LIC-র এই সেরা পলিসিগুলো সম্পর্কে জানেন? ভবিষ্যতে টাকা নিয়ে আর চিন্তা থাকবে না

Last Updated:
সন্তানের জীবন বিমার জন্য এখানে কয়েকটি সেরা পলিসির হদিশ দেওয়া হল। এই সব পলিসিতে বিমা সুবিধা ছাড়া মোটা রিটার্নও পাওয়া যায়।
1/7
দেশের সবচেয়ে বিশ্বস্ত বিমা কোম্পানি হল এলআইসি। যে কোনও বয়সে, সব শ্রেণীর মানুষের জন্য অজস্র পলিসি রয়েছে। তাছাড়া এলআইসিতে কোনও ঝুঁকি নেই। টাকা থাকে নিরাপদ। ভাল রিটার্নও পাওয়া যায়। খুব বেশি প্রিমিয়ামও দিতে হয় না।
দেশের সবচেয়ে বিশ্বস্ত বিমা কোম্পানি হল এলআইসি। যে কোনও বয়সে, সব শ্রেণীর মানুষের জন্য অজস্র পলিসি রয়েছে। তাছাড়া এলআইসিতে কোনও ঝুঁকি নেই। টাকা থাকে নিরাপদ। ভাল রিটার্নও পাওয়া যায়। খুব বেশি প্রিমিয়ামও দিতে হয় না।
advertisement
2/7
শিশুদের জন্যেও একাধিক পলিসি রয়েছে এলআইসি। সন্তানের জীবন বিমার জন্য এখানে কয়েকটি সেরা পলিসির হদিশ দেওয়া হল। এই সব পলিসিতে বিমা সুবিধা ছাড়া মোটা রিটার্নও পাওয়া যায়।
শিশুদের জন্যেও একাধিক পলিসি রয়েছে এলআইসি। সন্তানের জীবন বিমার জন্য এখানে কয়েকটি সেরা পলিসির হদিশ দেওয়া হল। এই সব পলিসিতে বিমা সুবিধা ছাড়া মোটা রিটার্নও পাওয়া যায়।
advertisement
3/7
এলআইসি জীবন তরুণ পলিসি: এলআইসি জীবন তরুণ নন লিঙ্কড, সীমিত প্রিমিয়াম পলিসি। সুরক্ষা এবং সঞ্চয়, উভয় প্রদান করে। শিশুর শিক্ষা এবং অন্যান্য চাহিদার কথা মাথায় রেখেই বিশেষভাবে এই পলিসি ডিজাইন করা হয়েছে। পলিসি কেনার সর্বনিম্ন বয়স ৯০ সিন।
এলআইসি জীবন তরুণ পলিসি: এলআইসি জীবন তরুণ নন লিঙ্কড, সীমিত প্রিমিয়াম পলিসি। সুরক্ষা এবং সঞ্চয়, উভয় প্রদান করে। শিশুর শিক্ষা এবং অন্যান্য চাহিদার কথা মাথায় রেখেই বিশেষভাবে এই পলিসি ডিজাইন করা হয়েছে। পলিসি কেনার সর্বনিম্ন বয়স ৯০ সিন।
advertisement
4/7
সর্বোচ্চ বয়স ১৩ বছর। জীবন তরুণ পলিসিতে ২০ বছর বয়স পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে। পলিসির মেয়াদ শেষ হবে ২৫ বছরে। এই স্কিমে সর্বনিম্ন ৭৫ হাজার টাকার বিমা প্ল্যান কেনা যায়। সর্বোচ্চ বিমা পরিমাণের কোনও সীমা নেই।
সর্বোচ্চ বয়স ১৩ বছর। জীবন তরুণ পলিসিতে ২০ বছর বয়স পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে। পলিসির মেয়াদ শেষ হবে ২৫ বছরে। এই স্কিমে সর্বনিম্ন ৭৫ হাজার টাকার বিমা প্ল্যান কেনা যায়। সর্বোচ্চ বিমা পরিমাণের কোনও সীমা নেই।
advertisement
5/7
এলআইসি নিউ চিলড্রেন মানি ব্যাক প্ল্যান: এলআইসির এই পলিসি নন লিঙ্কড, ইনডিভিজুয়াল, লাইফ অ্যাসুরেন্স, ট্র্যাডিশনাল মানি ব্যাক প্ল্যান। ক্রমবর্ধমান শিশুদের শিক্ষা, বিবাহ এবং অন্যান্য চাহিদার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।
এলআইসি নিউ চিলড্রেন মানি ব্যাক প্ল্যান: এলআইসির এই পলিসি নন লিঙ্কড, ইনডিভিজুয়াল, লাইফ অ্যাসুরেন্স, ট্র্যাডিশনাল মানি ব্যাক প্ল্যান। ক্রমবর্ধমান শিশুদের শিক্ষা, বিবাহ এবং অন্যান্য চাহিদার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।
advertisement
6/7
এই পলিসিতে সন্তানের ০ থেকে ১২ বছর বয়সের মধ্যে বিনিয়োগ শুরু করতে হবে। সন্তানের বয়স ১৮ পূর্ণ হলে ২০ শতাংশ, ২০ বছর বয়সে ২০ শতাংশ এবং ২২ বছর বয়সে ২০ শতাংশ অর্থ দেওয়া হয়। অবশিষ্ট ৪০ শতাংশ পলিসির মেয়াদ শেষে অর্থাৎ সন্তানের ২৫ বছর বয়সে দেওয়া হয়।
এই পলিসিতে সন্তানের ০ থেকে ১২ বছর বয়সের মধ্যে বিনিয়োগ শুরু করতে হবে। সন্তানের বয়স ১৮ পূর্ণ হলে ২০ শতাংশ, ২০ বছর বয়সে ২০ শতাংশ এবং ২২ বছর বয়সে ২০ শতাংশ অর্থ দেওয়া হয়। অবশিষ্ট ৪০ শতাংশ পলিসির মেয়াদ শেষে অর্থাৎ সন্তানের ২৫ বছর বয়সে দেওয়া হয়।
advertisement
7/7
এলআইসি চাইল্ড কেরিয়ার প্ল্যান: নাম থেকেই বোঝা যাচ্ছে, এটা বিশেষভাবে সন্তানের কেরিয়ারের লক্ষ্য পূরণের জন্য ডিজাইন করা হয়েছে। সদ্যোজাত শিশুর নামে পলিসি কেনা যায়। সর্বোচ্চ বয়স ১২ বছর। এলআইসি চাইল্ড কেরিয়ার প্ল্যানের বিশেষত্ব হল, পলিসির মেয়াদে তো বটেই, বর্ধিত মেয়াদেও (পলিসির মেয়াদ শেষ হওয়ার ৭ বছর পর্যন্ত) রিস্ক কভার দেওয়া হয়।
এলআইসি চাইল্ড কেরিয়ার প্ল্যান: নাম থেকেই বোঝা যাচ্ছে, এটা বিশেষভাবে সন্তানের কেরিয়ারের লক্ষ্য পূরণের জন্য ডিজাইন করা হয়েছে। সদ্যোজাত শিশুর নামে পলিসি কেনা যায়। সর্বোচ্চ বয়স ১২ বছর। এলআইসি চাইল্ড কেরিয়ার প্ল্যানের বিশেষত্ব হল, পলিসির মেয়াদে তো বটেই, বর্ধিত মেয়াদেও (পলিসির মেয়াদ শেষ হওয়ার ৭ বছর পর্যন্ত) রিস্ক কভার দেওয়া হয়।
advertisement
advertisement
advertisement