গ্রীষ্মের দাবদাহ আর তীব্র অস্বস্তিতে ত্রাহি মধুসূদন অবস্থা আম আদমির। সারাদিন খাটাখাটুনি, ট্রেনে বাসে গাদাগাদি করে যাতায়াত, সবকিছুর পরে ঘরে একটু আরাম পেতে একটা এসি নিদেনপক্ষে কুলারের কথা ভাবছেন মধ্যবিত্ত মানুষ। কিন্তু কোন কুলার সাশ্রয় ও লাভজনক হবে সেটা বুঝতে গিয়েই দফারফা হচ্ছে। বাজারে কুলারের তো ছড়াছড়ি। কোনটি আপনার জন্য কেনা সুবিধেজনক বুঝবেন কী করে? প্রতীকী ছবি।
অর্থাৎ পকেট ফ্রেন্ডলি দামে কোন এসি বা কুলার ভাল হবে। এই প্রশ্নে যখন নাজেহাল সাধারণ মানুষ সেখানে এসির বিকল্প হিসাবে খুব কম দামে সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণের জন্য এয়ার কুলারের হদিশ দেওয়া যেতে পারে। যা বাজারে এসেই একেবারে সুপারহিট। ভালো ব্র্যান্ডের ইএমআই অপশনযুক্ত এই এয়ারকুলারটির নাম হল Personal Space 3 in 1 Air cooler। প্রতীকী ছবি।