Mustard Oil Price: সর্ষের তেলের দামে ফের মারকাটারি পতন! লিটার প্রতি দাম কমল ৫০ টাকা! লেটেস্ট রেট কত? দেখুন তালিকা

Last Updated:
Mustard Oil Price: করোনা মহামারি, লকডাউনের সময় সর্ষের তেলের দাম বাড়তে বাড়তে লিটারে ২০০ টাকার গণ্ডি ছুঁয়ে ফেলে। তবে গত বছরের মাঝামাঝি সময় থেকে দাম কমতে শুরু করে।
1/12
সর্ষে-সহ ভোজ্যতেলের দামের ক্রমাগত বৃদ্ধি ঠেকাতে সরকার নানা তৎপরতা চালাচ্ছে। এর পাশাপাশি কৃষকদের খরচ কমাতেও তৎপর কেন্দ্র। এই পরিস্থিতিতে আজ বড় রকম পতন দেখা যাচ্ছে সর্ষে-সহ চীনাবাদাম ও তুলা তেলের দামে। যদিও অপরিবর্তিত রয়েছে পাম তেলের দাম। আজ সর্ষে এবং চিনাবাদাম তেলের দাম কত সস্তা হয়েছে রইল বিস্তারিত।
সর্ষে-সহ ভোজ্যতেলের দামের ক্রমাগত বৃদ্ধি ঠেকাতে সরকার নানা তৎপরতা চালাচ্ছে। এর পাশাপাশি কৃষকদের খরচ কমাতেও তৎপর কেন্দ্র। এই পরিস্থিতিতে আজ বড় রকম পতন দেখা যাচ্ছে সর্ষে-সহ চীনাবাদাম ও তুলা তেলের দামে। যদিও অপরিবর্তিত রয়েছে পাম তেলের দাম। আজ সর্ষে এবং চিনাবাদাম তেলের দাম কত সস্তা হয়েছে রইল বিস্তারিত।
advertisement
2/12
জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের নাজেহাল হাল। তবে এখন বেশ কিছুটা কমেছে ভোজ্য তেলের দাম। ফলে স্বস্তি ফিরেছে হেঁশেলে।
জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের নাজেহাল হাল। তবে এখন বেশ কিছুটা কমেছে ভোজ্য তেলের দাম। ফলে স্বস্তি ফিরেছে হেঁশেলে।
advertisement
3/12
প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বরে সর্ষের তেলের গড় মূল্য ছিল লিটারে ১৩৫-১৪৫ টাকা। করোনা মহামারি, লকডাউনের সময় সর্ষের তেলের দাম বাড়তে বাড়তে লিটারে ২০০ টাকার গণ্ডি ছুঁয়ে ফেলে। তবে গত বছরের মাঝামাঝি সময় থেকে দাম কমতে শুরু করে।
প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বরে সর্ষের তেলের গড় মূল্য ছিল লিটারে ১৩৫-১৪৫ টাকা। করোনা মহামারি, লকডাউনের সময় সর্ষের তেলের দাম বাড়তে বাড়তে লিটারে ২০০ টাকার গণ্ডি ছুঁয়ে ফেলে। তবে গত বছরের মাঝামাঝি সময় থেকে দাম কমতে শুরু করে।
advertisement
4/12
হাওড়া-কলকাতার বাজারে সর্ষের তেলের দাম কত? এই মুহূর্তে দেশজুড়েই নিম্নমূখী সর্ষের তেলের দাম। হাওড়া-কলকাতার বাজারেও তার প্রভাব পড়েছে। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ ভেন্ডর অ্যাসোসিয়েশন (হাওড়া)-এর সভাপতি চন্দন চক্রবর্তী জানান, সরষের তেল প্রতি কেজিতে প্রায় ৫০-৫৫ টাকা সস্তা হয়েছে।
হাওড়া-কলকাতার বাজারে সর্ষের তেলের দাম কত? এই মুহূর্তে দেশজুড়েই নিম্নমূখী সর্ষের তেলের দাম। হাওড়া-কলকাতার বাজারেও তার প্রভাব পড়েছে। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ ভেন্ডর অ্যাসোসিয়েশন (হাওড়া)-এর সভাপতি চন্দন চক্রবর্তী জানান, সরষের তেল প্রতি কেজিতে প্রায় ৫০-৫৫ টাকা সস্তা হয়েছে।
advertisement
5/12
সূত্রের খবর, গত সপ্তাহের তুলনায় সর্ষের তেল কুইন্টাল প্রতি প্রায় ৫৫০-৬০০ টাকা সস্তা হয়েছে। সরষের তেলের দাম এখন প্রতি প্রতি কুইন্টালে ১৩,০০০-১৩,৫০০ টাকা চলছে। পাশাপাশি, সরষের কাচ্চি ঘানি তেলের দামও প্রতি টিনে (১৫ কেজি) ৩০০-৩৫০ টাকা কমে ১,৯৫০-২,১০০ টাকা হয়েছে।
সূত্রের খবর, গত সপ্তাহের তুলনায় সর্ষের তেল কুইন্টাল প্রতি প্রায় ৫৫০-৬০০ টাকা সস্তা হয়েছে। সরষের তেলের দাম এখন প্রতি প্রতি কুইন্টালে ১৩,০০০-১৩,৫০০ টাকা চলছে। পাশাপাশি, সরষের কাচ্চি ঘানি তেলের দামও প্রতি টিনে (১৫ কেজি) ৩০০-৩৫০ টাকা কমে ১,৯৫০-২,১০০ টাকা হয়েছে।
advertisement
6/12
ভোজ্যতেল এবার ৩০-৭০ টাকা প্রতি লিটারে কমতে চলেছে : অন্যদিকে, সূত্রের খবর, সরকারি পোর্টালে নিয়মিত তেলের দাম অর্থাৎ এমআরপি পোস্ট করলে ভোজ্যতেলের দাম কমে যাবে। সাধারণভাবে, ভোজ্য তেলের দাম লিটার প্রতি ৭০ টাকা পর্যন্ত কমতে পারে আগামী দিনে।
ভোজ্যতেল এবার ৩০-৭০ টাকা প্রতি লিটারে কমতে চলেছে : অন্যদিকে, সূত্রের খবর, সরকারি পোর্টালে নিয়মিত তেলের দাম অর্থাৎ এমআরপি পোস্ট করলে ভোজ্যতেলের দাম কমে যাবে। সাধারণভাবে, ভোজ্য তেলের দাম লিটার প্রতি ৭০ টাকা পর্যন্ত কমতে পারে আগামী দিনে।
advertisement
7/12
চলুন দেখে নেওয়া যাক ভোজ্য তেলের সর্বশেষ দাম- >> সর্ষের তৈলবীজ - প্রতি কুইন্টাল ৬,৬২০-৬,৬৭০ টাকা >> চিনাবাদাম - প্রতি কুইন্টাল ৬,৬০৫-৬,৬৬৫ টাকা >> চিনাবাদাম তেল মিল ডেলিভারি (গুজরাত)- প্রতি কুইন্টাল ১৫,৬২০ টাকা
চলুন দেখে নেওয়া যাক ভোজ্য তেলের সর্বশেষ দাম- >> সর্ষের তৈলবীজ - প্রতি কুইন্টাল ৬,৬২০-৬,৬৭০ টাকা >> চিনাবাদাম - প্রতি কুইন্টাল ৬,৬০৫-৬,৬৬৫ টাকা >> চিনাবাদাম তেল মিল ডেলিভারি (গুজরাত)- প্রতি কুইন্টাল ১৫,৬২০ টাকা
advertisement
8/12
>> চিনাবাদাম পরিশোধিত তেল প্রতি টিন ২,৪৬৫-২,৭৩০ টাকা >> সর্ষের তেল দাদরি - প্রতি কুইন্টাল ১৩,১৪০ টাকা >> সর্ষের পাক্কি ঘানি - প্রতি টিন ১,১৯৫-২,১২৫ টাকা
>> চিনাবাদাম পরিশোধিত তেল প্রতি টিন ২,৪৬৫-২,৭৩০ টাকা >> সর্ষের তেল দাদরি - প্রতি কুইন্টাল ১৩,১৪০ টাকা >> সর্ষের পাক্কি ঘানি - প্রতি টিন ১,১৯৫-২,১২৫ টাকা
advertisement
9/12
>> সর্ষে কাচ্চি ঘানি - প্রতি টিন ২ ,০৫৫-২,১৮০ টাকা >> তিল তেল মিল ডেলিভারি - প্রতি কুইন্টাল ১৮৯০০-২১,০০০ টাকা >> সয়াবিন তেল মিল ডেলিভারি দিল্লি – প্রতি কুইন্টাল ১৩,০৫০ টাকা
>> সর্ষে কাচ্চি ঘানি - প্রতি টিন ২ ,০৫৫-২,১৮০ টাকা >> তিল তেল মিল ডেলিভারি - প্রতি কুইন্টাল ১৮৯০০-২১,০০০ টাকা >> সয়াবিন তেল মিল ডেলিভারি দিল্লি – প্রতি কুইন্টাল ১৩,০৫০ টাকা
advertisement
10/12
>> সয়াবিন মিল ডেলিভারি ইন্দোর – প্রতি কুইন্টাল ১২,৯০০ টাকা >> সয়াবিন তেল দিগুম, কান্ডলা - প্রতি কুইন্টাল ১১,৪৫০ টাকা >> CPO X-Kandla – প্রতি কুইন্টাল ৮,৪৫০ টাকা
>> সয়াবিন মিল ডেলিভারি ইন্দোর – প্রতি কুইন্টাল ১২,৯০০ টাকা >> সয়াবিন তেল দিগুম, কান্ডলা - প্রতি কুইন্টাল ১১,৪৫০ টাকা >> CPO X-Kandla – প্রতি কুইন্টাল ৮,৪৫০ টাকা
advertisement
11/12
>> কটনসিড মিল ডেলিভারি (হরিয়ানা)- প্রতি কুইন্টাল ১১,৬০০ টাকা >> পামোলিন আরবিডি, দিল্লি – প্রতি কুইন্টাল ১০,০০০ টাকা >> পামোলিন এক্স- কান্ডলা - প্রতি কুইন্টাল ৯,১০০ টাকা (জিএসটি ছাড়া)
>> কটনসিড মিল ডেলিভারি (হরিয়ানা)- প্রতি কুইন্টাল ১১,৬০০ টাকা >> পামোলিন আরবিডি, দিল্লি – প্রতি কুইন্টাল ১০,০০০ টাকা >> পামোলিন এক্স- কান্ডলা - প্রতি কুইন্টাল ৯,১০০ টাকা (জিএসটি ছাড়া)
advertisement
12/12
>> সয়াবিন দানা – কুইন্টাল প্রতি ৫,৫৩০-৫,৬৩০ টাকা >> সয়াবিন লুজ – প্রতি কুইন্টাল ৫,২৭৫-৫,২৯৫ টাকা >> ভুট্টার খল (সারিসকা)- প্রতি কুইন্টাল ৪,০১০ টাকা
>> সয়াবিন দানা – কুইন্টাল প্রতি ৫,৫৩০-৫,৬৩০ টাকা >> সয়াবিন লুজ – প্রতি কুইন্টাল ৫,২৭৫-৫,২৯৫ টাকা >> ভুট্টার খল (সারিসকা)- প্রতি কুইন্টাল ৪,০১০ টাকা
advertisement
advertisement
advertisement