Money Making Tips: এই ৪টি বিষয় অক্ষরে অক্ষরে মেনে চলুন, টাকাপয়সা নিয়ে ভাবতে হবে না কোনওদিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Money Making Tips: শুরুতে কাজটা কঠিন মনে হতে পারে। ধীরে ধীরে আয়ত্তে চলে আসবে।
advertisement
advertisement
আয়: পার্সোনাল ফাইন্যান্সের চারটি স্তম্ভের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল অর্থ উপার্জন। সাধারণত আয়ের একটাই উৎস থাকে। সেটা চাকরি হতে পারে কিংবা ব্যবসা। করোনার সময় অনেকের চাকরি চলে যায়, বেতনে কাটছাঁট হয়। সংসার চালাতে রীতিমতো লড়াই করতে হয়েছিল সেই সময়। তাই বোঝা যায়, আয়ের একাধিক উৎস থাকা উচিত। সামগ্রিক আর্থিক পরিস্থিতির জন্য এটা জরুরি।
advertisement
খরচ: প্রয়োজন এবং ইচ্ছার মধ্যে পার্থক্য করতে হবে। জীবনধারণের জন্য কিছু জিনিস প্রয়োজন। সেগুলোতে খরচ করতেই হয়। এরপর আসে ইচ্ছাপূরণ বা বিলাসব্যাসন। এখানে রাশ টানাটাই বুদ্ধিমানের কাজ। বাজেটের ৫০:৩০:২০ রুল মেনে খরচ করা উচিত। আয়ের ৫০ শতাংশ প্রয়োজনীয় জিনিসের পিছনে খরচ হবে। ৩০ শতাংশ দিয়ে ইচ্ছাপূরণ করা যায়। বাকি ২০ শতাংশ দিয়ে সঞ্চয় এবং বিনিয়োগ আবশ্যিক।
advertisement
advertisement