Money Making Tips: এই ৪টি বিষয় অক্ষরে অক্ষরে মেনে চলুন, টাকাপয়সা নিয়ে ভাবতে হবে না কোনওদিন

Last Updated:
Money Making Tips: শুরুতে কাজটা কঠিন মনে হতে পারে। ধীরে ধীরে আয়ত্তে চলে আসবে।
1/6
আর্থিক স্বাধীনতা চাইলে টাকাপয়সার উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। টাকা কোথা থেকে আসছে, কীভাবে খরচ হচ্ছে, কতটা সঞ্চয় হচ্ছে এবং কোথায় বিনিয়োগ করা হচ্ছে - এই চারটি বিষয় যেন নখদর্পণে থাকে। একেই বলা হয় মানি ম্যানেজমেন্ট।
আর্থিক স্বাধীনতা চাইলে টাকাপয়সার উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। টাকা কোথা থেকে আসছে, কীভাবে খরচ হচ্ছে, কতটা সঞ্চয় হচ্ছে এবং কোথায় বিনিয়োগ করা হচ্ছে - এই চারটি বিষয় যেন নখদর্পণে থাকে। একেই বলা হয় মানি ম্যানেজমেন্ট।
advertisement
2/6
শুরুতে কাজটা কঠিন মনে হতে পারে। ধীরে ধীরে আয়ত্তে চলে আসবে। মাথায় রাখতে হবে, ব্যক্তিগত আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এই বোধ থাকা জরুরি। উপার্জন, সঞ্চয়, খরচ, স্বল্প ও দীর্ঘমেয়াদি সম্পদ তৈরি, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং সামগ্রিক জীবন পরিকল্পনা বিবেচনা করে সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে পারাটাই আসল।
শুরুতে কাজটা কঠিন মনে হতে পারে। ধীরে ধীরে আয়ত্তে চলে আসবে। মাথায় রাখতে হবে, ব্যক্তিগত আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এই বোধ থাকা জরুরি। উপার্জন, সঞ্চয়, খরচ, স্বল্প ও দীর্ঘমেয়াদি সম্পদ তৈরি, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং সামগ্রিক জীবন পরিকল্পনা বিবেচনা করে সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে পারাটাই আসল।
advertisement
3/6
আয়: পার্সোনাল ফাইন্যান্সের চারটি স্তম্ভের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল অর্থ উপার্জন। সাধারণত আয়ের একটাই উৎস থাকে। সেটা চাকরি হতে পারে কিংবা ব্যবসা। করোনার সময় অনেকের চাকরি চলে যায়, বেতনে কাটছাঁট হয়। সংসার চালাতে রীতিমতো লড়াই করতে হয়েছিল সেই সময়। তাই বোঝা যায়, আয়ের একাধিক উৎস থাকা উচিত। সামগ্রিক আর্থিক পরিস্থিতির জন্য এটা জরুরি।
আয়: পার্সোনাল ফাইন্যান্সের চারটি স্তম্ভের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল অর্থ উপার্জন। সাধারণত আয়ের একটাই উৎস থাকে। সেটা চাকরি হতে পারে কিংবা ব্যবসা। করোনার সময় অনেকের চাকরি চলে যায়, বেতনে কাটছাঁট হয়। সংসার চালাতে রীতিমতো লড়াই করতে হয়েছিল সেই সময়। তাই বোঝা যায়, আয়ের একাধিক উৎস থাকা উচিত। সামগ্রিক আর্থিক পরিস্থিতির জন্য এটা জরুরি।
advertisement
4/6
খরচ: প্রয়োজন এবং ইচ্ছার মধ্যে পার্থক্য করতে হবে। জীবনধারণের জন্য কিছু জিনিস প্রয়োজন। সেগুলোতে খরচ করতেই হয়। এরপর আসে ইচ্ছাপূরণ বা বিলাসব্যাসন। এখানে রাশ টানাটাই বুদ্ধিমানের কাজ। বাজেটের ৫০:৩০:২০ রুল মেনে খরচ করা উচিত। আয়ের ৫০ শতাংশ প্রয়োজনীয় জিনিসের পিছনে খরচ হবে। ৩০ শতাংশ দিয়ে ইচ্ছাপূরণ করা যায়। বাকি ২০ শতাংশ দিয়ে সঞ্চয় এবং বিনিয়োগ আবশ্যিক।
খরচ: প্রয়োজন এবং ইচ্ছার মধ্যে পার্থক্য করতে হবে। জীবনধারণের জন্য কিছু জিনিস প্রয়োজন। সেগুলোতে খরচ করতেই হয়। এরপর আসে ইচ্ছাপূরণ বা বিলাসব্যাসন। এখানে রাশ টানাটাই বুদ্ধিমানের কাজ। বাজেটের ৫০:৩০:২০ রুল মেনে খরচ করা উচিত। আয়ের ৫০ শতাংশ প্রয়োজনীয় জিনিসের পিছনে খরচ হবে। ৩০ শতাংশ দিয়ে ইচ্ছাপূরণ করা যায়। বাকি ২০ শতাংশ দিয়ে সঞ্চয় এবং বিনিয়োগ আবশ্যিক।
advertisement
5/6
সঞ্চয়: সঞ্চয় হল আর্থিক ভবিষ্যতের ভিত্তি। অনেকে খরচ করার পর যা টাকা অবশিষ্ট থাকে সেটা সঞ্চয় করে। হওয়া উচিত এর উল্টোটা। আগে সঞ্চয়, তারপর খরচ। কারও যদি মাসিক আয় ৫০ হাজার টাকা হয় তাহলে সঞ্চয়ের জন্য ১০ হাজার টাকা আগে আলাদা করে রাখতে হবে। তারপর খরচ।
সঞ্চয়: সঞ্চয় হল আর্থিক ভবিষ্যতের ভিত্তি। অনেকে খরচ করার পর যা টাকা অবশিষ্ট থাকে সেটা সঞ্চয় করে। হওয়া উচিত এর উল্টোটা। আগে সঞ্চয়, তারপর খরচ। কারও যদি মাসিক আয় ৫০ হাজার টাকা হয় তাহলে সঞ্চয়ের জন্য ১০ হাজার টাকা আগে আলাদা করে রাখতে হবে। তারপর খরচ।
advertisement
6/6
বিনিয়োগ: মুদ্রাস্ফীতি প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাই শুধু সঞ্চয় যথেষ্ট নয়। বিনিয়োগ করতে হবে। দীর্ঘমেয়াদে বিনিয়োগ সবসময় লাভজনক। ইক্যুইটি, ডেট বা সোনায় বিনিয়োগ করা যায়। তবে আর্থিক লক্ষ্য এবং বিনিয়োগকারী কতটা ঝুঁকি নিতে পারবেন সেটা বিবেচনা করা গুরুত্বপূর্ণ।
বিনিয়োগ: মুদ্রাস্ফীতি প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাই শুধু সঞ্চয় যথেষ্ট নয়। বিনিয়োগ করতে হবে। দীর্ঘমেয়াদে বিনিয়োগ সবসময় লাভজনক। ইক্যুইটি, ডেট বা সোনায় বিনিয়োগ করা যায়। তবে আর্থিক লক্ষ্য এবং বিনিয়োগকারী কতটা ঝুঁকি নিতে পারবেন সেটা বিবেচনা করা গুরুত্বপূর্ণ।
advertisement
advertisement
advertisement