Money Making Tips: অল্প সময়ে সহজেই মোটা টাকা আয় ! দেখে নিন কী করে সম্ভব
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Money Making Tips: হাঁস পালনের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যেই ভাল টাকা রোজকার করা সম্ভব।
advertisement
advertisement
জেলার এক হাঁস পালনকারী সবিতা বিবি জানান, "হাঁস প্রতিপালন করা খুবই সহজ। বাড়ির মহিলারা বাড়তি আয় করতে চাইলে এই হাঁস প্রতিপালন করতেই পারেন। শুধু বাড়ির আশেপাশে কোনোও জলাশয় থাকলে ভাল হয়। নাহলেও অসুবিধা নয়। হাঁসের খাবার ও খুব একটা খরচ হয় না। ছোট্ট অবস্থায় হাঁস খায় গমের আটা, যা জলে গুলিয়ে দিতে হয়। এরপর বড় হলে দিতে হয় ধানের ভুষি আর ভাত জলের সঙ্গে মিশিয়ে। ব্যস্ত এটুকু করলেই হাঁসের খাবার পর্ব মিটে যায় সহজেই। তাই সহজেই করা যায় হাঁসের প্রতিপালন।"
advertisement
আরেক হাঁস পালনকারী হামিদুল মিঁয়া জানান, "হাঁসের অসুখ খুব একটা দেখা যায় না। যদিনা বার্ড ফ্লু হয়। তবে এছাড়া একটা অসুখ মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়। সেটা হয় এক ধরনের প্যারালাইসিস। যা রাতের দিকে হয় হাঁসের। তখন সকাল হলে হাঁস আর উঠে দাঁড়াতে পারেন। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ দিতে হয়। এছাড়া আরেকটা সমস্যা হয় একধরনের ইঁদুর থেকে। যা হাঁসের বাচ্চার ক্ষতি করে। তাই সেই ইঁদুর থেকে বাঁচতে ওষুধ প্রয়োগ করতে হয় সময় মতন। তাহলেই সমস্যা হয় না।"
advertisement
এমনিতে হাঁসের বাচ্চা বিক্রি হয় ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত প্রতি পিস হিসেবে। হাঁসের ডিম বিক্রি হয় ৮ টাকায় একটি করে। আর মেয়ে প্রাপ্ত বয়স্ক হাঁস বিক্রি হয় ৪০০ থেকে ৪৫০ টাকায়। আর প্রাপ্ত বয়স্ক ছেলে হাঁস বিক্রি হয় ৫০০ থেকে ৫৫০ টাকায়। তাই খুব সহজেই এই হাঁস প্রতিপালন করে বেশি টাকা উপার্জন করা সম্ভব।







