Money: ব্যবসা শুরু করতে চান...? কুড়ি কুড়ি লাখ টাকা দিচ্ছে সরকার! কী ভাবে করবেন আবেদন? জানুন খুঁটিনাটি নিয়ম!

Last Updated:
Money: অনেকেই খবর রাখেন না যে সরকারের কাছ থেকেই পেতে পারেন আপনার ব্যবসার পুঁজির টাকা। নিজস্ব ব্যবসাকে উৎসাহ দিতে ও বেকারদের স্বনির্ভরতা বাড়াতে মোটা অঙ্কের টাকা দিচ্ছে সরকার।
1/14
দিন দিন বাড়ছে খরচ। চাকরি করে মাস শেষে নির্দিষ্ট টাকা রোজগার করেও সংসার চালাতে পারছেন না অনেকে। তাই চাকরি ছেড়ে বা চাকরির পাশাপাশি ব্যবসার দিকেও আজকাল ঝুঁকছেন অনেকে। কিন্তু ব্যবসায় লাগে পুঁজি। সেই টাকার যোগান আসবে কোথা থেকে?
দিন দিন বাড়ছে খরচ। চাকরি করে মাস শেষে নির্দিষ্ট টাকা রোজগার করেও সংসার চালাতে পারছেন না অনেকে। তাই চাকরি ছেড়ে বা চাকরির পাশাপাশি ব্যবসার দিকেও আজকাল ঝুঁকছেন অনেকে। কিন্তু ব্যবসায় লাগে পুঁজি। সেই টাকার যোগান আসবে কোথা থেকে?
advertisement
2/14
অনেকেই খবর রাখেন না যে সরকারের কাছ থেকেই পেতে পারেন আপনার ব্যবসার পুঁজির টাকা। নিজস্ব ব্যবসাকে উৎসাহ দিতে ও বেকারদের স্বনির্ভরতা বাড়াতে মোটা অঙ্কের টাকা দিচ্ছে সরকার।
অনেকেই খবর রাখেন না যে সরকারের কাছ থেকেই পেতে পারেন আপনার ব্যবসার পুঁজির টাকা। নিজস্ব ব্যবসাকে উৎসাহ দিতে ও বেকারদের স্বনির্ভরতা বাড়াতে মোটা অঙ্কের টাকা দিচ্ছে সরকার।
advertisement
3/14
কর্মসংস্থানের প্রচারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৮ এপ্রিল, ২০১৫-এ একটি দুর্দান্ত স্কিম চালু করেন। কর্পোরেট এবং অ-কৃষিমূলক কাজের জন্য এই প্রকল্পের অধীনে ঋণ দিচ্ছে কেন্দ্রের মোদি সরকার।
কর্মসংস্থানের প্রচারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৮ এপ্রিল, ২০১৫-এ একটি দুর্দান্ত স্কিম চালু করেন। কর্পোরেট এবং অ-কৃষিমূলক কাজের জন্য এই প্রকল্পের অধীনে ঋণ দিচ্ছে কেন্দ্রের মোদি সরকার।
advertisement
4/14
কিন্তু কারা পাবেন টাকা? কী পদ্ধতিতে করতে হবে আবেদন? প্রকল্প অনুযায়ী বেকার, যুবকরা তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে চাইলে বা ছোট উদ্যোক্তা যাঁরা তাঁদের ব্যবসা আরও প্রসারিত করতে চান তাঁরা এই প্রকল্পের অধীনে লোন পেতে পারেন।
কিন্তু কারা পাবেন টাকা? কী পদ্ধতিতে করতে হবে আবেদন? প্রকল্প অনুযায়ী বেকার, যুবকরা তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে চাইলে বা ছোট উদ্যোক্তা যাঁরা তাঁদের ব্যবসা আরও প্রসারিত করতে চান তাঁরা এই প্রকল্পের অধীনে লোন পেতে পারেন।
advertisement
5/14
ঋণের বিবরণ অনুযায়ী, PMMY ক্রেডিট অর্থাৎ দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা কার্যকরী মূলধন হিসেবে ব্যবহার করা যেতে পারে এই টাকা। উৎপাদন, বাণিজ্য, সেবা খাতের পাশাপাশি কিছু কৃষি সংক্রান্ত কর্মকাণ্ড যেমন পোল্ট্রি, ডেয়ারি, মৌমাছি পালন ইত্যাদি ক্ষুদ্র ব্যবসার জন্য ঋণ পাওয়া যায় এই প্রকল্পের অধীনে।
ঋণের বিবরণ অনুযায়ী, PMMY ক্রেডিট অর্থাৎ দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা কার্যকরী মূলধন হিসেবে ব্যবহার করা যেতে পারে এই টাকা। উৎপাদন, বাণিজ্য, সেবা খাতের পাশাপাশি কিছু কৃষি সংক্রান্ত কর্মকাণ্ড যেমন পোল্ট্রি, ডেয়ারি, মৌমাছি পালন ইত্যাদি ক্ষুদ্র ব্যবসার জন্য ঋণ পাওয়া যায় এই প্রকল্পের অধীনে।
advertisement
6/14
মুদ্রা ঋণের জন্য কীভাবে অনলাইনে আবেদন করবেন? - প্রথমে জন সমর্থ পোর্টাল খুলুন। ওয়েবসাইটের 'স্কিম' ড্রপডাউন মেনু থেকে 'ব্যবসায়িক কার্যকলাপ ঋণ' নির্বাচন করুন এবং 'প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা' বিকল্পটি বেছে নিন অপশনের মধ্যে থেকে।
মুদ্রা ঋণের জন্য কীভাবে অনলাইনে আবেদন করবেন? - প্রথমে জন সমর্থ পোর্টাল খুলুন। ওয়েবসাইটের 'স্কিম' ড্রপডাউন মেনু থেকে 'ব্যবসায়িক কার্যকলাপ ঋণ' নির্বাচন করুন এবং 'প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা' বিকল্পটি বেছে নিন অপশনের মধ্যে থেকে।
advertisement
7/14
এরপর নীচে স্ক্রোল করুন এবং 'যোগ্যতা পরীক্ষা করুন'-এ ক্লিক করুন। কোন ব্যবসা তা চিহ্নিত করুন। আপনি যদি হস্তচালিত তাঁতি, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার বা রাস্তার বিক্রেতা হন তবে 'অন্যান্য ব্যবসায়িক ঋণ' নির্বাচন করুন।
এরপর নীচে স্ক্রোল করুন এবং 'যোগ্যতা পরীক্ষা করুন'-এ ক্লিক করুন। কোন ব্যবসা তা চিহ্নিত করুন। আপনি যদি হস্তচালিত তাঁতি, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার বা রাস্তার বিক্রেতা হন তবে 'অন্যান্য ব্যবসায়িক ঋণ' নির্বাচন করুন।
advertisement
8/14
- আপনার ব্যবসা (নতুন বা বিদ্যমান), ব্যবসার ধরন, অবস্থান, আপনার উদ্যোগের আনুমানিক খরচ, আপনি আপনার নিজের তহবিল দিয়ে কতটা বিনিয়োগ করতে ইচ্ছুক এইসব তথ্য সম্পর্কে বিস্তারিত তথ্য দিন।
- আপনার ব্যবসা (নতুন বা বিদ্যমান), ব্যবসার ধরন, অবস্থান, আপনার উদ্যোগের আনুমানিক খরচ, আপনি আপনার নিজের তহবিল দিয়ে কতটা বিনিয়োগ করতে ইচ্ছুক এইসব তথ্য সম্পর্কে বিস্তারিত তথ্য দিন।
advertisement
9/14
এরপর পোর্টাল গণনা করে নেবে যে আপনি কত টাকা ঋণ পাওয়ার জন্য যোগ্য। উদাহরণ স্বরূপ, যদি আপনার প্রকল্পের খরচ ২ লক্ষ টাকা হয় এবং আপনি ৫০,০০০ টাকা বিনিয়োগ করতে পারেন৷ ঋণের পরিমাণ ১.৫ লাখ টাকা হতে পারে।
এরপর পোর্টাল গণনা করে নেবে যে আপনি কত টাকা ঋণ পাওয়ার জন্য যোগ্য। উদাহরণ স্বরূপ, যদি আপনার প্রকল্পের খরচ ২ লক্ষ টাকা হয় এবং আপনি ৫০,০০০ টাকা বিনিয়োগ করতে পারেন৷ ঋণের পরিমাণ ১.৫ লাখ টাকা হতে পারে।
advertisement
10/14
আপনার মাসিক EMI, ঋণের মেয়াদের বিশদ পেতে 'Calculate Eligibility'-তে ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নম্বর, 'গোপনীয়তা নীতি', 'নিয়ম ও শর্তাবলী' দিয়ে লগ ইন করুন এবং মুদ্রা স্কিম আবেদন প্রক্রিয়া পূরণ করুন। পোর্টাল প্রয়োজনীয় নথির তালিকা প্রদর্শন করে। আপনি একমত হলে এই সকল নথি জমা দিতে হবে।
আপনার মাসিক EMI, ঋণের মেয়াদের বিশদ পেতে 'Calculate Eligibility'-তে ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নম্বর, 'গোপনীয়তা নীতি', 'নিয়ম ও শর্তাবলী' দিয়ে লগ ইন করুন এবং মুদ্রা স্কিম আবেদন প্রক্রিয়া পূরণ করুন। পোর্টাল প্রয়োজনীয় নথির তালিকা প্রদর্শন করে। আপনি একমত হলে এই সকল নথি জমা দিতে হবে।
advertisement
11/14
যাচাইয়ের জন্য PAN, মুভমেন্ট রেজিস্ট্রেশন, আধার ব্যবহার করুন। যদি আপনার ব্যবসা GST-নিবন্ধিত না হয়, তাহলে পোর্টালটি কম বিক্রয় বা আপনার পণ্য পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য নয় এমন GST ছাড়ের মতো কারণগুলি জিজ্ঞাসা করবে৷
যাচাইয়ের জন্য PAN, মুভমেন্ট রেজিস্ট্রেশন, আধার ব্যবহার করুন। যদি আপনার ব্যবসা GST-নিবন্ধিত না হয়, তাহলে পোর্টালটি কম বিক্রয় বা আপনার পণ্য পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য নয় এমন GST ছাড়ের মতো কারণগুলি জিজ্ঞাসা করবে৷
advertisement
12/14
এরপর আপনার মাসিক বিক্রি এবং ব্যবসার বিস্তারিত বিবরণ দিন। তারপর ব্যাঙ্ক স্টেটমেন্টের মাধ্যমে বা আপনার অ্যাকাউন্ট চেক করে ব্যাঙ্কের তথ্য জমা দিন৷ আপনার কর্মচারী, ব্যবসার ঠিকানা, বিদ্যমান ঋণের বিবরণ যোগ করুন।
এরপর আপনার মাসিক বিক্রি এবং ব্যবসার বিস্তারিত বিবরণ দিন। তারপর ব্যাঙ্ক স্টেটমেন্টের মাধ্যমে বা আপনার অ্যাকাউন্ট চেক করে ব্যাঙ্কের তথ্য জমা দিন৷ আপনার কর্মচারী, ব্যবসার ঠিকানা, বিদ্যমান ঋণের বিবরণ যোগ করুন।
advertisement
13/14
ফর্মটি পূরণ করার পরে, পোর্টালটি বিভিন্ন ব্যাঙ্ক থেকে ঋণের অফার, তাদের সুদের হার এবং ঋণের মেয়াদ জানাবে। আপনার প্রয়োজন অনুসারে সেরা ঋণ অফারটি বেছে নিন।
ফর্মটি পূরণ করার পরে, পোর্টালটি বিভিন্ন ব্যাঙ্ক থেকে ঋণের অফার, তাদের সুদের হার এবং ঋণের মেয়াদ জানাবে। আপনার প্রয়োজন অনুসারে সেরা ঋণ অফারটি বেছে নিন।
advertisement
14/14
একবার আপনার ঋণ অনুমোদন হয়ে গেলে, ঋণের পরিমাণ আপনাকে পাঠানোর আগে অবশ্য আপনাকে নথি যাচাইয়ের জন্য ব্যাঙ্কের শাখায় যেতে বলা হতে পারে।
একবার আপনার ঋণ অনুমোদন হয়ে গেলে, ঋণের পরিমাণ আপনাকে পাঠানোর আগে অবশ্য আপনাকে নথি যাচাইয়ের জন্য ব্যাঙ্কের শাখায় যেতে বলা হতে পারে।
advertisement
advertisement
advertisement