Low Investment Business Ideas: প্রায় কোনও টাকা ছাড়াই শুরু করুন এই ব্যবসা, মাসের শেষে হাতে আসবে লাখ লাখ টাকা! অল্প সময়ে হবেন লাভবান!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Low Investment Business Ideas: পুকুরের কচুরিপানা পুকুর থেকে তুলে ফেলে দিচ্ছেন পুকুর পরিষ্কারের জন্য! তবে জানেন এই কচুরিপানা থেকেই আপনি লাখপতি হতে পারেন
advertisement
advertisement
বর্তমান সময়ে পুরুষ এবং মহিলাদের স্বনির্ভর করে তুলতে সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ধরনের ক্যাম্প এর আয়োজন করা হয়। বিভিন্ন বেসরকারি সংস্থান মহিলাদের স্বনির্ভর করতে কখনও ছাগল হাঁস মুরগি চাষে উৎসাহী করেন,আবার কখনও বাড়িতে মাছ চাষ করে স্বনির্ভর হতে বার্তা দেন। তবে এইসবের বাইরেও মহিলাদের স্বনির্ভর হতে সাহায্য করছে জলের মধ্যে থাকা কচুরিপানা।
advertisement
কচুরিপানা এই নামটি অন্তত গ্রামবাংলায় এমন কেউ নেই যারা জানেন না। কচুরিপানা মুক্তভাবে ভাসমান বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ। মূলত এর আদি নিবাস দক্ষিণ আমেরিকা। এটি পুরু, চকচকে এবং ডিম্বাকৃতির পাতাবিশিষ্ট কচুরিপানা জলের উপরিপৃষ্ঠের ওপর ১ মিটার পর্যন্ত বাড়তে পারে। আর এই কচুরিপানা থেকে তৈরি বিভিন্ন সামগ্রী এবার বীরভূমের সাঁইথিয়া থেকে পৌঁছে যাচ্ছে সারাদেশে।
advertisement
সাঁইথিয়ার ভগবতীপুর গ্রামে সেই জন্য তৈরি হচ্ছে কমন প্রডাকশন সেন্টার। রাজ্যের ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র বিভাগের উদ্যোগে ভগবতীপুরে তৈরি হচ্ছে সরকারি ভবন। বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্ভুক্ত আমদপুর এলাকায় গেলেই আপনি পৌঁছে যাবেন সেই বাড়ি যেখানে প্রায় একসঙ্গে ৩০ জন মহিলারা স্বনির্ভর হচ্ছেন কচুরিপানা থেকে বিভিন্ন বাড়ির সামগ্রী তৈরি করে। জেলা শিল্প কেন্দ্রর সূত্রে দাবি জমি চিহ্নিতকরণ হয়ে গিয়েছে দফতর এর জন্য ১ কোটি ২১ লক্ষ টাকা বরাদ্দ করেছে। (তথ্য-সৌভিক রায়)