ভাইপোকে নিয়ে 'গায়েব' করেছেন ১৩,৫৭৮ কোটি! ২০১৮ সাল থেকে মেহুল চোকসির কুকীর্তির তালিকা দেখলে হতবাক হবেন

Last Updated:
Mehul Choksi PNB Scam Full Timeline: ধরা পড়লেন PNB কেলেঙ্কারির মূল অভিযুক্ত মেহুল চোকসি। ভারত সরকারের অনুরোধে বেলজিয়ামে তাঁকে গ্রেফতার করল সে দেশের পুলিশ। ৬৫ বছরের এই পলাতক হিরে ব্যবসায়ী বর্তমানে রয়েছেন বেলজিয়ামের এক জেলে। সিবিআই-এর আবেদনের ভিত্তিতেই শনিবার গ্রেফতার করা হয় চোকসিকে।
1/12
ধরা পড়লেন পিএনবি কেলেঙ্কারির মূল অভিযুক্ত মেহুল চোক্সী। ভারত সরকারের অনুরোধে বেলজিয়ামে তাঁকে গ্রেফতার করল সে দেশের পুলিশ। ৬৫ বছরের এই পলাতক হিরে ব্যবসায়ী বর্তমানে রয়েছেন বেলজিয়ামের এক জেলে। সিবিআই-এর আবেদনের ভিত্তিতেই শনিবার গ্রেফতার করা হয় চোক্সীকে।
ধরা পড়লেন পিএনবি কেলেঙ্কারির মূল অভিযুক্ত মেহুল চোকসি। ভারত সরকারের অনুরোধে বেলজিয়ামে তাঁকে গ্রেফতার করল সে দেশের পুলিশ। ৬৫ বছরের এই পলাতক হিরে ব্যবসায়ী বর্তমানে রয়েছেন বেলজিয়ামের এক জেলে। সিবিআই-এর আবেদনের ভিত্তিতেই শনিবার গ্রেফতার করা হয় তাঁকে।  (Mehul Choksi | File Image/ IANS)
advertisement
2/12
০১৮ সাল থেকে পলাতক থাকা মেহুলকে বেলজিয়ামে গ্রেফতার করা হয়েছে। ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযুক্ত হীরের ব্যবসায়ী মেহুল চোকসি ₹১৩,৫৭৮ কোটির বিশাল কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ভাইপো নীরব মোদি।
০১৮ সাল থেকে পলাতক থাকা মেহুলকে বেলজিয়ামে গ্রেফতার করা হয়েছে। ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযুক্ত হীরের ব্যবসায়ী মেহুল চোকসি ₹১৩,৫৭৮ কোটির বিশাল কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ভাইপো নীরব মোদি।  (Mehul Choksi | File Image/ IANS)
advertisement
3/12
একসঙ্গে দেশের অন্যতম বড় ব্যাঙ্ক জালিয়াতির ঘটনাটি ঘটিয়েছিলেন তাঁরা। এবার দেখে নেওয়া যাক ২০১৮ সাল থেকে এখনও পর্যন্ত কী কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এবং মামলায় কোন কোন নাটকীয় মোড় এসেছে।
একসঙ্গে দেশের অন্যতম বড় ব্যাঙ্ক জালিয়াতির ঘটনাটি ঘটিয়েছিলেন তাঁরা। এবার দেখে নেওয়া যাক ২০১৮ সাল থেকে এখনও পর্যন্ত কী কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এবং মামলায় কোন কোন নাটকীয় মোড় এসেছে।  (Mehul Choksi | File Image/ IANS)
advertisement
4/12
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত মেহুল চোকসিকে বেলজিয়ামে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ। সিবিআই-এর অনুরোধে শনিবার তাঁকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে তিনি বেলজিয়ামের জেলেই রয়েছেন। দেশ ছেড়ে পালানোর পর তিনি সেখানে লুকিয়ে ছিলেন।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত মেহুল চোকসিকে বেলজিয়ামে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ। সিবিআই-এর অনুরোধে শনিবার তাঁকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে তিনি বেলজিয়ামের জেলেই রয়েছেন। দেশ ছেড়ে পালানোর পর তিনি সেখানে লুকিয়ে ছিলেন।  (Mehul Choksi | File Image/ IANS)
advertisement
5/12
মেহুল চোকসির বিরুদ্ধে অভিযোগ, তিনি ₹১৩,৮৫০ কোটির প্রতারণা করেছেন, যার মধ্যে ₹১৩,৫৭৮ কোটি ছিল ব্যাঙ্ক জালিয়াতি। ২০১৮ সালে এই কেলেঙ্কারির পর্দাফাঁস হলেও তা চলছিল ২০১১ সাল থেকে।
মেহুল চোকসির বিরুদ্ধে অভিযোগ, তিনি ₹১৩,৮৫০ কোটির প্রতারণা করেছেন, যার মধ্যে ₹১৩,৫৭৮ কোটি ছিল ব্যাঙ্ক জালিয়াতি। ২০১৮ সালে এই কেলেঙ্কারির পর্দাফাঁস হলেও তা চলছিল ২০১১ সাল থেকে। (Representative Image: AI) 
advertisement
6/12
মেহুল চোকসি ও তাঁর ভাইপো নীরব মোদি মিলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কোটি কোটি টাকার জালিয়াতি করেন। তাঁরা ব্যাঙ্কের কিছু কর্মকর্তার সঙ্গে মিলে ভুয়ো গ্যারান্টি লেটার (LoU) ইস্যু করে বিদেশি ব্যাঙ্ক থেকে জামানতবিহীন ঋণ নেন এবং সেই টাকায় শেল কোম্পানির মাধ্যমে আর্থিক তছরুপ করেন।
মেহুল চোকসি ও তাঁর ভাইপো নীরব মোদি মিলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কোটি কোটি টাকার জালিয়াতি করেন। তাঁরা ব্যাঙ্কের কিছু কর্মকর্তার সঙ্গে মিলে ভুয়ো গ্যারান্টি লেটার (LoU) ইস্যু করে বিদেশি ব্যাঙ্ক থেকে জামানতবিহীন ঋণ নেন এবং সেই টাকায় শেল কোম্পানির মাধ্যমে আর্থিক তছরুপ করেন।  (Mehul Choksi | File Image/ IANS)
advertisement
7/12
২০১৮ সালে দেশ ছাড়ার আগে, ২০১৭ সালেই অ্যান্টিগা ও বারবুডার নাগরিকত্ব গ্রহণ করেন মেহুল। ভারতে তদন্ত শুরু হতেই বারবার অসুস্থতার অজুহাত দেখিয়ে দেশে ফিরতে অস্বীকার করেন।
২০১৮ সালে দেশ ছাড়ার আগে, ২০১৭ সালেই অ্যান্টিগা ও বারবুডার নাগরিকত্ব গ্রহণ করেন মেহুল। ভারতে তদন্ত শুরু হতেই বারবার অসুস্থতার অজুহাত দেখিয়ে দেশে ফিরতে অস্বীকার করেন।  (Mehul Choksi | File Image/ IANS)
advertisement
8/12
২০১৮ সালের জানুয়ারিতে CBI এই মামলা হাতে নেয় এবং প্রাথমিক তদন্তে জালিয়াতির পরিমাণ ₹১৩,৮৫০ কোটিতে পৌঁছয়। ফেব্রুয়ারিতে ED-ও তদন্ত শুরু করে এবং মেহুল চোকসির পাসপোর্ট বাতিল করে। সেই বছর মে মাসে অ্যান্টিগা থেকে নিখোঁজ হয়ে যান তিনি। পরে ডমিনিকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাঁকে ধরা হয়। যদিও পরে স্বাস্থ্যগত কারণে তিনি জামিন পান।
২০১৮ সালের জানুয়ারিতে CBI এই মামলা হাতে নেয় এবং প্রাথমিক তদন্তে জালিয়াতির পরিমাণ ₹১৩,৮৫০ কোটিতে পৌঁছয়। ফেব্রুয়ারিতে ED-ও তদন্ত শুরু করে এবং মেহুল চোকসির পাসপোর্ট বাতিল করে। সেই বছর মে মাসে অ্যান্টিগা থেকে নিখোঁজ হয়ে যান তিনি। পরে ডমিনিকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাঁকে ধরা হয়। যদিও পরে স্বাস্থ্যগত কারণে তিনি জামিন পান।  (Mehul Choksi | File Image/ IANS)
advertisement
9/12
২০২১ সালের মে মাসে অ্যান্টিগা থেকে ডমিনিকায় পৌঁছন মেহুল। সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়। কিন্তু ব্রিটিশ কুইনের প্রিভি কাউন্সিলের হস্তক্ষেপে কিছুটা স্বস্তি পান তিনি। প্রায় ৫১ দিন ডমিনিকার জেলে ছিলেন। পরে অ্যান্টিগায় ফেরার পর ডমিনিকা আদালত তাঁর বিরুদ্ধে মামলা খারিজ করে দেয়।
২০২১ সালের মে মাসে অ্যান্টিগা থেকে ডমিনিকায় পৌঁছন মেহুল। সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়। কিন্তু ব্রিটিশ কুইনের প্রিভি কাউন্সিলের হস্তক্ষেপে কিছুটা স্বস্তি পান তিনি। প্রায় ৫১ দিন ডমিনিকার জেলে ছিলেন। পরে অ্যান্টিগায় ফেরার পর ডমিনিকা আদালত তাঁর বিরুদ্ধে মামলা খারিজ করে দেয়।  (Mehul Choksi | File Image/ IANS)
advertisement
10/12
২০২৪ সালের সেপ্টেম্বরে মেহুল চোকসিকে বেলজিয়ামে আবার দেখা যায়। অভিযোগ, তিনি ভুয়ো নথি দেখিয়ে সেখানে F রেসিডেন্সি কার্ড সংগ্রহ করেছিলেন। এরপর থেকেই তাঁকে ধরার তৎপরতা শুরু হয়।
২০২৪ সালের সেপ্টেম্বরে মেহুল চোকসিকে বেলজিয়ামে আবার দেখা যায়। অভিযোগ, তিনি ভুয়ো নথি দেখিয়ে সেখানে F রেসিডেন্সি কার্ড সংগ্রহ করেছিলেন। এরপর থেকেই তাঁকে ধরার তৎপরতা শুরু হয়।  (Mehul Choksi | File Image/ IANS)
advertisement
11/12
মেহুল চোকসির বিরুদ্ধে সিবিআই ও ED মানি লন্ডারিং, প্রতারণা, বিদেশি ব্যাঙ্ক প্রতারণার মামলায় চার্জশিট দাখিল করে। তাঁর ₹২,৫০০ কোটিরও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় ক্ষতিপূরণস্বরূপ।
মেহুল চোকসির বিরুদ্ধে সিবিআই ও ED মানি লন্ডারিং, প্রতারণা, বিদেশি ব্যাঙ্ক প্রতারণার মামলায় চার্জশিট দাখিল করে। তাঁর ₹২,৫০০ কোটিরও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় ক্ষতিপূরণস্বরূপ।  (Mehul Choksi | File Image/ IANS)
advertisement
12/12
অবশেষে সাত বছর পর ২০২৫ সালে বেলজিয়ামে ধরা পড়লেন মেহুল চোকসি। এখন দেখার, তাঁকে ভারতে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া কতটা এগোয়। এই কেলেঙ্কারির পরিণতি এবং দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর এর প্রভাব আগামী দিনে স্পষ্ট হবে।
অবশেষে সাত বছর পর ২০২৫ সালে বেলজিয়ামে ধরা পড়লেন মেহুল চোকসি। এখন দেখার, তাঁকে ভারতে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া কতটা এগোয়। এই কেলেঙ্কারির পরিণতি এবং দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর এর প্রভাব আগামী দিনে স্পষ্ট হবে। (Representative Image: AI) 
advertisement
advertisement
advertisement