ভাইপোকে নিয়ে 'গায়েব' করেছেন ১৩,৫৭৮ কোটি! ২০১৮ সাল থেকে মেহুল চোকসির কুকীর্তির তালিকা দেখলে হতবাক হবেন
- Published by:Tias Banerjee
Last Updated:
Mehul Choksi PNB Scam Full Timeline: ধরা পড়লেন PNB কেলেঙ্কারির মূল অভিযুক্ত মেহুল চোকসি। ভারত সরকারের অনুরোধে বেলজিয়ামে তাঁকে গ্রেফতার করল সে দেশের পুলিশ। ৬৫ বছরের এই পলাতক হিরে ব্যবসায়ী বর্তমানে রয়েছেন বেলজিয়ামের এক জেলে। সিবিআই-এর আবেদনের ভিত্তিতেই শনিবার গ্রেফতার করা হয় চোকসিকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মেহুল চোকসি ও তাঁর ভাইপো নীরব মোদি মিলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কোটি কোটি টাকার জালিয়াতি করেন। তাঁরা ব্যাঙ্কের কিছু কর্মকর্তার সঙ্গে মিলে ভুয়ো গ্যারান্টি লেটার (LoU) ইস্যু করে বিদেশি ব্যাঙ্ক থেকে জামানতবিহীন ঋণ নেন এবং সেই টাকায় শেল কোম্পানির মাধ্যমে আর্থিক তছরুপ করেন। (Mehul Choksi | File Image/ IANS)
advertisement
advertisement
২০১৮ সালের জানুয়ারিতে CBI এই মামলা হাতে নেয় এবং প্রাথমিক তদন্তে জালিয়াতির পরিমাণ ₹১৩,৮৫০ কোটিতে পৌঁছয়। ফেব্রুয়ারিতে ED-ও তদন্ত শুরু করে এবং মেহুল চোকসির পাসপোর্ট বাতিল করে। সেই বছর মে মাসে অ্যান্টিগা থেকে নিখোঁজ হয়ে যান তিনি। পরে ডমিনিকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাঁকে ধরা হয়। যদিও পরে স্বাস্থ্যগত কারণে তিনি জামিন পান। (Mehul Choksi | File Image/ IANS)
advertisement
২০২১ সালের মে মাসে অ্যান্টিগা থেকে ডমিনিকায় পৌঁছন মেহুল। সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়। কিন্তু ব্রিটিশ কুইনের প্রিভি কাউন্সিলের হস্তক্ষেপে কিছুটা স্বস্তি পান তিনি। প্রায় ৫১ দিন ডমিনিকার জেলে ছিলেন। পরে অ্যান্টিগায় ফেরার পর ডমিনিকা আদালত তাঁর বিরুদ্ধে মামলা খারিজ করে দেয়। (Mehul Choksi | File Image/ IANS)
advertisement
advertisement
advertisement