One Mistake To Avoid To Become Rich: এই একটি সাধারণ ভুলের জন্য মধ্যবিত্তরা কখনও ধনী হতে পারেন না !

Last Updated:
Mistakes Made By Middle Class: রবার্ট কিয়োসাকি জানিয়েছেন, মধ্যবিত্তরা একটি সাধারণ ভুলের কারণে কখনও ধনী হতে পারেন না। অপ্রয়োজনীয় খরচের এই অভ্যাস তাঁদের পিছিয়ে রাখে। এই দৃষ্টিভঙ্গি বদলালেই আর্থিক উন্নতি সম্ভব হতে পারে।
1/7
যিনি তিনি ব্যাখ্যা করেছেন কেন ধনী মানুষ আরও ধনী হয়ে ওঠেন, আর মধ্যবিত্ত শ্রেণির মানুষরা প্রায়শই সংগ্রামে থাকেন। তাঁর মতে, এর মূল কারণ হল মানসিকতা ও আর্থিক অভ্যাস। তিনি বোঝান যে, মধ্যবিত্ত শ্রেণির মানুষরা সাধারণত একটি ভুল বারবার করেন—তা হলো অপ্রয়োজনীয় জিনিসে খরচ করা। এই অভ্যাসই তাঁদের ধনী হয়ে ওঠা থেকে আটকে দেয়। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলে আর্থিক উন্নতি সম্ভব।
যিনি তিনি ব্যাখ্যা করেছেন কেন ধনী মানুষ আরও ধনী হয়ে ওঠেন, আর মধ্যবিত্ত শ্রেণির মানুষরা প্রায়শই সংগ্রামে থাকেন। তাঁর মতে, এর মূল কারণ হল মানসিকতা ও আর্থিক অভ্যাস। তিনি বোঝান যে, মধ্যবিত্ত শ্রেণির মানুষরা সাধারণত একটি ভুল বারবার করেন—তা হলো অপ্রয়োজনীয় জিনিসে খরচ করা। এই অভ্যাসই তাঁদের ধনী হয়ে ওঠা থেকে আটকে দেয়। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলে আর্থিক উন্নতি সম্ভব।
advertisement
2/7
সব কিছু মানসিকতার উপরে নির্ভর করছে- রবার্ট কিয়োসাকির মতে ধনী ও মধ্যবিত্ত মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল তাঁরা অর্থ নিয়ে কীভাবে চিন্তা করেন। ধনী মানুষ অর্থ কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে ভাবেন। আর মধ্যবিত্তরা মূলত অর্থ খরচের দিকেই বেশি মনোযোগ দিয়ে থাকেন ।
সব কিছু মানসিকতার উপরে নির্ভর করছে-
রবার্ট কিয়োসাকির মতে ধনী ও মধ্যবিত্ত মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল তাঁরা অর্থ নিয়ে কীভাবে চিন্তা করেন। ধনী মানুষ অর্থ কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে ভাবেন। আর মধ্যবিত্তরা মূলত অর্থ খরচের দিকেই বেশি মনোযোগ দিয়ে থাকেন ।
advertisement
3/7
মধ্যবিত্তরা প্রায়ই করেন একটি বড় ভুল - দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণির মানুষ একটি সাধারণ ভুল করে থাকেন। তাঁরা টাকা খরচ করেন এমন সব জিনিসে, যেগুলোর আসলে তাঁদের প্রয়োজনই নেই। এই জিনিসগুলো কোনও রকম রিটার্ন দেয় না। ফলে তাঁরা খরচের এক চক্রে আটকে পড়েন ৷ এর জেরে না সঞ্চয় করতে পারেন, না সম্পদ বাড়াতে পারেন।

মধ্যবিত্তরা প্রায়ই করেন একটি বড় ভুল
-
দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণির মানুষ একটি সাধারণ ভুল করে থাকেন। তাঁরা টাকা খরচ করেন এমন সব জিনিসে, যেগুলোর আসলে তাঁদের প্রয়োজনই নেই। এই জিনিসগুলো কোনও রকম রিটার্ন দেয় না। ফলে তাঁরা খরচের এক চক্রে আটকে পড়েন ৷ এর জেরে না সঞ্চয় করতে পারেন, না সম্পদ বাড়াতে পারেন।
advertisement
4/7
মধ্যবিত্তরা সাধারণত কী কেনেন? দেখা গিয়েছে মধ্যবিত্ত শ্রেণির মানুষ দামি ফোন, পোশাক বা গাড়ির মত জিনিসে বিপুল টাকা খরচ করে থাকেন । এই জিনিসগুলো সময়ের সঙ্গে সঙ্গে তাদের মূল্য হারায়। সম্পদ সৃষ্টি করতে কোনও ভাবেই সাহায্য করে না। বিপুল পরিমাণ টাকা খরচ করা হলেও এগুলি আসলে কোনও বিনিয়োগ নয় ৷

মধ্যবিত্তরা সাধারণত কী কেনেন?
দেখা গিয়েছে মধ্যবিত্ত শ্রেণির মানুষ দামি ফোন, পোশাক বা গাড়ির মত জিনিসে বিপুল টাকা খরচ করে থাকেন । এই জিনিসগুলো সময়ের সঙ্গে সঙ্গে তাদের মূল্য হারায়। সম্পদ সৃষ্টি করতে কোনও ভাবেই সাহায্য করে না। বিপুল পরিমাণ টাকা খরচ করা হলেও এগুলি আসলে কোনও বিনিয়োগ নয় ৷
advertisement
5/7
ধনী মানুষ কোন জিনিসের উপর অর্থ খরচ করে থাকেন ? ধনী মানুষ অর্থ ব্যবহার করেন সম্পদ অর্জনের জন্য। এমন জিনিসে বিনিয়োগ করেন, যেগুলোর মূল্য সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি হয় । যেমন রিয়েল এস্টেট, মিউচুয়াল ফান্ড, সোনা বা রূপো। এসবই তাঁদের অর্থ বৃদ্ধি করতে সাহায্য করে।
ধনী মানুষ কোন জিনিসের উপর অর্থ খরচ করে থাকেন ?
ধনী মানুষ অর্থ ব্যবহার করেন সম্পদ অর্জনের জন্য। এমন জিনিসে বিনিয়োগ করেন, যেগুলোর মূল্য সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি হয় । যেমন রিয়েল এস্টেট, মিউচুয়াল ফান্ড, সোনা বা রূপো। এসবই তাঁদের অর্থ বৃদ্ধি করতে সাহায্য করে।
advertisement
6/7
ধনী মানুষ কীভাবে লোন ব্যবহার করেন ? কিয়োসাকির মত অনুযায়ী, ধনী এবং মধ্যবিত্ত উভয়ই লোন নেন, তবে তাঁদের উদ্দেশ্য ভিন্ন হয়। ধনী মানুষ লোন নিয়ে এমন জায়গায় বিনিয়োগ করেন, যা থেকে ভবিষ্যতে আয় আসে বা সম্পদ বাড়ে। অন্যদিকে, দরিদ্র মানুষ লোন নিয়ে এমন জিনিস কেনেন, যেগুলো কেবল খরচ বাড়ায়।

ধনী মানুষ কীভাবে লোন ব্যবহার করেন ?
কিয়োসাকির মত অনুযায়ী, ধনী এবং মধ্যবিত্ত উভয়ই লোন নেন, তবে তাঁদের উদ্দেশ্য ভিন্ন হয়। ধনী মানুষ লোন নিয়ে এমন জায়গায় বিনিয়োগ করেন, যা থেকে ভবিষ্যতে আয় আসে বা সম্পদ বাড়ে। অন্যদিকে, দরিদ্র মানুষ লোন নিয়ে এমন জিনিস কেনেন, যেগুলো কেবল খরচ বাড়ায়।
advertisement
7/7
ধনী হতে চাইলে সবার প্রথমে নিজের ভাবনা চিন্তা বদলাতে হবে । খরচের দিকে নয়, বরং বিনিয়োগের দিকে মনোযোগ দিতে হবে । অর্থ এমন জায়গায় ব্যয় করতে হবে, যা ভবিষ্যতে আপনাকে রিটার্ন দিতে পারে।

ধনী হতে চাইলে সবার প্রথমে নিজের ভাবনা চিন্তা বদলাতে হবে ।
খরচের দিকে নয়, বরং বিনিয়োগের দিকে মনোযোগ দিতে হবে । অর্থ এমন জায়গায় ব্যয় করতে হবে, যা ভবিষ্যতে আপনাকে রিটার্ন দিতে পারে।
advertisement
advertisement
advertisement