Lottery: লটারিতে ১ কোটি টাকা জিতলে 'ট্যাক্স' দিতে হয় কত...? ঘরে আনবেন 'কত' টাকা? চমকে যাবেন শুনলে!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Lottery: বলুন তো দেখি আপনি লটারিতে ১ কোটি টাকা জিতলে সরকারকে ট্যাক্স দেওয়ার পর কত টাকা হাতে পাবেন? প্রশ্ন শুনেই হকচকিয়ে গেলেন তো? চলুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক টাকাপয়সা ও কর নিয়ম সক্রান্ত সাধারণ জ্ঞানের একটি মজাদার তথ্য।
লটারির টিকিটে ট্যাক্সের হিসেবে ঠিক কত? বেশিরভাগ মানুষই জানেন না সঠিক উত্তর। কিন্তু আসল উত্তর জানলে অবাক হবেন আপনিও। আচ্ছা বলুন তো দেখি আপনি লটারিতে ১ কোটি টাকা জিতলে সরকারকে ট্যাক্স দেওয়ার পর কত টাকা হাতে পাবেন? প্রশ্ন শুনেই হকচকিয়ে গেলেন তো? চলুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক সাধারণ জ্ঞানের আরও একটি মজাদার তথ্য।
advertisement
আমরা প্রায়শই বিভিন্ন সংবাদমাধ্য়মে শুনি যে অনেকেই লটারিতে এক কোটি টাকা যেতেন। যা শুনে যারপরনাই চোখ ছানাবড়া হয়ে যায় আমাদের। কিন্তু জানেন কি, এক কোটি টাকা পুরস্কার জিতলে ট্যাক্স কেটে হাতে কত টাকা পাওয়া যায়?
advertisement
প্রায়ই লটারিতে নগদ পুরস্কার হিসেবে ১ কোটি টাকা পেয়ে থাকেন অনেক ভাগ্যবান বিজয়ীরা। কিন্তু আপনি কি জানেন যে ১ কোটি টাকার পুরস্কারের উপর এক বিপুল পরিমান অর্থ ট্যাক্স হিসেবে কাটে। কিন্তু এই ট্যাক্স কাটার পরে আপনি কত টাকা পাবেন বলুন তো?
advertisement
আসুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক কী বলছে আয়করের নিয়ম। উল্লেখ্য, ১৯৬১ সালে কার্যকর হয় আয়কর আইন। ওই আইন অনুযায়ী লটারি থেকে টাকা পেলেও সরকারকে কর দিতে হবে বলে উল্লেখ করা ছিল।
advertisement
১৯৬১-র 194B ধারার অধীনে কর দিতে হয়। আর সেই করের পরিমান কিন্তু নেহাতই কম নয়। বিজয়ীকে অর্থ প্রদান করার আগে টিডিএস কাটা হয়।
advertisement
সেই অনুযায়ী ১০ হাজার টাকার বেশি টাকার নগদ পুরস্কারের অর্থের উপর ৩০% TDS কাটা হয়। এক্ষেত্রে অতিরিক্ত সারচার্জ এবং সেস যোগ করার পর টিডিএস ৩১.২% পর্যন্ত হতে পারে।
advertisement
লটারির টিকিট জেতার পর এই ট্যাক্স প্রদান প্রত্যেক বিজয়ীর জন্য কিন্তু বাধ্যতামূলক। আবার কোনও অনাবাসী ভারতীয় যদি লটারি জেতেন, সেক্ষেত্রে ৩০ শতাংশ সারচার্জ দেওয়ার পাশাপাশি ৪ শতাংশ এডুকেশনাল সেসও দিতে হয় বিজেতাকে।
advertisement
advertisement
অর্থাৎ যদি কোনও এদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক লটারি যেতেন, এবং তিনি যদি ১ কোটি টাকা পুরস্কার পান, সেক্ষেত্রে তিনি TDS ও অন্য কর কাটার পর হাতে পাবেন প্রায় ৫৮ থেকে ৬০ লাখ টাকা। তবে সব পুরস্কার অঙ্কের ক্ষেত্রে বিষয়টি সমান হয় না।
advertisement
তবে শুধু লটারি নয়, পাজল, হর্স-রেসের মতো বাজিগুলির ক্ষেত্রেও আয়করের এমন নিয়ম রয়েছে। প্রতিটি ক্ষেত্রেই মোটা অঙ্কের কর দিতে হয় বিজয়ীকে। এর দ্বারা সরকারি কোষাগার ব্যাপক ভাবে লাভবান হয়।
advertisement