দেশের সব থেকে বড় বিমা সংস্থা LIC বা লাইফ ইনসিউরেন্স করপোরেশন অফ ইন্ডিয়ার একটি সুপারহিট পলিসি জীবন অক্ষয় পয়লা ডিসেম্বর থেকে বন্ধ হয়েছে ৷ এছাড়াও LIC সিদ্ধান্ত নিয়েছে আরও কিছু পলিসি বন্ধ করার ক্ষেত্রে ৷ LIC সূত্রে জানা গিয়েছে লাগাতার সুদের হার কমতে থাকায় বিনিয়োগকারীদের ভাল টাকা ফেরৎ দেওয়া সম্ভব হচ্ছেনা ৷ এই কারণেই বন্ধ হচ্ছে, LIC এর ওয়েবসাইটে দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে যে যে পলিসি বন্ধ হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
বন্ধ পলিসিগুলি এক নজরে - LIC এর ওয়েব সাইটে জানতে পারা গিয়েছে জীবন সুগম, জীবন বৈভব, জীবন বৃদ্ধি, ফরচুন প্লাস, হেল্থপ্লাস, মার্কেট প্লাস-১, প্রফিটপ্লাস, মানিপ্লাস ১, চাইল্ডপ্লাস, জীবনসাথী প্লাস, সমৃদ্ধিপ্লাস, পেনশনপ্লাস, জীবন নিধি, নব জীবন ধারা-১, নতুন জীবন সুরক্ষা-১, হেল্থপ্লাস, ওয়েল্থপ্লাস, প্রফিটলস, চাইল্ড ফরচুন প্লাস, জীবনসাথী প্লাস, সমুহ সুপার এনুএশন প্লাস, বিমাখাতা ১, বিমাখাতা ২, সিডিএ ইনভেস্টমেন্ট ২১, সিডিএ ইনভেস্টমেন্ট ১৮ ইত্যাদি বন্ধ হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
জীবন মিশ্র (তিনগুণ সুরক্ষা), ধনবরসী যোজনা ২৫ ভচরের মেয়াদ, জীবনমিশ্র (দ্বিগুণ সুরক্ষা), জীবনপ্রমুখ, আজীবন পলিসি, আজীবন পলিসি সীমিত বিনিয়োগ, দু'বছরের অস্থায়ী বিমা পলিসি, জীবন মিশ্র (দ্বিগুণ সুরক্ষা ববন্দোবস্ত যোজনা), জীবন অমৃত, জীবন সুরভি, ২৫ বছরের, জীবন সুরভি ১৫ বছরের, আজীবন পলিসি, একবার প্রিমিয়াম, জীবন অনুরাগ, চাইল্ড ফিউচার যোজনা, চাইল্ড কেরিয়ার প্রকল্প, জীবন সাথী, জীবন শ্রী ১ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
এছাড়া জীবন আনন্দ, বিমা সঞ্চয়, জীববন আধার, জীবন বিশ্বাস, জীবন আনন্দ, জীবন দীপ, জীবন মঙ্গল, জীবন মধুর, ইন্ডোরমেন্ট প্লাস, নতুন জীবন নিধি, অমূল্য জীবন -১, ফ্লেক্সি প্লাস, জীবন সুরভি ২০ বছরের, জীবন ভারতী, হেল্থ প্রোটেকশন প্লাস, পরিবর্তনশীল বিমা পলিসি, জীবন শগুন যোজনা, বরিষ্ঠ পেনশন বিমা যোজনায় বিনিয়োগ করা সম্ভব নয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
বিশেষজ্ঞরা মনে করেন যেকোনও বিমা সংস্থা বিমা বন্ধ করার ফবে সংস্থার আয় কমে যায় রীতিমত ৷ আগের বছরে LIC জীবন অক্ষয় পলিসি বন্ধ করার সময় সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ১০ বছরের সরকারি বন্ড যার উপরে ৭.০৫ শতাংশ সুদ পাওয়া যায় ৷ তবে শেষ পর্যন্ত সুদের হার বজায় রাখাটা বেশ মুশকিল হয়ে পড়ে ৷ এই কারণেই অলাভজনক পলিসি বন্ধ করার সিদ্ধান্ত বিমা সংস্থাগুলি নিয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷