31st December Deadline: আজই সেরে নিন এই ৫টি গুরুত্বপূর্ণ কাজ, না হলে হতে পারে বিপুল টাকার ক্ষতি
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেরি না করে এখুনি সেরে ফেলুন কাজগুলি না হলে দিতে হতে পারে মোটা টাকার জরিমানা ৷
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা ৷ শুরু হতে চলেছে নতুন বছর ২০২৪ ৷ আর তার সঙ্গে লাগু হতে চলেছে ব্যাঙ্ক, ইনকাম ট্যাক্স, বিনিয়োগ ইত্যাদির সঙ্গে যুক্ত একাধিক নতুন নিয়ম ৷ আজই একাধিক গুরুত্বপূর্ণ কাজ সেরে নেওয়ার শেষ দিন ৷ তাই দেরি না করে এখুনি সেরে ফেলুন কাজগুলি না হলে দিতে হতে পারে মোটা টাকার জরিমানা ৷
advertisement
advertisement
advertisement
স্পেশ্যাল এফডি-র ডেডলাইন-স্টেট ব্যাঙ্কের স্পেশ্যাল এফডি স্কিম অর্থাৎ অমৃত কলশ স্কিম-সহ একাধিক স্পেশ্যাল এফডি-র ডেডলাইন ৩১ ডিসেম্বর শেষ হতে চলেছে ৷ এসবিআই-এর স্পেশ্যাল এফডি স্কিম অমৃত কলশ, আরবিআই ব্যাঙ্কের স্পেশ্যাল ফিক্সড ডিপোজিট স্কিম অমৃত মহোৎসব ও ইন্ডিয়ান ব্যাঙ্কের ইন্ড সেভর নামে এফডি স্কিমে আপনি ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন ৷
advertisement