Cheque-এর মাধ্যমে হামেশাই টাকা তুলছেন; কিন্তু জানেন তো চেকে সর্বোচ্চ কত টাকা তোলা যায় ?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
বিয়ারার্স চেকের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে কোনও সীমা থাকে না। কিন্তু তহবিলের সুরক্ষা নিশ্চিত করার জন্য় ব্যাঙ্কগুলি নিজস্ব কিছু নিয়ম নীতি তৈরি করেছে।
সাধারণত ব্যাঙ্ক থেকে টাকা তোলার জন্য আমরা চেক ব্যবহার করে থাকি। মূলত চেকটা ব্যাঙ্কে জমা দেওয়ার পরে টাকা হাতে চলে আসে। এই চেকে প্রিন্ট করা থাকে “or bearer”। যার অর্থ হল, এই চেক যিনি বহন করবেন, তাঁর হাতেই তুলে দেওয়া হবে টাকা।
advertisement
চেকে প্রাপকের নাম উল্লেখ করা থাকে না। তাই যিনি চেকটি নিয়ে গিয়ে জমা করবেন, তিনিই টাকাটা হাতে পাবেন। বিয়ারার্স চেক অন্য চেকের তুলনায় ভিন্ন হয়। এই বিষয়ে আরও কিছু বিষয় জেনে নেওয়া যাক।
advertisement
advertisement
বিয়ারার্স চেকের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে কোনও সীমা থাকে না। কিন্তু তহবিলের সুরক্ষা নিশ্চিত করার জন্য় ব্যাঙ্কগুলি নিজস্ব কিছু নিয়ম নীতি তৈরি করেছে। ধরা যাক, চেকে উল্লেখ করা অর্থের পরিমাণ যদি ৫০০০০ টাকার বেশি হয়, তাহলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ গ্রাহকের কাছ থেকে নো ইওর কাস্টোমার (কেওয়াইসি) চাইতে পারেন। যার অর্থ হল, গ্রাহকের কাছ থেকে পরিচয়পত্রের প্রমাণ চাইবে ব্যাঙ্ক। এমনকী যিনি চেকটা জারি করছেন, তাঁকেও ফোন করতে পারে ব্যাঙ্ক।
advertisement
এখানেই শেষ নয়, যদি ৫০০০০ টাকার বেশি পরিমাণ অর্থ তোলার থাকে, তাহলে বহু ঋণদাতাই গ্রাহকদেরকে আগাম নোটিশ জারি করতে বলেন। যাতে তারা সহজেই চেক বিয়ারারদের জন্য টাকার ব্যবস্থা করতে পারেন। আর বিয়ারার্স চেক ইস্যু অথবা ক্লিয়ার করার জন্য কোনও রকম পরিষেবা চার্জ দিতে হবে না। বিয়ারার্স চেক ব্যাঙ্কের শাখায় জমা করা হলে সংশ্লিষ্ট শাখা চেকের স্ক্যান নেবে। আর সেটা হেড অফিসে পাঠাবে। সংশ্লিষ্ট শাখার প্রধান যদি এই লেনদেন নিশ্চিত করেন, তাহলে চেক বহনকারী টাকাটা পেয়ে যান।
advertisement
যদি বিয়ারার্স চেকে প্রাপকের নাম না থাকে, তাহলে যিনি চেক জারি করছেন, তাঁদের কয়েকটি উপায় অবলম্বন করতে হবে:
advertisement
১. যে পরিমাণ অর্থ তোলা হচ্ছে, চেকে সেই পরিমাণ অর্থে যেখানে শব্দ বা কথায় লিখবেন, সেখানে অর্থের পরিমাণের পাশে ‘only’ শব্দটা লেখা আবশ্যক। উদাহরণ স্বরূপ, Ten thousand only। ২. সংখ্যায় অর্থের পরিমাণ লেখার পরে স্ল্যাশ (/) এবং ড্যাশ (-) প্রতীক চিহ্ন দিতে হবে। এর অর্থ হল, আর কোনও অর্থ তোলা হবে না।
advertisement