Money Making Tips: গাছের উচ্চতা এত? বাম্পার চাষ কৃষকদের করে মালামাল, জানেন কী চাষ?

Last Updated:
Money Making Tips: প্রথাকথিত চাষবাস ছেড়ে দিয়ে ভিন্ন চাষের দিকে ঝুঁকছেন তারা। এবার কুড়ি ডেসিমেল জায়গাতে হাইব্রিড কালো সরিষার চাষ করে লাভের দিশা দেখাচ্ছেন প্রান্তিক এলাকার এক কৃষক। 
1/9
পশ্চিম মেদিনীপুর: বর্তমান দিনে ধান চাষ করে তেমন লাভ জুটছে না চাষিদের। স্বাভাবিকভাবে নিত্যনতুন চাষের দিকে ঝুঁকছেন চাষিরা। বিজ্ঞানসম্মত উপায়ে একাধিক ফসল ফলিয়ে লাভের দিশা দেখছেন তারা। তবে সামান্য এই জমিতে এই শস্য চাষ করে মালামাল হচ্ছেন এক কৃষক। রিপোর্টিং রঞ্জন চন্দ, প্রতীকী ছবি ৷
পশ্চিম মেদিনীপুর: বর্তমান দিনে ধান চাষ করে তেমন লাভ জুটছে না চাষিদের। স্বাভাবিকভাবে নিত্যনতুন চাষের দিকে ঝুঁকছেন চাষিরা। বিজ্ঞানসম্মত উপায়ে একাধিক ফসল ফলিয়ে লাভের দিশা দেখছেন তারা। তবে সামান্য এই জমিতে এই শস্য চাষ করে মালামাল হচ্ছেন এক কৃষক। রিপোর্টিং রঞ্জন চন্দ, প্রতীকী ছবি ৷
advertisement
2/9
অন্যদের দিচ্ছেন নতুন চাষের দিশা। অন্যান্য চাষের পাশাপাশি বেশ কয়েক ডেসিমেল জায়গাতে হাইব্রিড সরিষার চাষ করে লাভের দিশা দেখাচ্ছেন তিনি। প্রতীকী ছবি ৷
অন্যদের দিচ্ছেন নতুন চাষের দিশা। অন্যান্য চাষের পাশাপাশি বেশ কয়েক ডেসিমেল জায়গাতে হাইব্রিড সরিষার চাষ করে লাভের দিশা দেখাচ্ছেন তিনি। প্রতীকী ছবি ৷
advertisement
3/9
স্বাভাবিক অন্যান্য চাষিদের মত দেশি সরিষার চাষ না করে এবার একটু ভিন্ন পদ্ধতিতে এইভাবে সরিষার চাষ করছেন তিনি। অত্যন্ত সুউচ্চ এই সরিষার গাছ থেকে বেশ অনেক পরিমাণ সরিষা লাভের আশায় রয়েছেন তিনি। প্রতীকী ছবি ৷
স্বাভাবিক অন্যান্য চাষিদের মত দেশি সরিষার চাষ না করে এবার একটু ভিন্ন পদ্ধতিতে এইভাবে সরিষার চাষ করছেন তিনি। অত্যন্ত সুউচ্চ এই সরিষার গাছ থেকে বেশ অনেক পরিমাণ সরিষা লাভের আশায় রয়েছেন তিনি। প্রতীকী ছবি ৷
advertisement
4/9
প্রসঙ্গত বর্তমান দিনে অধিকাংশ মানুষ ধান চাষ থেকে অন্য চাষে মুখ ফিরিয়েছেন। ধান চাষ করে তেমন লাভ হচ্ছে না। অন্যদিকে সামান্য খরচে এবং অল্প পরিচর্যায় অন্যান্য চাষ করে মালামাল হচ্ছেন কৃষকেরা। প্রতীকী ছবি ৷
প্রসঙ্গত বর্তমান দিনে অধিকাংশ মানুষ ধান চাষ থেকে অন্য চাষে মুখ ফিরিয়েছেন। ধান চাষ করে তেমন লাভ হচ্ছে না। অন্যদিকে সামান্য খরচে এবং অল্প পরিচর্যায় অন্যান্য চাষ করে মালামাল হচ্ছেন কৃষকেরা। প্রতীকী ছবি ৷
advertisement
5/9
স্বাভাবিকভাবে প্রথাকথিত চাষবাস ছেড়ে দিয়ে ভিন্ন চাষের দিকে ঝুঁকছেন তারা। এবার কুড়ি ডেসিমেল জায়গাতে হাইব্রিড কালো সর্ষের চাষ করে লাভের দিশা দেখাচ্ছেন প্রান্তিক এলাকার এক কৃষক। অন্যান্য চাষের পাশাপাশি সামান্য খরচে এই হাইব্রিড সরিষার চাষ করেছেন তিনি। সম্পূর্ণ বিজ্ঞানসম্মত উপায়ে গাছ লাগানো, তার পরিচর্যা করছেন এই ব্যক্তি। প্রতীকী ছবি ৷
স্বাভাবিকভাবে প্রথাকথিত চাষবাস ছেড়ে দিয়ে ভিন্ন চাষের দিকে ঝুঁকছেন তারা। এবার কুড়ি ডেসিমেল জায়গাতে হাইব্রিড কালো সর্ষের চাষ করে লাভের দিশা দেখাচ্ছেন প্রান্তিক এলাকার এক কৃষক। অন্যান্য চাষের পাশাপাশি সামান্য খরচে এই হাইব্রিড সরিষার চাষ করেছেন তিনি। সম্পূর্ণ বিজ্ঞানসম্মত উপায়ে গাছ লাগানো, তার পরিচর্যা করছেন এই ব্যক্তি। প্রতীকী ছবি ৷
advertisement
6/9
পশ্চিম মেদিনীপুরের পিংলার এক কৃষক মিলন কুমার ওঝা সামান্য কয়েক ডেসিমেল জায়গাতে চাষ করেছেন হাইব্রিড সর্ষে। কৃষকের দাবি, এই সরিষা চাষ করতে প্রথমে লাঙ্গল করে সর্ষের দানা মাঠে বুনে দেওয়া নয়। মিনি পটে এক একটি দানা শস্যকে লাগাতে হবে। প্রতীকী ছবি ৷
পশ্চিম মেদিনীপুরের পিংলার এক কৃষক মিলন কুমার ওঝা সামান্য কয়েক ডেসিমেল জায়গাতে চাষ করেছেন হাইব্রিড সর্ষে। কৃষকের দাবি, এই সরিষা চাষ করতে প্রথমে লাঙ্গল করে সর্ষের দানা মাঠে বুনে দেওয়া নয়। মিনি পটে এক একটি দানা শস্যকে লাগাতে হবে। প্রতীকী ছবি ৷
advertisement
7/9
তার থেকে গাছ হলে তিন ফুট দূরত্ব অন্তর তাকে পুঁতে দিতে হবে। সামান্য সার ওষুধ খরচে মিলবে লাভ। প্রসঙ্গত সাধারণ সরিষার গাছ থেকে যে সরিষার পাওয়া যায় তার থেকে বেশ কয়েক গুণ সরিষা পাওয়া যাবে এই গাছ থেকে। এক একটি গাছ প্রায় ছয় থেকে সাত ফুট লম্বা হতে পারে। প্রতীকী ছবি ৷
তার থেকে গাছ হলে তিন ফুট দূরত্ব অন্তর তাকে পুঁতে দিতে হবে। সামান্য সার ওষুধ খরচে মিলবে লাভ। প্রসঙ্গত সাধারণ সরিষার গাছ থেকে যে সরিষার পাওয়া যায় তার থেকে বেশ কয়েক গুণ সরিষা পাওয়া যাবে এই গাছ থেকে। এক একটি গাছ প্রায় ছয় থেকে সাত ফুট লম্বা হতে পারে। প্রতীকী ছবি ৷
advertisement
8/9
চার মাসের এক মরশুমে প্রতিটি গাছ থেকে পাঁচ থেকে ৬০০ গ্রাম পর্যন্ত সর্রষের দানা পাওয়া যাবে। শুধু তাই নয় এই গাছ পাতা জমিতে উর্বরতা শক্তি বৃদ্ধি করবে। প্রতীকী ছবি ৷
চার মাসের এক মরশুমে প্রতিটি গাছ থেকে পাঁচ থেকে ৬০০ গ্রাম পর্যন্ত সর্রষের দানা পাওয়া যাবে। শুধু তাই নয় এই গাছ পাতা জমিতে উর্বরতা শক্তি বৃদ্ধি করবে। প্রতীকী ছবি ৷
advertisement
9/9
স্বাভাবিকভাবে এক মরশুমে সামান্য কয়েক হাজার টাকা খরচ করলে মালামাল হতে পারবেন আপনিও।ফলত বিজ্ঞানসম্মত উপায়ে নিয়ম মেনে এই চাষ করে লাভের দিশা দেখাচ্ছেন তিনি। প্রথা কথিত চাষবাস ছেড়ে দিয়ে ভিন্ন চাষের দিকে আগ্রহ দেখাচ্ছেন কৃষকদের। প্রতীকী ছবি ৷
স্বাভাবিকভাবে এক মরশুমে সামান্য কয়েক হাজার টাকা খরচ করলে মালামাল হতে পারবেন আপনিও।ফলত বিজ্ঞানসম্মত উপায়ে নিয়ম মেনে এই চাষ করে লাভের দিশা দেখাচ্ছেন তিনি। প্রথা কথিত চাষবাস ছেড়ে দিয়ে ভিন্ন চাষের দিকে আগ্রহ দেখাচ্ছেন কৃষকদের। প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement