এক বছরে ৫০ শতাংশের বেশি রিটার্ন! রইল সেরা ৫ স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের তালিকা

Last Updated:
Mutual Funds: শেয়ার বাজারে ওঠাপড়া অনেক বেশি। তাই অনেকেই মিউচুয়াল ফান্ডে ঝুঁকছেন। এসআইপি থেকে রিটার্নও মিলছে দু’হাত ভরে।
1/6
শেয়ার বাজারে ওঠাপড়া অনেক বেশি। তাই অনেকেই মিউচুয়াল ফান্ডে ঝুঁকছেন। এসআইপি থেকে রিটার্নও মিলছে দু’হাত ভরে। বিশেষ করে স্মল ক্যাপ ফান্ড থেকে। এখানে সে রকমই ৫টি স্মল ক্যাপ ফান্ডের হদিশ দেওয়া হল, যা গত এক বছরে ৫০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে।
শেয়ার বাজারে ওঠাপড়া অনেক বেশি। তাই অনেকেই মিউচুয়াল ফান্ডে ঝুঁকছেন। এসআইপি থেকে রিটার্নও মিলছে দু’হাত ভরে। বিশেষ করে স্মল ক্যাপ ফান্ড থেকে। এখানে সে রকমই ৫টি স্মল ক্যাপ ফান্ডের হদিশ দেওয়া হল, যা গত এক বছরে ৫০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে।
advertisement
2/6
এলআইসি এমএফ স্মল ক্যাপ ফান্ড: এলআইসি-এর এই স্মল ক্যাপ ফান্ডের ডায়রেক্ট প্ল্যান থেকে এক বছরে ৫৩.৬১ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। পাঁচ বছরে রিটার্নের গড় ৩০.০৮ শতাংশ। ফান্ডের মোট এইউএম ২৮১.৩৫ কোটি টাকা। মাত্র ১০০০ টাকা দিয়ে এসআইপি শুরু করা যায়। ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ৫ হাজার টাকা।
এলআইসি এমএফ স্মল ক্যাপ ফান্ড: এলআইসি-এর এই স্মল ক্যাপ ফান্ডের ডায়রেক্ট প্ল্যান থেকে এক বছরে ৫৩.৬১ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। পাঁচ বছরে রিটার্নের গড় ৩০.০৮ শতাংশ। ফান্ডের মোট এইউএম ২৮১.৩৫ কোটি টাকা। মাত্র ১০০০ টাকা দিয়ে এসআইপি শুরু করা যায়। ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ৫ হাজার টাকা।
advertisement
3/6
কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড: স্মল ক্যাপ ফান্ডগুলির মধ্যে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডের পারফরম্যান্স সবচেয়ে ভাল। গত এক বছরে ৫৬.৮৫ শতাংশ হারে রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। ৭ অগাস্ট পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, ফান্ডের এনএভি ২৯২ টাকা, আকার ২২,৯৭০ কোটি টাকার।
কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড: স্মল ক্যাপ ফান্ডগুলির মধ্যে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডের পারফরম্যান্স সবচেয়ে ভাল। গত এক বছরে ৫৬.৮৫ শতাংশ হারে রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। ৭ অগাস্ট পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, ফান্ডের এনএভি ২৯২ টাকা, আকার ২২,৯৭০ কোটি টাকার।
advertisement
4/6
আইটিআই স্মল ক্যাপ ফান্ড: গত এক বছরে ৬৩.১৯ শতাংশ হারে রিটার্ন দিয়েছে আইটিআই স্মল ক্যাপ ফান্ড। তিন বছরে গড় রিটার্নের হার ২০.৭৩ শতাংশ। লঞ্চের পর থেকে ২৬.০৯ শতাংশ হারে গড় রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
আইটিআই স্মল ক্যাপ ফান্ড: গত এক বছরে ৬৩.১৯ শতাংশ হারে রিটার্ন দিয়েছে আইটিআই স্মল ক্যাপ ফান্ড। তিন বছরে গড় রিটার্নের হার ২০.৭৩ শতাংশ। লঞ্চের পর থেকে ২৬.০৯ শতাংশ হারে গড় রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
advertisement
5/6
মহিন্দ্রা ম্যানুলাইফ স্মল ক্যাপ ফান্ড: ৩০ জুন পর্যন্ত মহিন্দ্রা ম্যানুলাইফ ফান্ডে ৪৫৬৮.৪৪ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। গত এক বছরে রিটার্নের হার ৬১.৪৪ শতাংশ। লঞ্চের পর থেকে এখনও পর্যন্ত ৫৬.৮২ শতাংশ হারে রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। ডায়রেক্ট প্ল্যানে ফান্ডের ব্যয় অনুপাত ০.২৭ শতাংশ। ন্যূনতম ৫০০ টাকা দিয়ে এসআইপি শুরু করা যায়।
মহিন্দ্রা ম্যানুলাইফ স্মল ক্যাপ ফান্ড: ৩০ জুন পর্যন্ত মহিন্দ্রা ম্যানুলাইফ ফান্ডে ৪৫৬৮.৪৪ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। গত এক বছরে রিটার্নের হার ৬১.৪৪ শতাংশ। লঞ্চের পর থেকে এখনও পর্যন্ত ৫৬.৮২ শতাংশ হারে রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। ডায়রেক্ট প্ল্যানে ফান্ডের ব্যয় অনুপাত ০.২৭ শতাংশ। ন্যূনতম ৫০০ টাকা দিয়ে এসআইপি শুরু করা যায়।
advertisement
6/6
বন্ধন স্মল ক্যাপ ফান্ড: বন্ধন স্মল ক্যাপ ফান্ডের ডায়রেক্ট প্ল্যানে গত এক বছরে ৭২.০৯ শতাংশ হারে রিটার্ন মিলেছে। ৩০ জুন পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, ফান্ডে মোট বিনিয়োগের পরিমাণ ৫৮৮০.১৮ কোটি টাকা। ব্যয় অনুপাত ১.৭৬ শতাংশ। লঞ্চের পর থেকে ৩৯.৭৫ শতাংশ হারে রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। পাঁচ বছরে গড় রিটার্নের পরিমাণ ৩৩.১ শতাংশ। এই ফান্ডে ন্যূনতম ১০০ টাকা দিয়ে এসআইপি শুরু করা যায়।
বন্ধন স্মল ক্যাপ ফান্ড: বন্ধন স্মল ক্যাপ ফান্ডের ডায়রেক্ট প্ল্যানে গত এক বছরে ৭২.০৯ শতাংশ হারে রিটার্ন মিলেছে। ৩০ জুন পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, ফান্ডে মোট বিনিয়োগের পরিমাণ ৫৮৮০.১৮ কোটি টাকা। ব্যয় অনুপাত ১.৭৬ শতাংশ। লঞ্চের পর থেকে ৩৯.৭৫ শতাংশ হারে রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। পাঁচ বছরে গড় রিটার্নের পরিমাণ ৩৩.১ শতাংশ। এই ফান্ডে ন্যূনতম ১০০ টাকা দিয়ে এসআইপি শুরু করা যায়।
advertisement
advertisement
advertisement