাগোনাও অনেকাংশ কমবে বলে দাবি কৃষি দফতরের আধিকারিকদের। প্রতীকী ছবি ৷
প্রথম পর্যায়ে প্রশিক্ষিত হবেন চল্লিশ জন চাষি। এতে যেমন মধু ও মোম বিক্রয় করে চাষি লাভবান হবেন, তেমনই জমিতে মৌমাছি থাকলে হাতির আনাগোনাও অনেকাংশ কমবে বলে দাবি কৃষি দফতরের আধিকারিকদের। প্রতীকী ছবি ৷
advertisement
3/6
কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, মৌমাছিকে ভয় পায় হাতি। তাই দূরে থাকতে পছন্দ করে। এই পরিস্থিতিতে জঙ্গল ঘেরা এলাকায় মৌমাছি চাষকে ঢাল করে সর্ষে, তিসি, সূর্যমুখী, আম, কাঁঠাল ইত্যাদি চাষ করা যেতে পারে। এছাড়া মৌমাছি জমিতে থাকলে ফুলের পরাগমিলনও ভাল হয়। প্রতীকী ছবি ৷
কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, মৌমাছিকে ভয় পায় হাতি। তাই দূরে থাকতে পছন্দ করে। এই পরিস্থিতিতে জঙ্গল ঘেরা এলাকায় মৌমাছি চাষকে ঢাল করে সর্ষে, তিসি, সূর্যমুখী, আম, কাঁঠাল ইত্যাদি চাষ করা যেতে পারে। এছাড়া মৌমাছি জমিতে থাকলে ফুলের পরাগমিলনও ভাল হয়। প্রতীকী ছবি ৷
advertisement
4/6
এ বিষয়ে আলিপুরদুয়ার মহকুমার সহ-কৃষি অধিকর্তা (প্রশাসন) রজত চট্টোপাধ্যায় বলেন, \&quot;হাতি বরাবরই মৌমাছির গুঞ্জন থেকে দূরে থাকতে পছন্দ করে। এই কারণেই কালচিনি ব্লকের এই জঙ্গল ঘেরা এলাকাগুলোতে চাষিদের মৌমাছি চাষে উদ্বুদ্ধ করার পরিকল্পনা রয়েছে আমাদের।\&quot; প্রতীকী ছবি ৷
এ বিষয়ে আলিপুরদুয়ার মহকুমার সহ-কৃষি অধিকর্তা (প্রশাসন) রজত চট্টোপাধ্যায় বলেন, \"হাতি বরাবরই মৌমাছির গুঞ্জন থেকে দূরে থাকতে পছন্দ করে। এই কারণেই কালচিনি ব্লকের এই জঙ্গল ঘেরা এলাকাগুলোতে চাষিদের মৌমাছি চাষে উদ্বুদ্ধ করার পরিকল্পনা রয়েছে আমাদের।\" প্রতীকী ছবি ৷
advertisement
5/6
কৃষকরা জানিয়েছেন, এই মৌমাছি চাষের ফলে আয়ের নতুন দিশা মিলবে বলে আশা রাখছেন তারা।পাশাপাশি, বন্যপ্রাণীর তাণ্ডবে যেই ফসল চাষ করা যাচ্ছিল না,সেগুলো চাষ করতে পারা যাবে। প্রতীকী ছবি ৷
কৃষকরা জানিয়েছেন, এই মৌমাছি চাষের ফলে আয়ের নতুন দিশা মিলবে বলে আশা রাখছেন তারা।পাশাপাশি, বন্যপ্রাণীর তাণ্ডবে যেই ফসল চাষ করা যাচ্ছিল না,সেগুলো চাষ করতে পারা যাবে। প্রতীকী ছবি ৷
advertisement
6/6
 কালচিনির মেন্দাবাড়ি এলাকায় শুরু হয়েছে মৌমাছি চাষ।দক্ষিণ মেন্দাবাড়ির চাষি প্রভাত বর্মণ বলেন, \&quot;এমনটা হলে যাঁরা বন্যপ্রাণীর তাণ্ডবে কৃষিকাজ ছেড়েছেন, তাঁরাও আবার এই চাষাবাদ শুরু করতে পারবেন।\&quot; প্রতীকী ছবি ৷
কালচিনির মেন্দাবাড়ি এলাকায় শুরু হয়েছে মৌমাছি চাষ।দক্ষিণ মেন্দাবাড়ির চাষি প্রভাত বর্মণ বলেন, \"এমনটা হলে যাঁরা বন্যপ্রাণীর তাণ্ডবে কৃষিকাজ ছেড়েছেন, তাঁরাও আবার এই চাষাবাদ শুরু করতে পারবেন।\" প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement