প্রবীণ নাগরিকদের জন্য National Pension System (NPS) সরকারের পক্ষ থেকে একটি দুর্দান্ত স্কিম ৷ এই পেনশন স্কিমকে আরও আকর্ষণীয় করতে নানান পদক্ষেপ গ্রহণ করেছে ৷ প্রতীকী ছবি ৷
2/ 10
এবার প্রবীণ নাগরিকদের বেশি পরিমাণে PFRDA নিয়মে পরিবর্তনের প্রস্তাব এনপিএসের বদলের বিভিন্ন নিয়ম জেনে নিন এক নজরে ৷ প্রতীকী ছবি ৷
3/ 10
NPS-এ বিনিয়োগের সর্বাধিক বয়স ৭০ করা হয়েছে ৷ এনপিএসে বিনিয়োগের বয়স ৭০ বছর পর্যন্ত যেকোনও ব্যক্তি বিনিয়োগ করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
4/ 10
PFRDA সেই সমস্ত সাবস্ক্রাইবারদের জন্য বড় স্বস্তি, ৬০ বছর বয়স পর্যন্ত এনপিএসে শামিল হতে পারবে ৷ এবার ৭৫ বছর পর্যন্ত চালু রাখতে পারবে ৷ বাকি সমস্ত সাবস্ক্রাইবারদের ম্যাচিউরিটির সীমা ৭০ বছর পর্যন্ত ৷ প্রতীকী ছবি ৷
5/ 10
PFRDA-এর পক্ষ থেকে জানানো হয়েছে যেদিন থেকে এনপিএসে সংযুক্ত হওয়ার বয়স ৬০ বয়স থেকে ৬৫ বছর পর্যন্ত করা হয়েছে ৷ সাড়ে তিন বছরের মধ্যে ১৫ হাজার সাবস্ক্রাইবার্স নিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
6/ 10
বয়স ৬০ বছরের উপরের ছিল ৷ PFRDA-এর চেয়ারম্যান সুপ্রতীম বন্দ্যোপাধ্যায় (Supratim Bandyopadhyay) এই কারণেই সর্বাধিক বিনিয়োগের বয়স বৃদ্ধির বিষয়ে বিচার বিবেচনা করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
7/ 10
এছাড়াও PFRDA পক্ষ থেকে জানানো হয়েছে এই রকমের পেনশন ফান্ডে ৫ লক্ষ টাকার থেকে কম হলে সেই টাকা পুরোটাই তোলা যাবে ৷ প্রতীকী ছবি ৷
8/ 10
এখনও পর্যন্ত ২ লক্ষ টাকার থেকে কম টাকা জমলে পুরো টাকা ফেরৎ পাওয়া যাবে ৷ PFRDA-এর পক্ষ থেকে জানানো হয়েছে এক অর্থবর্ষে ১০ লক্ষ নতুন সাবস্ক্রাইবার জুড়ে ফেলার লক্ষ্য নিয়েছেন ৷ প্রতীকী ছবি ৷
9/ 10
বিগত বছরে এনপিএসে ৬ লক্ষ সাবস্ক্রাইবার সংযুক্ত হয়েছে ৷ এনপিএস ও অটল পেনশন যোজনার সঙ্গে সংযুক্ত হয়ে এক কোটি সাবস্ক্রাইবারের সংযুক্ত হওয়ার আশাবাদী ৷ প্রতীকী ছবি ৷
10/ 10
PFRDA-এর পক্ষ থেকে NPS নিশ্চিত টাকা পয়সা রিটার্ন পাওয়ার গ্যারান্টি পাওয়া যায় ৷ এনপিএসের প্রদর্শনের উপর নির্ভর করেছে ৷ প্রতীকী ছবি ৷