Money Making Tips: এই পদ্ধতিতে লাউ চাষ করলে আয় হবে মোটা টাকা! শুধু জেনে নিন এই কয়েকটি নিয়ম

Last Updated:
Money Making Tips: এক বিঘা জমিতে মাচা পদ্ধতিতে  লাউয়ের চাষে খরচ  ১০ থেকে ১২ হাজার টাকা।
1/5
মাচা তৈরি করে লাউ চাষ করে মোটা টাকা উপার্জন করুন।কৃষি নির্ভরশীল উত্তর দিনাজপুর জেলা। শীতকালীন সবজির মধ্যে অন্যতম হল লাউ। মাচা পদ্ধতিতে লাউ চাষ করায় পোকামাকড়ের আক্রমণ কম হয় ৷ এছাড়া কীটনাশক প্রয়োগ না করে লাউয়ের চাষ করায় লাউয়ের চাহিদা খুব বেশি।
মাচা তৈরি করে লাউ চাষ করে মোটা টাকা উপার্জন করুন।কৃষি নির্ভরশীল উত্তর দিনাজপুর জেলা। শীতকালীন সবজির মধ্যে অন্যতম হল লাউ। মাচা পদ্ধতিতে লাউ চাষ করায় পোকামাকড়ের আক্রমণ কম হয় ৷ এছাড়া কীটনাশক প্রয়োগ না করে লাউয়ের চাষ করায় লাউয়ের চাহিদা খুব বেশি।
advertisement
2/5
তুলনামূলক শ্রম ও ব্যয় কম হওয়ায় মাচা পদ্ধতিতে লাউ চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দিন দিন। লাউসহ নতুন নতুন সবজি চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।
তুলনামূলক শ্রম ও ব্যয় কম হওয়ায় মাচা পদ্ধতিতে লাউ চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দিন দিন। লাউসহ নতুন নতুন সবজি চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।
advertisement
3/5
লাউচাষি বলেন, ধান কিংবা পাট চাষের থেকেও বেশি লাভজনক হল লাউ চাষ।ধান চাষে সার, ও সেচ খরচ যেখানে দ্বিগুণ সেখানে মাচা পদ্ধতিতে লাউ চাষের খরচ একেবারেই কম।
লাউচাষি বলেন, ধান কিংবা পাট চাষের থেকেও বেশি লাভজনক হল লাউ চাষ।ধান চাষে সার, ও সেচ খরচ যেখানে দ্বিগুণ সেখানে মাচা পদ্ধতিতে লাউ চাষের খরচ একেবারেই কম।
advertisement
4/5
এক বিঘা জমিতে মাচা পদ্ধতিতে লাউয়ের চাষে খরচ ১০ থেকে ১২ হাজার টাকা। সেখানে এক বিঘা জমিতে লক্ষাধিক টাকা লাভবান হওয়া যাবে শুধুমাত্র এই লাউ চাষ করে।
এক বিঘা জমিতে মাচা পদ্ধতিতে লাউয়ের চাষে খরচ ১০ থেকে ১২ হাজার টাকা। সেখানে এক বিঘা জমিতে লক্ষাধিক টাকা লাভবান হওয়া যাবে শুধুমাত্র এই লাউ চাষ করে।
advertisement
5/5
লাউ চাষি জানান মূলত দুই ধরনের লাউ পাওয়া যায়।লম্বা হাইব্রিড জাতের ও এক গোলাকার দেশীয় জাতের । লম্বা জাতের লাউয়ের চাহিদা একটু কম। গোলাকার দেশীয় জাতের লাউয়ের চাহিদা অনেক ভাল।বর্তমানে বাজারে একটি লাউ প্রকার ভেদে ১৫ টাকা হতে ২০ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে।
লাউ চাষি জানান মূলত দুই ধরনের লাউ পাওয়া যায়।লম্বা হাইব্রিড জাতের ও এক গোলাকার দেশীয় জাতের । লম্বা জাতের লাউয়ের চাহিদা একটু কম। গোলাকার দেশীয় জাতের লাউয়ের চাহিদা অনেক ভাল।বর্তমানে বাজারে একটি লাউ প্রকার ভেদে ১৫ টাকা হতে ২০ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে।
advertisement
advertisement
advertisement