LIC : প্রতিটি গ্রাহকের কাছে গুরুত্বপূর্ণ এই SMS ! পলিসি আছে ? সব কাজ ফেলে এই কাজ বাধ্যতামূলক
Last Updated:
ভারতীয় জীবন বিমা নিগমের (LIC) পক্ষ থেকে প্রতিটি গ্রাহককে একটি গুরুত্বপূর্ণ SMS পাঠাচ্ছে ৷ LIC সম্পূর্ণরূপে ডিজিটাল হতে চলেছে ৷ আগামী পয়লা ১ মার্চ ২০১৯ থেকে সম্পূর্ণ অটোমেটেড হবে যাবে ৷ SMS এর মাধ্যমে পলিসি ধারককে প্রিমিয়াম সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে ৷ প্রিমিয়াম বকেয়া থাকলে তাও এবার থেকে জানানো হবে SMS অর মাধ্যমে ৷ যেই গ্রাহকেরা এই মর্মে SMS পেয়েছেন অর্থাৎ তাঁদের নম্বর রেজিস্টার্ড রয়েছে LIC-এর সঙ্গে ৷ এই SMS যদি না পেয়ে থাকে কেউ তবে বুঝতে পারা যাবে নম্বর ফেন নম্বর আপডেট করা নেই ৷ সেক্ষেত্রে অত্যন্ত দ্রুততার সঙ্গে ফোন নম্বর আপডেট করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement
advertisement